সামুর কয়েকজন ব্লগার গত কয়েকদিন আগে একটি পিকনিক আয়োজন করেছিলেন। ওনাদের ভাব দেখে মনে হয় - বিশ্বে এটাই প্রথম পিকনিক , অথবা কেউ আর কোনদিন পিকনিক খায়নি । ওনাদের এই অতি আনন্দের কারনটা কি ? ওনার কুসংস্কার মানেন না। কখনো শুনেছেন আনলাকি ১৩ তে কোন শুভ কাজ হয় ? ঝাতি জানতে চায় , কেন তারা সামুর লোগো ব্যবহার করেছেন ? কার অনুমতি নিয়ে এমনটি করা হয়েছে ? এক লাখের উপর নিক সামুতে , মাত্র কয়েকজন মিলে সামুর এই লোগো ব্যবহার করায় ঝাতি আপনাদের কোন দিন ক্ষমা করবে না। কয়েকজন ডাকাত , মাস্তান টাইপ ব্লগার পিকনিক করলো- আর সবাই তাতে উৎসাহ যোগাল ? ডাকাত না হলে খুনের প্রচ্ছন্ন হুমকির পরেও কেউ পিকনিকে যায় ? এরা সবকিছু পারে , এরা হিন্দু কবির " যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলোরে " গানটা মনের মাঝে স্থান দিয়েছে , এরা ভারতীয়ও হতে পারে। সাবধান এই সব ব্লগার হতে। এরা কেউ ভদ্র লোকদের উপদেশ শুনে না। কত সাবধান করা হলো এদের , তারপরেও এরা তা মানে নাই- এরা অবাধ্য .... সুতরাং এদের একটা সিন্ডিকেটের মেম্বার বানাতেই হবে । কিভাবে আপনরা এই সামুতে ব্লগিং করেন - তা দেখতেই হবে
আমি ব্যাপক ব্লগারের মতামতকে শ্রদ্ধা জানই, তাই আমি জেনে শুনে বিষ পান করতে রাজী নই। একটা মন ভাংগা আর মসজিদ ভাংগা সমান কথা, পিকনিকের পোষ্ট দিয়ে আমি একজন লোকেরও মন ভেংগে মসজিদ ভাংগার গুনা করতে রাজী নই।
আর তাই - আমার জীবনে যে পিকনিকে আমি সবচেয়ে বেশি আনন্দ পেয়েছি , তা নিয়ে পোষ্ট দিলাম
আয়োজনটা খুব বিশাল ছিলনা। বিশাল ছিল শিশুদের আনন্দ। স্কুল বা বাড়ির পাসের সড়ক দিয়ে পিকনিকের গাড়িগুলো মাইক বাজিয়ে চলে যাওয়া দেখত ওরা। কিন্তু কখনোই আর্থিক সামর্থ্যহীনতার কারনে পিকনিকে যাওয়া হয়নি এদের।
নিজে কয়েকটি স্কুলের সাথে জড়িত। একদিন প্রাইমারীর এক ক্লাসে ঢুকে পড়াশুনার অগ্রগতি দেখছিলাম। ঐ সময়ে পিকনিকের একটি গাড়ি যাচ্ছিল।
পিচ্চি এক মেয়ে হঠাৎ বলে ফেললো " তোরাই খা পিকনিক, আমরা তো আর খাইতে পারুম না। "
আমিও হেসে জিজ্ঞেস করলাম " তোমরা যাবা নাকি " ।
উত্তর " নেবে কেডা ?, টাকা নেই " ।
৩ দিনের মধ্যে পিকনিকে গেল ওরা। দিনটি ছিল ৪ মার্চ ২০১১ ।
ওদের আনন্দে আমিও ভেসেছিলাম।স্বর্গের আনন্দ কি এর চেয়ে বেশী ?
স্যার আমি সাইজ্যা আইছি , আমার একটা ফটুক তুলেন।
আপনি শায়মার ফটুক তুলছেন , আমি কি দোষ করলাম ?
স্যার আমি ফুলপরি সাজছি দেহেন পাশের এই পোলাডর মুখ কালা
আমরা সবাই বড় মহিলা সাজছি , আমাগোও ফটোক তুলেন
স্যার খুদা লাগছে
স্যার আমিও বড় মহিলা সাজছি
মেজাজ খুব খারাপ , এহনো খাবার রান্না হয় নাই কেন ?
ছেলেরা ছিল সারাক্ষন আনন্দ আর ফুর্তির মাঝে
সিন্ডিকেটিং আড্ডা ওখানেও ?
ব্যবস্থা ছিল বিশ্বকাপ ক্রিকেট খেলা দেখারও
আর সহ্য হইতাছে না , তারাতারি খাবার দেন
অবশেষে প্রতিক্ষার অবসান , পেট ভরে খাওয়া
পিকনিকটা অনুষ্ঠিত হয়েছিল , বাংলার সুয়েজ খাল নামে পরিচিত গাবখান ক্যনেল এর গাবগান ব্রিজের নিচে। চারদিকে ছিল মনোরম সবুজ আর সবুজ।
স্থানটির আর একটি পরিচয় , এটি জীবনানন্দ দাসের ধানসিঁড়ি নদী থেকে মাত্র ১০ মিনিট পায়ে হাঁটা পথের দূরত্বে ....
