" ধূর আমারে দিয়া কিচ্ছু হবেনা । আমি একটা গাধা ওরফে ছাগলা


"অল ইন ওয়ান ফর্মূলা" সিরিজের প্রথম পর্ব প্রকাশের অনেক দিন পর পর আজ আপনাদের সামনে দ্বিতীয় পর্ব নিয়ে হাজির হলাম । প্রথম পর্ব পরতে নিচের লিংকে যেতে পারেন -
অল ইন ওয়ান ফর্মূলা : কিভাবে নিজের পোষ্টে হিট এন্ড কমেন্টের বন্যায় ভাসিবেন



আজকের T2রিয়ালের বিষয় আপনি একজন প্রতিভাবান কিনা কিংবা আপনার মাঝেই লুকিয়ে রয়েছে কিনা অসামান্য প্রতিভা । এই পোষ্ট পড়েই হয়তো আপনি বুঝে যাবেন ব্লগ আপনাকেই খুঁজছে ।

T2রিয়াল শুরুর আগে "প্রতিভা" কি জিনিস কত প্রকার ও কি কি সেটা আগে জেনে নেই । "প্রতিভা হইলো বিশেষ কিছু যা আপনার মাঝে প্রস্ফুটিত হয়ে আপনার বৈশিষ্ঠ্যকে সবার কাছে আলাদা ভাবে প্রকাশ করে ।" প্রতিভা সেটা যেমন নিজের হইতে পারে তেমনি কারো থেকে ধার করা প্রতিভা, চুরি করা প্রতিভাও হতে পারে

# সাধারনত সমস্ত প্রতিভাগে দু ভাগে ভাগ করা যায় ।
১. প্রকাশিত প্রতিভা - প্রকাশিত প্রতিভা হইলো তাহাই যাহা কেউ সবসময় জনসম্মুখে প্রকাশ করিয়া থাকেন ।
উদাহরণ :
** কাউরে বাঁশ দেয়ার প্রতিভা

** পোষ্ট প্রকাশ করিয়া হৈ চৈ লাগাইবার প্রতিভা

** বিতর্কিত কমেন্ট দিয়া কাইজ্যা লাগাইবার প্রতিভা

২. অপ্রকাশিত প্রতিভা - যিনি এই প্রতিভা লালন করেন তিনি আড়ালে থাকিয়া মজা দেখিতেই বেশী পছন্দ করেন । সবসময় ভাবেন - "আমি কি জিনিচ বুজলানা বাছাধন, আমি যদি এক্কান পুষ্ট দেই পাবলিকে সেটা হাউ খাউ কৈরা খাইব । মারামারি লাইগা যাইব । আপাতত টুমাদের ল্যাদানো দ্যাকি।


সুকুমার রায় এই প্রতিভার তারিফ করিয়া বলিয়াছে :
"ভেলারে নন্দ বেঁচে থাক চিরকাল ,
কারন তুই যে এক টা নন্দ দুলাল । "
এই নন্দদুলাল প্রতিভা প্রায় সময়ই হিডেন নিক কিংবা ফেইক নিক হইতে পাওয়া যায় । যথারীতি সেটা নিয়া হাউকাউ হইচই হইতেও দেখা যায় ।

প্রতিভা নিয়া তো অনেক ক্যাচাল হইলো । কিন্তু আপনে যে আসলেই একখান প্রতিভা সেটা বুঝবেন কিভাবে

১. যখন দেখিবেন আপনার পোষ্টে কমেন্টের মার মার কাট কাট চলিতেছে তবে বুঝিতে হইবে আপনে আসলেই একটা জিনিস

২. যদি আপনার পোষ্ট ইষ্টিকি হয় তাহলে বুঝিবেন আপনে আসলেই একখান মাষ্টার পিস ( আমি কি হনুরে ইমো হবে)

৩. যদি দেখেন সবাই গণহারে আপনার পুষ্টে মাইনাস দিয়া যাইতেছে আর ফেইক নিক বাহিনীর উপুর্যপরি আগমন চলিতেছে


