ভেবেছিলাম, ভেসে গেছি উন্নয়নের জোয়ারে
চেয়ে দেখি, বসে আছি শুয়োরের খোয়ারে।
চাটার দল শুধু তোলে একটাই সুর
চাটগা কবেই নাকি হয়েছে সিঙ্গাপুর।
বলে তারা, ঢাকা নাকি বদলেছে আমুল
দেখে তারে প্যারিস বলে হয় শুধু ভুল।
দিনে দিনে শুয়োরের বাড়ে শুধু জবান
ইকোনমি আজ নাকি কানাডার সমান।
জিডিপি দুই অংকে যাওয়া শুধু বাকি
চেয়ে দেখি, সব ছিল শুভংকরের ফাকি।
সব খাত নেগেটিভ, রেমিটেন্স ছাড়া
করোনার আঘাতে আজ তাও পথহারা।
বগল বাজিয়ে বলেছিলে, আমরাই বেস্ট
চেয়ে দেখ করোনার হচ্ছে না টেস্ট।
পিপিই পৌছেনি ডাক্তারের কাছে
বল ভায়া, পিপিই সব তবে কোথা আছে?
আইসিইউ-ভেন্টিলেটর, তাও নেই ভায়া
তবুও কি বলবে, তো ক্যায়া হুয়া?
গরীবের পাতে আজ নেই কোন ভাত
তবু চাল চোরেরা ঘুরছে অবাধ।
এসব দেখেও কি দেখো না ব্রাদার?
কোথায় আছে বল আজ হিউম্যানিটির মাদার?
এখনো কি চলছে গাড়ি উন্নয়নের সড়কে?
দেশবাসী মরছে যখন করোনার মড়কে।
সর্বশেষ এডিট : ১৫ ই এপ্রিল, ২০২০ সন্ধ্যা ৭:৫৮