আটচল্লিশ ঘন্টার মধ্যে খুনিকে অবশ্যই খুজে বেড় করা হবে। নাটকটি এখান থেকেই শুরু হতে পারতো। কিছুটা সময় নষ্ট বা কলাকুশীলবদের সমন্বয়হীনতা নাটকটি শুরু হতে কিছুটা বিলম্ব হয়েছে। সন্মানিত সুধী মণ্ডলী আপনারা অধৈর্য হবেন না। কিছু অনাহুত লোকজনের বাড়তি কথায় কান না দিয়ে আমরা মুল নাটকের দিকে দৃষ্টি নিবন্ধ করি।
জনৈক নারীর " সরকার কারো বেডরুম পাহারার দায়িত্ব নেয়নি "
বা মাহফুজুর রহমান ফেইসবুকের বিরুদ্ধে মামলার প্রস্তুতি নিচ্ছে - এসব কথা এই নাটকের মুল উদ্দেশ্যকে ব্যাহত করবে না।
আসুন নাটক উপভোগ করি আমরা :
দৃশ্যপট- ১
বেডরুমে পরে আছে এক সাংবাদিক দম্পতির লাশ
কিছুটা বিচলিত আমাদের মহান স্বরাষ্ট্র মন্ত্রী ঘোষণা দিলেন " আটচল্লিশ ঘন্টার মধ্যে খুনিকে অবশ্যই খুজে বেড় করা হবে।"
দৃশ্যপট - ২
দেশবাসী অবাক বিস্ময়ে দেখলো , সত্যি সত্যি আটচল্লিশ ঘণ্টার মধ্যেই খুনি গ্রেফতার, জেলের ভিতরে বিষণ্ণ মুখ ।
এটি অবশ্য মিডিয়ার জন্য প্রচার। খুনিরা থাকবে ১ম শ্রেণীর সুবিধা নিয়ে জেলে। শুধু তারা মুক্ত হাওয়ায় নিঃশ্বাস নিতে পারেনা। আর সব সুযোগ সুবিধা তারা পাবে।
মিডিয়ায় কয়েকদিন ধরে ব্যাপক পাবলিসিটি : " একমাত্র আমরাই এমন পারি " ।
দৃশ্যপট - ৩
এরপর দেখা যেতে থাকবে বিভিন্ন মিডিয়ায় - নিহতদের নিয়ে পরকীয়া প্রেম কাহিনীর প্রচার। মৃত্যুর পূর্বের দিন নিহত একজানার মোবাইলে এতটি কল এসেছিল , এই এই মেসেজ এসেছিল - যা একসময়ে চটি সাহিত্যে রূপ নিবে। বেশ কিছু মানুষ খুনির বিচারের চেয়ে গুরুত্ব দিবে এই সব পরকীয়া কাহিনীর দিকে। তারা ভুলে যাবে যে - নিহত এই দম্পতি খুবই সুখি জীবন যাবন করতেন।
দৃশ্যপট - ৪
খুব দ্রুততার সাথে খুনীদের বিচার কাজ সমাপ্ত হবে। উচ্চতর সব আদালতে খুনিদের সব আপীল অগ্রাহ্য হবে।
দৃশ্যপট - ৫
দেশের রাষ্ট্রপ্রধানের দপ্তর । ডিজিটাল সরকার হওয়ায় প্রতি রুমেই হালকা আওয়াজে বাজে ভুপেন হাজারিকার গান
" মানুষ মানুষের জন্য ....... একটু সহানুভূতি কি মানুষ পেতে পারেনা...."
ওয়াল পেপারগুলোতে শোভা পাচ্ছে --
"ক্ষমা মহত্বের লক্ষন "
"জীবে প্রেম করে যেই জন , সেইজন সেবিছে ইশ্বর " এমন সব বানী লেখা ।
নিহত দম্পতির খুনিদের প্রান ভিক্ষার আবেদন রাষ্ট্রপতির টেবিলে। আমাদের মহান দয়ালু রাষ্ট্রপতি খুনীদের মৃত্যুদণ্ড মওকুফ করে দিলেন।
দৃশ্যপট - ৬
নিউজ পেপারে একটু লেখালেখি হলো। সরকারী দলের কেউ একজন বলবেন " আমাদের দেশের সংবিধান রাষ্ট্রপতিকে এই ক্ষমা করার ক্ষমতা দিয়েছেন। যারা এর বিরুদ্ধে কথা বলছেন তারা পবিত্র সংবিধানের বিরুদ্বে কথা বলছেন " ।
বেশি লেখালেখি হলো সামহোয়ারইন ব্লগে। ষ্টিকি পোষ্ট হলো। শতশত ব্লগার ধিক্কার জানালেন ঐ ষ্টিকি পোষ্টে। এরপর সব চুপচাপ।
নাটকের শেষ , তবে ব্যাকগ্রাউন্ড মিউজিকে হায়েনার চিৎকার ভেসে আসবে শেষ দর্শকটি হল রুম থেকে বেড় হবার আগ মুহূর্ত পর্যন্ত ।
স্বনামখ্যাত সাংবাদিক, ব্লগার সাগর সরওয়ার ও তাঁর স্ত্রী এটিএন বাংলার জ্যেষ্ঠ প্রতিবেদক মেহেরুন রুনির নৃশংস হত্যাকান্ডে জড়িতদের দ্রুত গ্রেপ্তার নিশ্চিত করা হোক।
সব ছবি গুগল থেকে নেয়া।
সর্বশেষ এডিট : ১০ ই মার্চ, ২০১২ সকাল ৭:৫৪