♣♣♣♣THE EXCHANGE♣♣♣♣
একদিন পথে এক গরীব কবি ও এক ধনী অপদার্থের দেখা হল। তাদের মধ্যে কথা হল, কিন্তু তা ছিল মূলত নিজেদের না পাওয়া আর অপূর্নতা নিয়ে।
এক ফেরেশতা সেই রাস্তা দিয়ে যাচ্ছিলেন। দুজনের কথা শুনে তিনি তাদের কাধে হাত রাখলেন আর সাথে সাথে দুজনের অবস্থা নিজেদের মধ্যে পরিবর্তন হয়ে গেল।
এবার দুজন নিজ নিজ রাস্তায় চলে গেল।বিস্ময়ের ব্যাপার, কবি নিজের হাতের দিকে চেয়ে শুকনো ধুলো ছাড়া আর কিছুই পেল না।আর সেই অপদার্থ চোখ বন্ধ করে তার হৃদয়ে পেল শুধুই সাদা মেঘ।
♣♣♣♣LOVE AND HATE♣♣♣♣
একটি মেয়ে একটি ছেলেকে বলল, আমি তোমাকে ভালবাসি।
ছেলেটি জবাব দিল, তাহলে আমার হৃদয় তোমার ভালবাসার উপযুক্ত হোক।
এই কথা শুনে মেয়েটি জানতে চাইল, তুমি আমায় ভালবাস না?
ছেলেটি কিছু বলল না।কেবল মেয়েটির চেয়ে একটু হাসল।
তাই দেখে মেয়েটি কেদে উঠল, আমি তোমাকে ঘৃনা করি।
ছেলেটি জবাব দিল, তাহলে আমার হৃদয় তোমার ঘৃনার উপযুক্ত হোক।
♣♣♣♣DREAMS♣♣♣♣
এক লোক একটা স্বপ্ন দেখল। জেগে উঠেই সে এক জ্ঞানী ব্যক্তির কাছে গেল। স্বপ্নের বিস্তারিত বর্ননা দিয়ে সে এই স্বপ্নের ব্যাখ্যা জানতে চাইল।
জ্ঞানী জবাব দিলেন, তুমি জেগে থেকে যেসব স্বপ্ন দেখ সেগুলো নিয়ে আমার কাছে এসো, আমি বুঝিয়ে বলব। কিন্তু ঘুমিয়ে যেসব স্বপ্ন দেখ সেগুলো না তোমার কল্পনা, না সেগুলো ব্যাখ্যার মত জ্ঞান আমার আছে।
♣♣♣♣THE RED EARTH♣♣♣♣
একটা বৃক্ষ এক ব্যক্তিকে বলল, আমার শেকড় এই পৃথিবীর অভ্যন্তরে আর আমি তোমাকে আমার ফল দেব।
লোকটা বৃক্ষকে জবাব দিল, তোমার আর আমার মাঝে কি দারুন মিল।আমার শেকড়ও এই পৃথিবীর অভ্যন্তরে।পৃথিবী থেকে পুষ্টি নিয়ে তুমি আমার জন্য ফল ফলাও আর পৃথিবী আমাকে শিক্ষা দেয় কতজ্ঞতার সাথে সেই ফল তোমার কাছ থেকে গ্রহন করতে।
♣♣♣♣SEVENTY♣♣♣♣
এক তরুন কবি রানীকে বলল, আমি আপনাকে ভালবাসি।
রানী জবাব দিলেন, প্রিয় সন্তান, আমিও তোমাকে ভালবাসি।
কিন্তু আমি আপনার সন্তান নই। আমি একজন পুরুষ আর আমি আপনাকে ভালবাসি।
রানী হেসে বললেন, আমার ছেলেমেয়ে আছে, তাদেরও ছেলেমেয়ে আছে এবং আমার ছেলের এক ছেলে বয়সে তোমার চেয়ে বড়।
কবি জবাব দিল, তবুও আমি আপনাকে ভালবাসি।
এর কিছুদিন পরেই রানীর মৃত্যু হল।নিজের শেষ সময়ে রানী তার হৃদয়কে বললেন, প্রিয়তম, আমার প্রিয় তরুন কবি, নিশ্চয়ই আমরা কোনদিন একদিন কোন এক পৃথিবীতে মিলিত হব। সেদিন আমার বয়স সত্তর হবে না।
♦♦♦♦♦♦♦♦♦♦♦♦♦♦♦♦♦♦♦♦♦♦♦♦♦♦♦♦♦♦♦♦♦♦♦♦♦♦♦♦♦♦♦♦♦♦
আমার অনুবাদ করা কাহলিল জিবরানের আরো কিছু গল্পঃ
১.অনুবাদ গল্পঃ কাহলিল জিবরানের গল্প-১: The Field of Zaad
২.অনুবাদ গল্পঃ কাহলিল জিবরানের গল্প-২: The Eagle and the Skylark
৩.অনুবাদ গল্পঃ কাহলিল জিবরানের গল্প-৩: The King
৪.অনুবাদ গল্পঃ কাহলিল জিবরানের গল্প-৪: History and the Nation
৫.অনুবাদ গল্পঃ কাহলিল জিবরানের গল্প-৫: She Who Was Deaf
৬.অনুবাদ গল্পঃ কাহলিল জিবরানের গল্প-৬: Lady Ruth
৭.অনুবাদ গল্পঃ কাহলিল জিবরানের গল্প-৭: SATAN
৮.অনুবাদ গল্পঃ কাহলিল জিবরানের গল্প-৮: THE KING OF ARADUS
৯.অনুবাদ গল্পঃ কাহলিল জিবরানের দুইটি গল্প
১০.অনুবাদ গল্পঃ কাহলিল জিবরানের তিনটি গল্প-১
১১.অনুবাদ গল্পঃ কাহলিল জিবরানের তিনটি গল্প-২
১২.অনুবাদ গল্পঃ কাহলিল জিবরানের তিনটি গল্প-৩
১৩.অনুবাদ গল্পঃ কাহলিল জিবরানের তিনটি গল্প-৪
১৪.অনুবাদ গল্পঃ কাহলিল জিবরানের চারটি গল্প
১৫.অনুবাদ গল্পঃ কাহলিল জিবরানের পাঁচটি গল্প-১
১৬.অনুবাদ গল্পঃ কাহলিল জিবরানের পাঁচটি গল্প-২
১৭.অনুবাদ গল্পঃ কাহলিল জিবরানের পাঁচটি গল্প-৩
১৮.অনুবাদ গল্পঃ কাহলিল জিবরানের পাঁচটি গল্প-৪
সর্বশেষ এডিট : ২৪ শে জুলাই, ২০২১ রাত ৯:৫৮