সামুর কারো সাথেই আমার ব্যক্তিগত কোন যোগাযোগ নাই। একমাত্র জুন আপার সাথে সামান্য যোগাযোগ হয়েছে, কিছুদিন হল। ফেইসবুকে। ভাগ্নে মনচুর আড্ডার পোষ্ট দেবার পর- এই নিয়ে ভাবনা শুরু।
যাদের লেখা পড়ি। অনেকর খুব বড় ভক্ত ও বনে গিয়েছি ।কত সুন্দর করে লেখেন ওনারা। তাদের কয়েকজনের সাথে পরিচয়ের লোভ আরসামলাতে পারিনি।
* রাতমজুরের জন্মদিন , ওর একটা ছবি দিয়ে কে জেন একটা পোষ্ট দিয়েসিল।বেশভুশা দেইখ্যা -পানি খাইসি ২ গ্লাস। জুনাপাকে বলায়,উনি কইলেন " ধুর ওটা রাতমজুর না। কোন জায়গার কোন মাদ্রাসা দিয়া একটা ছবি আইন্যা দিয়া দিসে "। কিন্তু জুনাপার কতায় আমার ডর কমে নাই। হুজুরগো আমি ডরাই
* গেলাম বিকাল ৫ টার দিকে। দুঊঊঊঊঊউর থিকা দেকা যায়- শিড়ির উপ্রে লেটকা দিয়া বইয়া , কিসু লোক আড্ডাইতাসে ওনারাই হইব মনে কয় ।
দিলাম ফোন ভাইগ্নারে। হুম যা ভাবসি তাই। ভাইগ্না ফোন ধরসে । আইসি ভাইগ্না। গলাগলি করি। আমার ভাইগ্না টা তো বহুত কিউট । কিন্তু ওরে বাবা ওর গায় এত্ত শক্তি কেন ? মাংশপেশী গুলান ত হেভী শক্ত বুঝলাম শরীরের জত্ন নেয়। খুব খুশি আমি
*পরিচয় হল একে একে লোভনিয় ক্যামেরাম্যান (আমরে একখান ডিভিডি দিচেন উনি, অনেক কৃতজ্ঞতা )
শ্নেহের রাষ্ট্রপ্রধান (খুব ই সাধারন পোষাকে - আমাদের রাষ্ট্রপতির অনুসারী নাকি ?)
দেশী ভাতিজা রাতমজুর (পোষাকটায় হেভী স্মার্ট লাগসিল,ওর চেহারায় আর্মী অফিসারের ছাফ, আর্মী নাকি ? )
আইরিন সুলতানা (ওনারে আমি ডরাই, কাল ডর ভাংসিল। আজ হতে আবার ডরাই) । ছবি দিলাম না, ডরের কারনে।
̿ ̿̿̿ ̿̿'̿'̵͇̿̿ /̵͇̿̿/'̿̿̿̿̿' ̿̿̿ ̿
̿̿̿ ̿' ̿'̵͇̿̿з=(•̪●)=ε/̵͇̿̿/'̿'̿ ̿
__̴ı̴̴̡̡̡ ̡͌l̡̡̡ ̡͌l̡*̡̡ ̴̡ı̴̴̡ ̡̡͡|̲̲̲͡͡͡ ̲▫̲͡ ̲̲̲͡͡π̲̲͡͡ ̲̲͡▫̲̲͡͡ ̲|̡̡̡ ̡ ̴̡ı̴̡̡ ̡͌l̡̡̡̡.__
পিয়াজু হাতে ধাবমান কালপুরুষ ভাই ( এত সুন্দর করে উনি লেখেন কিভাবে ? যতক্ষন ছিলেন, হাসি লেপটে ছিল মুখে )
তাজুল ইসলাম মুন্না (এত অল্প বয়ষে এত্ত গুন ?)
অতি স্নেহের রাজসোহান (কেয়ারলেস স্মারটনেস,খুব ভাল লাগসে কিন্তু রাজ হাস আনে নাই )
কথক পলাশ , অন্যমনস্ক শরৎ ,ছোটমির্জা , আরো আনেকের সাথে।
আমার মেমরী একটু ডাল। বউরেও মাঝে মাঝে ভুল কইরা আপা কইয়া ফালাই। খুব ঝামেলা হ্য় তহন। যারা আড্ডায় ছিলেন- যদি এই পোষ্ট টা কেউ পড়েন- দয়া করে একটু লিখবেন।
ফাকে ফাকে ছবি তুলসি...
সবকিসু নিয়া আড্ডাটা ভাল্লাগসে খুব