গোলাপের গোপন সৌরভ, উলের জ্যাকেট,
একমুঠো জোছনা নয়তো তোমার ঠোঁটের
গাঢ় উষ্ণতা !
যুবক চেয়েছিলো-
তোমার নিকোনো উঠোন বসে,
পান করবে একদিন আকুন্ঠ কড়া নিকোটিন।
প্রেমতো দাওনি,
দাওনি গোলাপ নয়তো খোঁপার ফুল
যুবক শুধু তোমার চুল বাঁধার একটি
লাল ফিতা চেয়েছিলো।
বেশি কিছু দেয়ার ছিলো না যুবকের।
যুবক তোমাকে তার চোখের তারায় নেচে ওঠা
সুখের ফুল্গধারা দিতে চেয়েছিলো।
সর্বশেষ এডিট : ২৩ শে ডিসেম্বর, ২০১৮ রাত ১২:১৩