ভালো থাকুক এই সব বাবা মায়ের ধনেরা। আবার হয়ত দেখা হবে কোন একদিন আনন্দের মাঝে , নতুন বাচ্চা কাচ্চাদের সাথে। আমি এই সব আনন্দের মাঝেই স্বর্গ দেখি।
সামু ব্লগার্স পিকনিক- ২০১২ কে নিয়ে সকল পোষ্টের লিংক। ধন্যবাদ জানাই সকল শুভ বিবেক সম্পন্ন ব্লগারদের , যারা জানেন এবং বুঝেন সুন্দর এবং অসুন্দরের পার্থক্য আছে।
পিকনিক ২০১২ নিয়ে পোষ্ট সমুহ :
* আশকারি রহমান : সামুর পিকনিক ২০১২ ( একটি ফটো ব্লগ ) পার্ট- ১ { বাস যাত্রা}
* শিপু ভাই : "সামহোয়ারইনব্লগার্স বার্ষিক বনভোজন-২০১২ইং" আনন্দ ও উদ্দিপনার মধ্য দিয়ে উদযাপিত
* নিশাচর ভবঘুরে : সামুর ব্লগারদের পিকনিক অভিজ্ঞতা (চরম হিংসার ইমোটা অনেকেই মিস করবেন)
* শাহেদ খান : কাঠের তলোয়ার (আরম্ভ পর্ব)
* শাহেদ খান : কাঠের তলোয়ার (পূর্বাহ্ন থেকে মধ্যাহ্ন)
* শাহেদ খান : কাঠের তলোয়ার (মধ্যাহ্ন থেকে অপরাহ্ন)
* শাহেদ খান : কাঠের তলোয়ার (শেষ বিকেলের আলোয়)
* নিমচাঁদ : সামু পিকনিক ২০১২ঃ কিছু অপ্রকাশিত ছবি এবং কাহিনী ব্লগ
* মোঃ আরিফ রায়হান মাহি : পিকনিক! পিকনিক! পিকনিক!! ( সামহোয়্যারইন...ব্লগ এর ব্লগারদের পিকনিক হয়ে গেছে) {ছবি ব্লগ}
* মোঃ আরিফ রায়হান মাহি : পিকনিক - ২০১২ - আনকাট!!! { নিজ দায়িত্বে প্রবেশ করুন }
* জাহিদুল হাসান : ছবি ব্লগ- সামু ব্লগার্স পিকনিক ২০১২। অনেকছবি আছে, এবং অনেক অনেক মিস হয়া গেছে।
* পুশকিন : সামহোয়্যারইন ব্লগারস বার্ষিক বনভোজন ও আমার ব্যক্তিগত অনুভূতিনামা
* আশরাফুল_সিয়াম : ভাল মানুষদের সাথে একদিন।
* ধূসরধ্রুব : "সামহোয়ারইনব্লগার্স বার্ষিক বনভোজন- স্মৃতিময় লাকি থার্টিন । একটি ছবি ব্লগ ও পোস্ট সংকলন ""
* অপরিনীতা : আমার জীবনবৃক্ষের একটি স্বর্ণপত্র : সামু পিকনিক, ১৩ জানুয়ারী ২০১২
* ছোটমির্জা : পিকনিকে গিয়ে আমি যা যা দেখলাম ও শিখলাম
* মোঃমোজাম হক : সামু ব্লগার্স পিকনিক ২০১২ । এক্সক্লুসিব ছবিসহ
* নীরব দর্শক : "প্রানের টানে- বনভোজনে-যাচ্ছি বনে" শ্লোগানে সামহোয়্যারইন ব্লগারদের বনের ভিতর বনভোজন।(ছবি ব্লগ)
* আশরাফুল ইসলাম দূর্জয় : পিকনিক'১২ পরবর্তী পোস্টঃ দেখা হবে বন্ধু কারণে আর অকারণে .........
* হানী : যেমন কাটলো থার্টিনথ-বেলা...(সামু ব্লগারস পিকনিক)
* sumon3d : সামু ব্লগার্স এ্যাসোসিয়েসনকে বুড়ো আংগুল দেখিয়ে সামু এ্যান্টি-ব্লগার্স এ্যাসোসিয়েসনের পিকনিক ঘোষনা।
* নীল_পরী : ব্লগার্স পিকনিক : অতঃপর কিঞ্চিত ফান পোষ্ট
* আবদুল্লাহ আল মনসুর : " style="border:0;" /> সামহোয়্যারইন এর ইতিহাসে এমন ব্যর্থ আয়োজন আর হয়নাই
* জিসান শা ইকরাম : পিকনিক আহ্বানের পোষ্ট : সামু ব্লগার্স বনভোজন - ২০১২ , আনন্দের অভিযাত্রী হতে আসুন
অ:ক: সামু ব্লগার্স পিকনিক- ২০১২ নিয়ে আর একটি পোষ্ট দেব আমি
অতিরিক্ত অ:ক: এতদিন আমার কোন ঢোল ছিলনা । ঢোলটা দিলেন আমার এক প্রিয় ব্লগার। কানে তুলা দাও চান্দুরা । আমি যে কতটা পাগল তা আগামি পোষ্টে বুঝবা।
সর্বশেষ এডিট : ২৮ শে জানুয়ারি, ২০১২ রাত ১১:৩৬