একদিন মাঠের মধ্যে একটা ভেড়া তার ছোট্ট ছানাটিকে নিয়ে চড়ে বেড়াচ্ছিল। একটু দূরেই একটা ঈগল উড়ে বেড়াচ্ছিল, ভেড়াছানাটিকে নিজের সিকারে পরিণত করার লক্ষ্য নিয়ে। এমন সময় দৃশ্যপটে দ্বিতীয় ঈগলের আগমন। তার লক্ষ্য-উদ্দেশ্য একই।
পরস্পরের উদ্দেশ্য বুঝতে পেরে ঈগল দুটো একে অপরকে আক্রমন করে বসল।তাদের চিৎকারে আকাশ কেঁপে উঠল। কিছুতেই নিজের শিকারকে অন্যের হাতে তুলে তারা রাজি নয়।
এমন সময় আকাশের দিকে তাকিয়ে ভেড়া অবাক হয়ে গেল।নিজের ছানাকে উদ্দেশ্য করে বলল, "দেখ, পাখি দুটো কিভাবে পরস্পরকে আক্রমন করেছে।এত বড় আকাশটাও ওদের জন্য আমি তুমি আমরা ছোট হয়ে যাচ্ছে।প্রার্থনা কর বাবু, স্রষ্টা যেন তোমার এই দুই আকাশ্চারী ভাইয়ের মধ্যে শান্তি এনে দেন।"
অবাক কান্ড। ভেড়াছানাটা তার অন্তর থেকে প্রার্থনা করল।
^^THE PLUTOCRAT^^
একদিন এক দ্বীপে অদ্ভুত এক দানবের দেখা পেলাম। মুখটা মানুষের মত, কিন্তু পায়ে তার লোহার খুর। দানবটা অনবরত মাটি খাচ্ছে আর সাগরের নোনা পানি মুখ ডুবিয়ে পান করছে।
একদিন দানবটার কাছে জানতে চাইলাম, "তোমার কি কখনো ক্ষুধা মেটে না? কখনও কি তোমার তৃষ্ণা মেটে না?আমি তুমি আমরা কখনো মনে হয় না, অনেক হয়েছে, আর না?"
দানবটা হেসে জবাব দিল, "আমার ক্ষুধা-তৃষ্ণা অনেক আগেই মিটে গেছে। প্রায়ই মনে হয়, অনেক হয়েছে, আর না-এবার ক্ষান্ত দেই।কিন্তু পরমুহূর্তেই ভয় হয়-কাল যদি খাওয়ার মত মাটি আর না থাকে, কাল যদি এই সাগর শুকিয়ে যায়।"
^^THE SAINT^^
যৌবনে পাহাড়ের গুহায় এক সাধুর সাথে আমার দেখা হয়েছিল। নিজেদের মধ্যে চারপাশের প্রকৃতি নিয়ে আমরা আলোচনা করছিলাম, তখনি এক এক ল্যাংড়া ডাকাত হাপাতে হাপাতে গুহায় ঢুকল। লোকটার চোখে মুখে ক্লান্তির ছাপ স্পষ্ট।
সাধুর সামনে বসে লোকটা কাঁদতে শুরু করল।"দয়া কর, আমাকে একটু শান্তি দাও। এই পাপের বোঝা আমি আর বইতে পারছি না।"
সাধু জবাব দিলেন,"আমিও বইতে পারছি না আমার পাপের বোঝা।"
"চুরি করা, ডাকাতি করা-কিছুই বাদ রাখিনি আমি।"
"চুরি-ডাকাতিতো আমিও করেছি।"
"কিন্তু আমি একজন খুনি।খুন হওয়া লোকগুলোর কান্না আমার বাজতে থাকে।"
"আমার হাতেও অনেক নিষ্পাপের রক্ত।"
"আমি অগনিত পাপে ডুবে আছি।"
"আমার পাপেরও কোন সীমা নেই।"
সাধুর কথাগুলো শুনে লোকটা উঠে দাঁড়াল, তার চোখে সাধুর জন্য অবিশ্বাস।গুহা থেকে বেরিয়ে এই ল্যাংড়া লোকটাই ঝড়ের বেগে পাহাড় থেকে নামতে লাগল।
আমি সাধুর কথাগুলো শুনে অবাক হয়ে গেলাম।""আচ্ছা, যেসব পাপ আপনি করেননি, সেগুলো নিয়ে ওই ডাকাতটার কাছে আপনি স্বীকারোক্তি আমি তুমি আমরা দিলেন কেন? লোকটা শেষ পর্যন্ত আপনার প্রতি অবিশ্বাস নিয়ে চলে গেল।"
"লোকটা আমার ওপর বিশ্বাস হারিয়েছে-কথা সত্য। কিন্তু যে মানসিক শান্তির খোজে সে এসেছিল সেটা সে খুঁজে পেয়েছে।"
ঠিক তখনই শুনতে পেলাম দূর থেকে ডাকাতটার গান ভেসে আসছে, তার সুরের দোলায় দুলছে পুরো উপত্যকা।
---------------------_______________-------------------------________________------------------------
আমার অনুবাদ করা কাহলিল জিবরানের আরো কিছু গল্পঃ
১.অনুবাদ গল্পঃ কাহলিল জিবরানের গল্প-১: The Field of Zaad
২.অনুবাদ গল্পঃ কাহলিল জিবরানের গল্প-২: The Eagle and the Skylark
৩.অনুবাদ গল্পঃ কাহলিল জিবরানের গল্প-৩: The King
৪.অনুবাদ গল্পঃ কাহলিল জিবরানের গল্প-৪: History and the Nation
৫.অনুবাদ গল্পঃ কাহলিল জিবরানের গল্প-৫: She Who Was Deaf
৬.অনুবাদ গল্পঃ কাহলিল জিবরানের গল্প-৬: Lady Ruth
৭.অনুবাদ গল্পঃ কাহলিল জিবরানের গল্প-৭: SATAN
৮.অনুবাদ গল্পঃ কাহলিল জিবরানের গল্প-৮: THE KING OF ARADUS
৯.অনুবাদ গল্পঃ কাহলিল জিবরানের দুইটি গল্প
১০.অনুবাদ গল্পঃ কাহলিল জিবরানের তিনটি গল্প-১
১১.অনুবাদ গল্পঃ কাহলিল জিবরানের তিনটি গল্প-২
১২.অনুবাদ গল্পঃ কাহলিল জিবরানের তিনটি গল্প-৩
১৩.অনুবাদ গল্পঃ কাহলিল জিবরানের তিনটি গল্প-৪
১৪.অনুবাদ গল্পঃ কাহলিল জিবরানের চারটি গল্প
১৫.অনুবাদ গল্পঃ কাহলিল জিবরানের পাঁচটি গল্প-১
১৬.অনুবাদ গল্পঃ কাহলিল জিবরানের পাঁচটি গল্প-২
১৭.অনুবাদ গল্পঃ কাহলিল জিবরানের পাঁচটি গল্প-৩
১৮.অনুবাদ গল্পঃ কাহলিল জিবরানের পাঁচটি গল্প-৪
সর্বশেষ এডিট : ২৪ শে জুলাই, ২০২১ রাত ৯:৪৮