দূরে কোথাও প্রচন্ড শব্দে বাজ পড়ল।
ব্জ্রপাতের শব্দে তেমন অবাক হইনি। আজ সকাল থেকেই সারাদিন বৃষ্টি হচ্ছে। আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে এরকমই চলবে আরও অন্তত দুদিন।
আজ রাতের মধ্যেই ডিজাইনটা শেষ করতে হবে। কাল সকালে ক্লায়েন্টের সামনে প্রেজেন্টেশান দিতে হবে।
কম্পিউটারের মনিটরে চোখ ফিরিয়েছি, এমন সময় পাশের ঘর থেকে কান্নার শব্দ এল।
বাবুর ঘুম থেকে জেগে উঠেছে।
বাজ পড়ার আর সময় পেল না।কিছুক্ষন আগে বাবুকে অনেক কষ্টে ঘুম পাড়িয়েছিলাম, এখন আবার কতক্ষণ লাগে কে জানে। আজ রাতের ভেতর কাজ শেষ করতে পারব বলে মনে হচ্ছে না।
-না, না, আমার সোনামনি কাদে কেন? বাবু ভয় পায়? এইতো আম্মু চলে আসছে।
পাশের রুম থেকে নাদিয়ার কন্ঠ ভেসে আসছে। সেই সকালে ঘর থেকে বেরিয়েছিল, কখন আসল কে জানে। যখনই আসুক, এখন আর বাবুকে নিয়ে আমার চিন্তা করতে হবে না।
আমি আবার কাজে ডুবে গেলাম।
একটানা কতক্ষণ কাজ করেছি জানি না। হঠাত কলিং বেলের শব্দে চমকে উঠলাম।
ঘড়ির দিকে তাকালাম।রাত বারটা।
এই ঝড়ের রাতে কে এল? তাও আবার এখন।
চেয়ার ছেড়ে উঠে পড়লাম। একটা ব্রেক দরকার, সাথে এক কাপ কফি।
দরজা খুললাম।নাদিয়া দাড়িয়ে!
-আর বল না, অফিসের বাইরে পানি উঠে মারাত্মক অবস্থা, এতক্ষন সেখানেই আটকে ছিলাম। অনেক কষ্টে আজকে আসলাম।কি হল? এভাবে তাকিয়ে আছ কেন? বাবু খেয়েছে?
নাদিয়া মাত্র অফিস থেকে এল? তাহলে তখন কার কন্ঠ শুনেছি?
==========================================
আমার লেখা অন্যান্য ভৌতিক গল্পগুলোঃ
১.পিশাচ কাহিনীঃ রক্তখেকো ডাইনী পর্ব-১ পর্ব-২ পর্ব-৩
২.পিশাচ কাহিনীঃ জানোয়ারের রক্ত (১৮+)
৩.পিশাচ কাহিনীঃ অন্ধকারে বিলীন
৪.পিশাচ কাহিনীঃ হোটেল একশ তলা
৫.পিশাচ কাহিনীঃ একশ তলায় আবার
৬.পিশাচ কাহিনীঃ রাতের আঁধারে
৭.পিশাচ কাহিনীঃ কন্ঠ
৮.পিশাচ কাহিনীঃ অতিথি
৯.পিশাচ কাহিনীঃ কান্নার শব্দ
১০.পিশাচ কাহিনীঃ শয়তানের পাল্লায়
১১.পিশাচ কাহিনীঃ নির্ঘুম রাত
১২.পিশাচ কাহিনীঃ জঙ্গল মঙ্গলপুর
১৩.পিশাচ কাহিনীঃ একটি ফটোগ্রাফ
সর্বশেষ এডিট : ০১ লা মার্চ, ২০২৩ রাত ১০:৫১