উপকরন :
একটি ডেস্কটপ/ ল্যাপটপ = মুল্য ৪৫ হাজার ( পুর্বে থাকলে দরকার নেই )
একটি মডেম=মুল্য ২ হাজার জিপি হলে ভাল (পুর্বে থাকলে দরকার নেই )
একটি নিরিবিলি কক্ষ= মুল্য ০ টাকা ( ধরে নেয়া হয়েছে,মাতা/পিতা প্রদত্ত )
কিছু অলস সময় : মুল্য = যার কাছে যেমন মুল্য
বিশাল ভাবুক মন = এটার মুল্য আমার পক্ষে দেয়া সম্ভব নয় ।
প্রথম ধাপ :
বিশাল ভাব নিয়ে সামুতে একটা আইডি খুলতে হবে। নিজের নামে নিক না নেয়াই ভালো। নিক হতে পারে এমন : মানুষ কেন কোকিল নয় এই নিকের একটি ভাব আছে। মানুষ নিয়ে ভাবনা- সাথে শিল্পী ভাব ও চলে আসে।
ব্যাস শুরু করুন এবার। সেইফ হবার আগ পর্যন্ত টুকটাক লিখুন। সেইফ হবার পরে মোটা মুটি কঠিন শব্দ দিয়ে একটা কিছু লিখে পোষ্ট দিয়ে দিন। আপনার লেখা বুঝার মত ব্লগার এই সাইটে আছে কিনা এই ধারনার জন্য , এটি একটি টেষ্ট কেস। লক্ষ করুন কতবার পঠিত হচ্ছে- কতটা মন্তব্য আসছে। ভুলেও অন্য কারো পোষ্ট পড়বেন না বা মন্তব্য করবেন না। আপনি কেন অন্য ব্লগ পড়বেন ? সবাই আপনারটা পড়বে। আপনি কি হুমায়ুন আহমেদের মত এত ছোট মাপের লেখক ? হুমায়ুন আহমেদ তাঁর বই বিক্রির জন্য মাঝে মাঝে বইতে অটোগ্রাফ দেন। আপনি কেন দিবেন ? আপনার একটা বিশাল ভাব আছে না ? সবাই আপনার লেখা খুঁজে পড়বে। এই ভাবটুকু বজায় রাখবেন। একদিন হয়ে গেল - কোন মন্তব্য নেই। পঠিত সাত বার। যার তিন বারই আপনি পড়েছেন । কোন চিন্তা নেই। ঐ দিন আর কিছু করার প্রয়োজন নেই। শান্তিতে ঘুম দিন।
পরদিন , পরিচিত ব্লগারদের বলুন। আপনি আপনার ইমেইলে অনেক অনুরোধের মেইল পাবার পর - ব্লগে একটি আইডি খুলতে বাধ্য হয়েছেন। ইচ্ছে হলে তারা যেন আপনার লেখা গুলো পড়েন। এরপর , যেহেতু আগের পোষ্ট এ কোন মন্তব্য নেই , আপনি ধরে নিবেন, আরো কঠিন কঠিন শব্দ দিয়ে না লিখলে পাঠক প্রিয়তা পাওয়া যাবে না। আপনি কি পারেন , এই বার দেখিয়ে দিন। খুব কঠিন শব্দ নির্বাচন করে একটি লেখা লিখে পোষ্ট দিন। লক্ষ্য করুন কি হয়। এবার আপনি মন্তব্য পাওয়া শুরু করলেন।
জিসান শা ইকরাম বলেছেন : ভাইয়া কি লিখলেন , কিছুই বুঝলাম না। মাথার উপ্রে দিয়ে গেল ।
আপনি মনে মনে হাসুন। ইশ আমার লেখা বুঝা এত সহজ ? ৩২ টা দাত ভাঙলেও বুঝবি না বেটা। এসব হলো অনেক উচু স্তরের লেখা । মাথার উপ্রে দিয়ে যাবে না কি নিচ দিয়ে যাবে ?
অপেক্ষা করুন। খবরদার ভুলেও জিসানের মন্তব্যের জবাব দিবেন না। আপনি কি এতই সস্তা ? যার তার মন্তব্যের জবাব দিবেন ? এর পর আপনার পরিচিত দু- একজন আপনার ওখানে মন্তব্য করলো। আপনি বেছে দু একজনের জবাব দিন , ব্যঙ্গ করুন এবং ভাবও বজায় রাখুন।
এরপরে যা করবেন। আপনার নজর থাকবে অনলাইনে যারা আছেন, উপরের দিকের ব্লগারদের দিকে। কারো ব্লগ পড়লে- অফ লাইনে পড়বেন। কোথাও কোন মন্তব্য করবেন না। কোন ভালো লাগলো জানাবেন না। অন লাইনে থাকা নীচের দিকের ব্লগারদের দিকে তাকাবেনই না। এরা নতুন ব্লগার , এরা কি জানে ? কোন ভাবেই নতুন ব্লগারদের উৎসাহ দিবেন না।
এভাবে চালিয়ে যান। কঠিন কঠিন পোষ্ট দিতে থাকুন। একটা সময়ে দেখবেন। পঠিত ৩ বার , মন্তব্য শুন্য। কিছুটা মন খারাপ হলেও কোন সমস্যা নেই। এর উপকারিতা আছে। আপনার মন খারাপ থাকলে আপনার স্ত্রী বা প্রেমিকা আপনার মন ভালো করার জন্য বেশি যত্নশীল হবেন।
কয়েক মাসের মধ্যেই , আপনি মোটামুটি অ-জনপ্রিয় ব্লগারের প্রথম ধাপ অতিক্রম করলেন ।
দ্বিতীয় ধাপ :
১। কোন ব্লগ আড্ডায় না যাবার চেষ্টা করবেন। যদি একান্ত যেতেই হয়- কেউ সৌজন্যতা দেখাতে গিয়ে- আপনার সাথে হ্যান্ড সেক করলে, আপনি অন্য দিকে তাকিয়ে থাকবেন। ভাব- তোমাকে ধন্য করলাম হে ব্লগার।
২। মাঝে মাঝে বন্ধু ব্লগারদের সাথে ফোনে কথা বলবেন। তারা আপনার লেখা সম্পর্কে কিছু বললে, উদাস হয়ে বলবেন :ভাই ভালো কোন কিছুর কদর শিখল না এরা । সিন্ডিকেট ব্লগিং এর জাঁতাকলে পিষ্ট আমি।
৩। ব্লগে পুরোন পরিচিত যারা আছেন , তাদের উপর রাগ আনুন। কেন তারা আপনার পোষ্ট পড়ছেন না ? নতুনদের উপর রাগ থাকবে জীবন্ত লাভার মতো । কোন সুযোগ যদি পান - এই প্রথমবারের মত ঢেলে দিন । পুড়ে ছারখার করে দিতে চেষ্টা করুন একটি মন্তব্যে ।
সবচেয়ে অ-জনপ্রিয় ব্লগার হতে আপনাকে কেউ ঠেকাতে পারবে না।
হ্যাপি ব্লগিং
সর্বশেষ এডিট : ৩১ শে অক্টোবর, ২০১১ বিকাল ৪:৪৬