অনেকেই অভিযোগ করেন, নতুন কেনার পর কম্পিউটারে যেমন গতি পাওয়া যেত, পিসি পুরোনো হওয়ার পর আর সে রকম গতি পাওয়া যায় না। আগে হয়তো যে কাজটি করতে সামান্য সময় লাগত তা করতে এখন অনেক বেশি সময় লাগছে। এ জন্য তারা সরাসরি দোষ দেন ভাইরাসকে। কিন্তু ভাইরাস ছাড়া আরও অনেক কারণেই পিসি স্লো হয়ে যেতে পারে। সে ক্ষেত্রে নির্দিষ্ট কিছু পদক্ষেপ নিলেই পিসিকে আবার নতুনের মতো দ্রুত অবস্থায় নেওয়া সম্ভব। তেমন কয়েকটি টিপস দেওয়া হলো নিচে।
=> নিয়মিত ডিস্ক ডিফ্রাগমেন্ট করুন। সম্ভব হলে প্রতি সপ্তাহে একবার।
=> যত সম্ভব কম ইউজার অ্যাকাউন্ট ব্যবহার করুন। চেষ্টা করুন একটি মাত্র ইউজার অ্যাকাউন্ট রাখতে।
=> হার্ডডিস্কের প্রতি পার্টিশনেই ৩০ শতাংশ জায়গা ফাঁকা রাখার চেষ্টা করুন।
=> সিস্টেম ড্রাইভ বা সি (প) অর্থাৎ যে ড্রাইভে অপারেটিং সিস্টেম ইনস্টল দেওয়া থাকবে সে ড্রাইভে অন্য কিছু না রাখাই ভালো।