৪. কোন কারণ ছাড়া যদি আপনার পুষ্ট ডিলেট খায় তাহলে বুঝিবেন আপনার মতো অসামান্য প্রতিভা এই ব্লগিং দুনিয়ায় আর আসেনাই


৫. অনেক সময় পুষ্ট ডিলেট মারার সাথে সাথে আপনাকেও খাঁচায় পুরিয়া ব্যানিং অর্ডার জারি করা হয় । তখন বুঝিতে হইবে- আপনি যে আসলেই প্রতিভা ইহা উচ্চ পর্যায় হতে স্বীকৃত হইয়াছে

৬. ব্যানতো হইলেন । এরম কত জনেইতো হয় । কিন্তু তাই বলিয়া কি সবাই প্রতিভাবান

৭. কখনো যদি দেখা যায় আপনারে ব্যান করার দাবীতে ব্লগে কতিপয় "ষড়যন্ত্রকারী" হাইকাউ লাগাইয়াছে তাহলে আপনার মতো নিন্দিত প্রতিভা আর নেই ।

৮. বিভিন্ন সোর্স হইতে কাট পেষ্ট করিয়া পোষ্ট দেয়ার পরও সে পোষ্ট যথারীতি হিট হওয়া পূর্বক আপনার অপকর্ম যদি কেহ ধরিতে না পারে তখন চুরি বিদ্যায় আপনার চেয়ে বড় প্রতিভা আর কে হতে পারে ?

৯. অনেক কষ্ট করিয়া পোষ্ট দেয়ার পর যদি দেখেন সেই পোষ্ট কেউ পড়িয়াও দেখলোনা তাহলে আপনার প্রতিভা লেখক এডগার এলান পো এর মতো মারাত্নক । বেচারার জীবদ্দশায় বিখ্যাত ছিলেন না


১০. প্রতিভার পেছনে দৌড়াইতে ড়ৌড়াইতে যদি একসময় নিজের অজান্তেই কোন নারী নিক নিয়ে ফেলেন তাহলে আপনার মতো কৌশলী প্রতিভা আর হয় না । ইহাকে হিটিং(যে বেশী হিট খায়) প্রতিভা বলা যায় ।

১১. যারা সারাদিন "খাই-দাই কাজ নাই" এর মতো একটার পর একটা পোষ্ট প্রকাশ করিয়া ব্লগারগণকে বিরক্ত করিয়া পোষ্ট পড়াইয়া কাহিল করিয়া ফেলিতে পারেন তিনিও একজন প্রতিভা বলে স্বীকৃত ।

১২. বারবার ব্যান খাইবার পরেও যিনি মুক্তি পাইয়া নব উদ্যমে ফিরিয়া আসেন তিনি হইলেন সংগ্রামী প্রতিভা । এই প্রতিভার কারণে তিনি আবারো ব্যান খাইয়া কোন একসময় চিরতরে হারিয়ে যেতে পারেন ।
১৩. কথায় কথায় "ব্লগ ছাড়িয়া যামুগা


১৪. যখন দেখিবেন আপনে ব্লগের "টক অব দি ইস্যু" । পাবলিক যখন যেখানে পারে আপনারে টানিয়া আনিয়া স্বরণ করিয়া আলতু ফালতু ( ছাগু, রাজাকার, ভাদা, পাকি , লুল ) বলিতে মজা পায় তাহলে বুঝিবেন আপনি সাম্প্রতিক আলোচিত প্রতিভা ।

প্রতিভা নিয়া কচকচানি এখানেই শেষ । আরো বেশী কচলাইতে গেলে শেষে না জানি নিজের প্রতিভা নিয়া টান পরিয়া যায়

***ডিসক্লেইমার : নিজ দায়িত্বে এবং বিবেচনায় উপারোক্ত T2রিয়াল নিজের প্রতি প্রয়োগ করিবেন । অনাকাঙ্খিত কোন বিরূপ রেজাল্টের জন্য ফর্মূলা দাতাকে দায়ী করিলে কুইশ্চেন দেহি- প্রতিভা যাচাই করিতে গেলেন ক্যান ? আপনারে কি জোর করছিলাম ?


সর্বশেষ এডিট : ২২ শে এপ্রিল, ২০১০ সন্ধ্যা ৬:০৫