বলো যদি হতে পারি তোমার জান, :>
ইচ্ছে হলেই মলে দেবো দু`টো কান।

চাইনিজে নিতে পারি যদি দাও বিল

তবেইতো তোমার সাথে হবে দারুন মিল!

রিকশাতে ঘুরবো শহর হবে মজার ডেটিং;

শুধু বলো কখনো করবেনাতো চিটিং ?

পার্কের চিপায় বাদাম খাবো গল্প হবে মজার

একটুখানি সুযোগ পেলে হাত বাড়াব ছোঁয়ার ।

তোমায় আমার বউ বানাবো বলছিনাতো কৌতুক,

একটা ফ্ল্যাট, গাড়ির চাবি চাইনা বেশী যৌতুক !

বেশ কিছুদিন আগে ফেইসবুকে নিজের ষ্ট্যাটাসে ছড়াটা শেয়ার করেছিলাম । অনেকদিন নিজের কোন পোষ্ট নেই । তাই আজ ব্লগেও দিলাম ।
