বিল গেটসঃআবার বিশ্বের শীর্ষ ধনী
গতকাল বিশ্বের শীর্ষধনীদের ধনীদের তালিকা প্রকাশ করেছে ফোর্বস ম্যাগাজিন। বিগত কয়েক বছরের ধারাবাহিকতায় এবারো বিশ্বের শীর্ষ ধনী টেক জায়ান্ট মাইক্রোসফটের প্রতিষ্ঠাতা বিল গেটস। সম্পত্তির পরিমান ৭৯.২ বিলিয়ন ডলার।এবার সহ গত ২১ বছরের মধ্যে ষোলতম বারের মত বিশ্বের শীর্ষ ধনী হলেন তিনি।
কার্লোস স্লিমঃনিঃশ্বাস ফেলছেন গেটসের কাধে
২য় স্থানে আছেন তার নিকটতম প্রতিদ্বন্দ্বী, মেক্সিকোর টেলিকম ব্যবসায়ী কার্লোস স্লিম। তার সম্পদের পরিমান ৭৭.১ বিলিয়ন ডলার।বেশ কয়েক বছর আগে এই কার্লোস স্লিমের কাছে শীর্ষ ধনীদের স্থানটা হারিয়েছিলেন বিল গেটস। পরের বছর অবশ্য হারানো জায়গাটা ফিরে পেয়েছিলেন।সেই থেকে এই দুজনই শীর্ষ দুটো স্থান দখল করে আছেন।
ওয়ারেন বাফেট
৩য় স্থানে আছেন ওয়ারেন বাফেট। তার সম্পদের পরিমান ৭২.৭ বিলিয়ন ডলার।
লক্ষ্যনীয় বিষয় হল, টেক জায়ান্টগুলোর মালিকরা এখন উঠে আসছেন এখন খুব দ্রুতই।বিল গেটসতো এক নম্বরে আছেনই, মাইক্রোসফটের স্টীভ বলমার আছে ৩৫ নম্বরে, ২১.২ বিলিয়ন ডলার নিয়ে।
ল্যারি পেজ ও বৃনঃ গুগলের দুই প্রতিষ্ঠাতা
গুগলের দুই প্রতিষ্ঠাতা ল্যারী পেজ ও বৃন আছেন যথাক্রমে ১৯ ও বিশ নম্বরে, সম্পদের পরিমান ২৯.৭ এবং ২৯.২ বিলিয়ন ডলার। দেখলে মনে হবে গুগলের দুই প্রতিষ্ঠাতার সম্পদের পার্থক্য মাত্র ০.৫ বিলিয়ন ডলার, কিন্তু এর মানে আসলে ৫০ কোটি ডলার, টাকায় হিসাব করলে ৪০০০ কোটি টাকা!!!
মার্ক জুকারবার্গঃyoungest self made billionare
সবচেয়ে বিস্ময়কর উত্থানটা মনে ফেসবুকের প্রতিষ্ঠাতা মার্ক জুকারবার্গের। এর আগে, মাত্র ২৬ বছর বয়সে বিলিয়নার হয়ে রেকর্ড করেছিলেন youngest self made billionare এর। এবার ঢুকে পড়েছেন একেবারে শীর্ষ বিশের মধ্যে।মার্ক জুকারবার্গের মোট সম্পদের পরিমান ৩৩.৪ বিলিয়ন মার্কিন ডলার, অবস্থান ষোল।আর বয়স মাত্র ত্রিশ!
টেক জায়ান্টদের পাশাপাশি উঠে আসছেন ই-কয়ার্স সাইটের মালিকরাও। আমাজনের জেফ বেজস আছেন ১৫ নম্বরে(৩৪.৮ বিলিয়ন ডলার) আর চীনের জ্যাক মা আছেন ৩৩ নম্বরে (২২.৭ বিলিয়ন ডলার)।ভাবছি রকমারি ডট কম টাইপ কিছু খুলে ফেলব কিনা।
ওয়ালটন পরিবারঃ পৃথিবীর সবচেয়ে ধনী পরিবার
আরেকটা লক্ষনীয় বিষয় হচ্ছে ওয়ালটন পরিবারের সম্পদ। জ্বি না, আমাদের ওয়ালটন প্রিমোর ওয়ালটন নয়, ওয়ালমার্টের ওয়ালটন। শীর্ষ পনেরতে(৮,৯,১১,১২) আছেন এই পরিবারের চারজন সদস্য।প্রত্যকের গড় সম্পদের পরিমান ৪০ বিলিয়ন ডলারের আশেপাশে, মিলিত সম্পত্তি প্রায় ১৬০বিলিয়ন ডলার। পরিবার হিসেব করলে এরাই সম্ভবত বিশ্বের সবচেয়ে ধনী পরিবার।
শীর্ষ দশে সাতজন আমেরিকান, একজন করে আছেন মেক্সিকো, স্পেন আর ফ্রান্স থেকে।শীর্ষ দশজন ধনীর মধ্যে কোন এশিয়ান নেই। না চীন, না ভারত। চীনের ওয়াং জিয়ানলিন আছেন ঊনত্রিশে(২৪.২ বিলিয়ন ডলার, রিয়েল এস্টেট) আর ভারতের মুকেশ আম্বানি আছেন ৩৯তে(২১ বিলিয়িন ডলার)।
মূসা বিন শমশেরকে খুজেই পেলাম না লিস্টে।
এবার আসুন শুনি তাদের ধনী হওয়ার গল্পঃ
আর জেনে নেই সেবামূলক খাতে তাদের ব্যায়ঃ
সর্বশেষ এডিট : ০৪ ঠা মার্চ, ২০১৫ দুপুর ২:০৮