
প্রথমেই আপনার মোবাইলে বাংলা দেখার সুযোগ থাকতে হবে । সাধারনত সব অপেরা মোবাইল ব্রাউজারেই সামান্য সেটিংস পরিবর্তন করে আপনি বাংলা দেখতে পারবেন । এজন্য যা করতে হবে
অপেরা মোবাইল ব্রাউজারের এ্যড্রেসবারে লিখুন opera:config তারপর Enter দিন । আলাদা একটা পেজ ওপেন হবে । সেখানে একদম নিচে Use bitmap fonts for complex use scripts এর পাশের ড্রপ ডাউন বক্স থেকে Yes সিলেক্ট করে Save করে বের হয়ে আসুন ।
**ফেইসবুকে বাংলায় স্ট্যাটাস দেওয়ার জন্য ব্রাউজারে http://m.websolutionbd.net ঠিকানায় যেতে হবে।
**এবার 'websolution' ফেইসবুকে পোস্ট করার 'Permission' দিতে হবে। 'Allow' বাটনটিতে ক্লিক করে পারমিশন সম্পূর্ণ করলে নতুন একটি পেইজ আসবে।
** `Banglish Input Box'-এ ইংরেজি বর্ণে বাংলা ফোনেটিক সিস্টেমে স্ট্যাটাসটি লিখতে হবে।
**`Convert Banglish To Bangla’ বাটনে ক্লিক করে লেখাটিকে বাংলায় রূপান্তর করতে হবে। রূপান্তরিত বাংলা লেখাটি `Bangla Output Box’-এ চলে আসবে।
সব ঠিক থাকলে `Post FB Status To Your Wall’-এ ক্লিক করে দিন। ফেইসবুকে বাংলায় আপনার স্ট্যাটাসটি আপডেট হয়ে যাবে। এর পর থেকে স্ট্যাটাস দেওয়ার জন্য ব্রাউজারের মাধ্যমে কেবল উপরোক্ত ঠিকানায় অথবা http://writebangla.com ঠিকানায় গেলেই হবে; বারবার ফেইসবুক 'পারমিশন' দেওয়ার কোনো ঝামেলা থাকবে না।
লিখার আগে অভ্র ফোনেটিক কিম্যাপ দেখুন
