জব্বার কাগুর কি হইল বুঝলাম না । নির্বাচন কমিশনের কাছে নিজের সফ্ট বেঁচতে না পাইরা যেভাবে তিনি অভ্রের পিছে লাগছেন সত্যি অবাক লাগে । সন্দেহ নেই বাংলা টাইপিংয়ে বিজয় একটা মাইলফলক হিসেবে এদেশের মানুষের কাছে এসেছিল । বাংলা চর্চাতে বিজয়ের অবদান কোন অংশে কম নয় । সেই কারণে এই লোকটা আরো শ্রদ্ধার পাত্র হতে পারতেন । কিন্তু লোভের কাছে হার মেনে তিনি যেভাবে অভ্রকে পাইরেট সফ্ট বলে অভিহিত করেছেন। আমরা এই মিথ্যাচারের তীব্র প্রতিবাদ জানাই । কোন তথ্য প্রমাণ ছাড়া ডিজিটাল প্রজন্মের তরুল ডেভেলপারকে হ্যাকার বলে অভিহিত করা ধৃষ্ঠতা ছাড়া আর কিছু নয় । এটা বাংলাদেশের ওপেনসোর্স শিল্পের অগ্রযাত্রাকে ব্যহত করে নিজের পয়াস দিয়ে বেঁচা বিজয় সফটের ব্যবসা বাড়ানোর কুটিল বুদ্ধি। সব দেখে মনে হচ্ছে বাংলাদেশে ওপেনোর্সের জগতে ডিজিটাল প্রজন্মের এগিয়ে যাবার ক্ষেত্রে জব্বার কাগু একটা বড় বাঁধা হিসেবে অবস্থা নিয়েছেন ।
তিনি যে কতটা বেসামাল অসংলগ্ন কথা বলেছেন তা নিচের লিংক গুলো থেকেই বোঝা যায় ।
১. মোস্তফা জব্বার, যদি মনে করেন 'অভ্র' বিজয়ের পাইরেটেড, মেহদী বিজয় হ্যাক করে অভ্র বানিয়েছে, তাহলে তা প্রমাণ করুন
২. অভ্র বিজয় লেআউট ব্যবহার করেছে এই মিথ্যাচারের বিরুদ্ধে একটি পোস্ট
৩. অভ্রকে পাইরেটেড বলার কারণ বিশ্লেষণ ও একটি দাবী
৪. নির্বাচন কমিশনের স্বীকৃতি লাভ করেছে অভ্র! আপনি জানেন কী?
৫. সফটওয়্যার রিভিউঃ অভ্র কীবোর্ড
৬. অভ্রের সাথে বিজয়ের পার্থক্য মোস্তফা জাব্বারে অভ্র পাইরেটেড এর জবাব
৭. অভ্রের মেহদী
৮. 'অভ্র' বিজয়ের পাইরেট ?????
নির্বাচন কমিশন ও অভ্র সফটের মতো চমৎকার বাংলা সফটকে স্বীকৃতি দিয়েছে ।
অভ্র যিনি তৈরী করেছেন সেই মেহদী হাসান খান উনার অভ্র সফ্ট সম্পর্কে কি বলেন চলুন দেখে আসি নিচের লিংক থেকে -
*** ভাষা উন্মুক্ত হবেই
জব্বার কাগুর কথার প্রতিবাদ স্বরূপ অভ্রকে সাপোর্ট দিতে ইতিমধ্যে কয়েকটি বাংলা ব্লগ সাইট এগিয়ে এসেছে । তারা অভ্রকে সাপোর্ট দিয়ে নিজেদের ব্যানার পরিবর্তন করেছে ।
আমারব্লগের ব্যানার
http://www.amarblog.com
সচলায়তনের ব্যানার
http://www.sachalayatan.com
আমরাবন্ধুর ব্যানার
http://www.amrabondhu.com
আশা করি সামু কর্তৃপক্ষ অভ্রকে সাপোর্ট দিয়ে ব্যানার পরিবর্তন করে মোস্তফা জব্বার কাগুর মিথ্যাচারের জবাব দিবেন ।
এই পোষ্টের মাধ্যমে শ্রদ্ধা জানাই মেহদী হাসান খান এবং অভ্র টিমের প্রতিটি কর্মীকে। যারা একেবারেই কোনো লাভের আশা ছাড়া ইন্টারনেটে প্রিয় মাতৃভাষা বাংলার প্রসারে পরিশ্রম করে যাচ্ছেন দিনের পর দিন।
স্যালুট জানাই মেহদী হাসান খান আপনাকে । আপনার কারণেই আজ আমারা এত সুন্দর বাংলা লিখতে পারছি ।