♣♣♣♣The Love Song♣♣♣♣
এক কবি একদিন একটি অসাধারন ভালবাসার গান লিখলেন।গানের অনেকগুলো কপি তৈরি করে তিনি নারী-পুরুষ নির্বিশেষে তার বন্ধুবান্ধব আর শুভাকাংখীদের কাছে পাঠিয়ে দিলেন।এমনকি গানটা তিনি পাহাড়ের ওপারে বাস করা এক তরুনীর কাছেও পাঠালেন, যার সাথে তার মাত্র একবার দেখা হয়েছে।
একদিন কিংবা দুদিন পরেই কবির কাছে একজন দূত এল সেই তরুনীর চিঠি নিয়ে।চিঠিতে তরুনী লিখেছে, আপনার ভালবাসার গান আমাকে গভীরভাবে স্পর্শ করেছে। আপনি আমার ঘরে বাবা-মা'র সাথে কথা বলে আমাদের বিয়ের বন্দোবস্ত করুন।
জবাবে কবি লিখলেন, প্রিয়তমা, একটা কেবলই একজন কবির হৃদয় থেকে উচ্চারিত একটি ভালবাসার গান যা পৃথিবীর প্রতিটা পুরুষ তার ভালবাসার নারীর জন্য গায়।
মেয়েটা তখন রেগে গিয়ে লিখল, মিথ্যুক, ভন্ড। আজ থেকে আমি তোমাকে ঘৃণা করি আর তোমার জন্য পৃথিবীর প্রত্যেক কবিকে ঘৃণা করি।
♣♣♣♣Tear and Laughter♣♣♣♣
নীল নদের পাড়ে, একদিন এক কুমির আর এক হায়েনার দেখা হয়ে গেল।
হায়েনা হেসে জানতে চাইল, কি খবর ভাই? কেমন আছ?
কুমির জবাব দিল, আর বোল না ভাই, দিনকাল খুব খারাপ যাচ্ছে। সেদিন নিজের ব্যথা আর দুঃখে আমি কাদছি আর তা-ই দেখে সবাই বলে উঠল,আরে, এতো কুমিরের কান্না। এ এমন কিছু নয়। শুনে আমার মনের কষ্টটা আরো বেড়ে গেল।
শুনে হায়েনা বলল, তুমি তোমার দুঃখ বেদনার কথা বললে। এক মুহূর্তের জন্য আমার কথা ভাব। আমি আমার চারপাশের সৌন্দর্য আর বিস্ময়কর সৃষ্টি দেখে মনের আনন্দে যখন হেসে উঠি, তখন জংগলের সবাই ফিসফিসিয়ে ওঠে, এ যে হায়েনার হাসি। নিশ্চয়ই খারাপ কিছু ঘটেছে।
♣♣♣♣At the Fair♣♣♣♣
একদিন গ্রামের এক সুন্দরী তরুনী মেলায় এল।তার মুখে ছিল লিলি আর গোলাপ ফুলের সৌন্দর্য, চুলে ছিল সূর্যাস্ত আর ঠোটে ছিল ভোরের হাসি।
মেয়েটি মেলায় পৌছুতেই মেলায় আগত সব তরুনেরা মুগ্ধ হয়ে তাকে ঘিরে ধরল। কেউ তার সাথে নাচতে চাইল, কেউ তার সম্মানে কেক কাটল আর কেউবা তার গালে মিষ্টি করে চুমু দিতে চাইল। আর চাইবে না-ইবা কেন? তারাতো সবাই মেলায় এসেছে, তাই-না?
