ফেবুতে একটা স্ট্যাটাস দিয়েছিলাম,আড্ডার ২০ ঘন্টা পূর্বে। সামুর অনেক সন্মানিত ব্লগারই চলে এসেছিলেন। সবার সাথে কয়েক ঘন্টা আন্তরিক আড্ডা দিতে পেরে আমি গর্বিত অনেক।
এসেছিলেন ব্লগার কালপুরুষ , ক্যামেরাম্যান , অনিক , আবদুল্লাহ আল মনসুর, রাজ সোহান,গুরুজী, রাষ্ট্র প্রধান , ছোট মির্জা , শিপু ভাই , জাহিদুল ইসলাম, আরিফ রায়হান মাহি , হানী , নাআমি , নীল_পরী ,নাহোল ,সত্যবাদী মনোবট , আসিফ মুভি পাগল , বাল্যবন্ধু , পুরাই কার্টুন , রিয়া সরকার , এটিএম মোস্তফা কামাল।
এর মধ্যে একজন ব্লগার শুধু আড্ডার জন্য সুদুর সিলেট হতে এসেছিলেন
সবার আন্তরিক অংশগ্রহনে দুই পর্বে খুব জমজমাট আড্ডা হয়ে গেল।
২৭ফেব্রুয়ারী পরিচয় হলো আমার শ্নেহের ও প্রিয় ব্লগার জিকসেস ও অগ্নিলার সাথে।
সামুর মাধ্যমে পাওয়া এই সব তাজা প্রান আস্তে আস্তে আমার একান্ত আপন জন হয়ে উঠলো। আমি তো ওদের মাঝেই , আমার ঐ বয়সটাকে দেখি
ব্লগারদের মাঝে নতুন পরিচয় হলো : নাআমি , নীল_পড়ী ,নাহোল ,সত্যবাদী মনোবট , আসিফ মুভি পাগল , পুরাই কার্টুন , রিয়া সরকার , এটিএম মোস্তফা কামাল এর সাথে। মুভি পাগলার উচ্চতা দেখে টাসকিত আমি
উপচে পরা আনন্দ।
রাজ সোহানের হঠাত চিতকার মনসুর ভাইগ্না অবাক ।
বয়সকে অতিক্রম করা চার ব্লগার।
নোহাল আর রাজসোহান দুরে গিয়ে কি এমন গোপন কথা বলছে ?
ছোট মির্জা এসেই রাষ্ট্র প্রধানকে স্যালুট
বাল্যবন্ধুকে পেয়ে গুরুজী, রাষ্ট্র প্রধান, মাহীর উল্লাস ।
গালিভার মুভি পাগলা, লিলিপুট মাহী
আসছেন কালপুরুষ ভাই, ক্যামেরাম্যান ভাই। কিন্তু ত্রিরত্ন অন্যদিকে তাকিয়ে হাসে কেন ?
হাসিতে মুক্তো ঝড়ে নাহোল আর সত্যবাদী মনোবট এর
বিনা টিকেট এর কুস্তি
এত্ত হাসে কেন এরা ?
মনসুর ভাইগ্নার প্রশ্ন : রাজহাস বিডিনিউজ এ কি করস ?
মাইর না , আদর
মনসুর ভাইগ্নার পাত্রী পাওয়া গেছে নি ? শিপুর সাথে এত হাসো কেন ?
নিজেদের মাঝে প্রথম পরিচয় , আড্ডায় প্রথম আসা ব্লগারের সাথে
রাষ্ট্র প্রধানের হাত মোটেই সংযত ছিলনা
মুভি পাগলা ছিল সবারচেয়ে একগলা উচু। ওর বিয়ের জন্য এত লম্বা মেয়ে পামু কই ?
ছোট মির্জার ভাষন থাকবেই সব আড্ডায়
রাতের আড্ডা
বই মেলা হতে বেড়িয়ে , কাক ফ্রাই খেয়ে গিয়ে বসি ছবির হাটে। চা এর এত ছোট কাপ জীবনে এই প্রথম দেখলাম।
শিপু , মাটিতে বসার উপকারিতা বুঝেনাই
ক্যামেরাম্যান ভাই, কারদিকে একনি করে তাকালেন ? বিশেষ ধরনের ছবি তোলার প্রস্তুতি রাষ্ট্র প্রধানের
দুই সিনিয়র ব্লগারের জুনিয়রদের দিকে শ্নেহ মাখানো মুখ
স্মার্ট জাহিদুল ইসলাম এসেছিল আড্ডার শেষদিকে
আড্ডার মুল সুর, ব্লগারদের আন্তরিক বন্ধন ।
সব ছবি দেয়া গেলনা
সর্বশেষ এডিট : ২৭ শে ফেব্রুয়ারি, ২০১১ সকাল ৯:০৩