যে সকল কাছের বন্ধুরা প্রায় বলেন "জীবনে কিছুই করতে পারলামনা । বিয়ের লাড্ডুটা পর্যন্ত খাওয়া হলোনা। দুনিয়াতে আছেটা কি ? খ্যাতা আর বালিশ... " এবং যারা ব্যাচেলর জীবন নিয়ে দীর্ঘশ্বাস ফেলছেন তাদের জন্য এই পোষ্ট খানা উৎসর্গ করলাম ।
পাড়ার বড় ভাইয়ের বিয়েতে গিয়েছিলাম সেদিন,
লাল টুকটুকে বউ দেখে হৃদয়ে বেজেছিল বীন ।
দিন যায় রাত যায় ভেবে ভেবে হলুম সারা;
বউ ছাড়া একেলা রজনী কাটে ঘুম ছাড়া ।
নিরব একাকী রাতের শেষে শুরু হয় ভোর
ভাবনা ছেড়ে কলেজেতে দিতে হয় দৌড় ।
আবারো সেই একঘেঁয়ে জীবনের পথ চলা,
জমানো কত কথা ছিল আজো হয়নিকো বলা ।
কত ব্যাচেলর দেখি কতজনের বিয়ে আসে যায়
অভাগার মতো অপলক শুধু চেয়েই গেলাম , হায় ।
বেকার ছেলে আমি বিয়ের ইচ্ছেতো আমারো হয়,
মা`কে গিয়ে কেমন করে বলি লাগে শুধু ভয় ।
মা যদি রেগে বলেন- "পুলার শখ কত দেখরে
বাপের হোটেলে বসে বসে আর কত খাবিরে !"
হৃদয়ের কথা বলিতে ব্যকুল সদা করি হা-হুতাশ;
এভাবেই হয় একা একা নিত্য আমারি বসবাস ।
কিছু কথা : মাঝেমাঝে ভাবি একা আছি বেশ আছি ।






সর্বশেষ এডিট : ১৯ শে ডিসেম্বর, ২০০৯ দুপুর ২:৩২