ঢাকা থেকে বাস ছিলো রাত ১২টায়, আরামবাগ থেকে। সকালে সরাসরি পৌছালাম রাঙামাটির কাপ্তাইয়ে। ওখানে নেমে নাস্তা শেষে একটা ইঞ্জিন নৌকা নিলাম আমরা। সাধারনত আমাদের অধিকাংশ ট্যুরে দলটা বড় হওয়ায় বেশ কষ্ট করে যেতে হতো, কিন্তু এবার বড় নৌকা, আর আমরা ১৩ জন। বেশ আরামেই আমরা হাত-পা ছড়িয়ে আমাদের মূল যাত্রা শুরু করলাম।
এই ট্যুরে আমার সাথে ছিলো আমার নতুন কেনা ক্যাননের ৭০-২০০এল লেন্স। জানি, এই পাহাড়ি ট্যুরে ল্যান্ডস্কেপ তুলবে সবাই, ভালোও লাগবে ল্যান্ডস্কেপ। কিন্তু আমি তুলে নিলাম আমার নতুন টেলি লেন্সটা দুটো কারনে। এক. নতুন লেন্সটার পারফমেন্স পরীক্ষা করা আর দুই. একটু অন্যরকম কিছু ছবি তোলা। আর তাছারা পোট্রেট তুলতে আমার সবসময়ই ভালো লাগে, ভালো লাগে মানুষ আর তাদের অনুভুতিগুলো তুলে নিয়ে আসতে। যাইহোক, আমি লেগে গেলাম আমার ক্যামেরা আর নতুন লেন্স নিয়ে। প্রথম দিনের কিছু ছবি আজ শেয়ার করলাম প্রথম পর্বে।
এক.
দুই.
তিন.
চার.
পাঁচ.
ছয়.
সাত.
আট.
নয়.
দশ.
এগারো.
বারো.
তের.
চৌদ্দ.
পনেরো.
ষোল.
সতেরো.
আঠারো.
উনিশ.
বিশ.
একুশ.
বাইশ.
তেইশ.
চব্বিশ.
রাতে আমরা পৌছালাম ফারুয়া বাজারে। ওখানে একটা হোটেলে খেয়ে নিয়ে নৌকাতেই ঘুম।
ছবিব্লগ: রাইখ্যং-এর উজান বেয়ে পানছড়ি: পর্ব ২ (ফারুয়া থেকে পানছড়ি)
Click This Link
ছবিব্লগ: রাইখ্যং-এর উজান বেয়ে পানছড়ি: শেষ পর্ব (ঝর্ণার খোঁজ আর ফিরে আসা): Click This Link
সর্বশেষ এডিট : ১৩ ই জুলাই, ২০১০ বিকাল ৪:১৮