মেয়েটি ছেলেগুলোর আচরনে অবাক হয়ে গেল। সবার মাঝে সে অসুস্থবোধ করতে লাগল। রেগে গিয়ে সে ছেলেগুলোকে বাজে কথা শুনিয়ে দিল, এমনকি দুয়েকজনকে চড়ও মেরে বসল।তারপর সে মেলা ছেড়ে চলে এল।
ফেরার পথে বিকেলবেলা মেয়েটা নিজেকে বলল, ছি, কি অসভ্য আর বাজে ব্যবহার এদের। ধৈর্যের বাধ ভেংগে দেয়।
এক বছর চলে গেল। এই দীর্ঘ সময়ে মেয়েটি সেই মেলা আর মেলার তরুনদের ব্যাপারে অনেক ভাবল। অবশেষে একবছর পর মুখে লিলি আর গোলাপের সৌন্দর্য, চুলে সূর্যাস্ত আর ঠোটে ভোরের হাসি নিয়ে মেয়েটি আবার মেলায় উপস্থিত হল।
কিন্তু এবার কোন তরুন মেয়েটিকে দেখেও তার দিকে ফিরে তাকাল না। সারাটা দিন মেয়েটি একা একা মেলায় ঘুরে বেড়াল।
আর বিকেলে একা একা বাড়ি ফেরার সময় মেয়েটি কেদে কেদে নিজেকে বলল, ছি, কি অসভ্য আর বাজে ব্যবহার এদের। ধৈর্যের বাধ ভেংগে দেয়।
♣♣♣♣The Lightning Flash♣♣♣♣
এক ঝড়ের দিনে এক খ্রিস্টান যাজক তার ক্যাথিড্রাল-এ দাড়িয়ে ছিলেন। এমন সময় এক মহিলা তার কাছে এসে জানতে চাইল, আমি খ্রিস্টান নই। আমি কি কোনভাবে নরকের আগুন থেকে রক্ষা পাব?
যাজক মহিলাটিকে দেখলেন।তারপর জবাব দিলেন, না, শুধুমাত্র যারা পবিত্র পানি ও পবিত্র আত্মার দ্বারা ব্যাপটাইজড হবে, তারাই কেবল নরকের আগুন থেকে রক্ষা পাবে।
যাজক এসব কথা বলার সময় আকাশ থেকে বজ্র এসে ক্যাথিড্রাল-এ আঘাত করল আর চারপাশ আগুনে ছেয়ে গেল। আশেপাশের লোকজন এসে তাড়াতাড়ি মেয়েটিকে উদ্ধার করল, কিন্তু যাজককে রক্ষা করা গেল না। সে আগুনের খাবার হয়েই আগুনের মাঝে বিলীন হয়ে গেল।
♣♣♣♣The Hermit and The Beasts♣♣♣♣
একদা এক সবুজ পাহাড়ের পাদদেশে এক সন্যাসী বাস করতেন।তার আত্মাত ছিল পবিত্র,হৃদয় ছিল শুভ্র।পাহাড়ের সব পশুপাখি তার কাছে জোড়ায় জোড়ায় আসত।তিনি তাদের সাথে কথা বলতেন। রাত হওয়া পর্যন্ত তারা তার কথা শুনত।এরপর তিনি সব পশুপাখিকে তাদের ঘরে পাঠিয়ে দিতেন।
এক বিকেলে তিনি ভালবাসার কথা বলছিলেন। এমন সময় একটা বাঘ বলল, আপনিতো ভালবাসার কথা বলছেন। দয়া করে বলুন তাহলে, আপনার সংগী কোথায়?
সন্যাসী জবাব দিলেন, আমার কোন সংগী নেই।
সন্যাসীর কথা শুনে উপস্থিত সব পশুপাখিদের মধ্যে বিস্ময় ছড়িয়ে পড়ল। নিজেদের মধ্যে তারা বলাবলি করতে লাগল, যে নিজে ভালবাসা আর সংগী নির্বাচন নিয়ে কিছু জানেনা, সে এবিষয়ে আমাদের কিভাবে উপদেশ দেয়? বলতে বলতে তারা ধীরে ধীরে সন্যাসীকে ত্যাগ করে চলে গেল।
সেই রাত্র সন্যাসী তার বিছানায় এসে শুয়ে পড়ল আর সারারাত ধরে নিজের বুক চাপড়ে কাদল।
♦♦♦♦♦♦♦♦♦♦♦♦♦♦♦♦♦♦♦♦♦♦♦♦♦♦♦♦♦♦♦♦♦♦♦♦♦♦♦♦♦♦♦♦♦♦
আমার অনুবাদ করা কাহলিল জিবরানের আরো কিছু গল্পঃ
১.অনুবাদ গল্পঃ কাহলিল জিবরানের গল্প-১: The Field of Zaad
২.অনুবাদ গল্পঃ কাহলিল জিবরানের গল্প-২: The Eagle and the Skylark
৩.অনুবাদ গল্পঃ কাহলিল জিবরানের গল্প-৩: The King
৪.অনুবাদ গল্পঃ কাহলিল জিবরানের গল্প-৪: History and the Nation
৫.অনুবাদ গল্পঃ কাহলিল জিবরানের গল্প-৫: She Who Was Deaf
৬.অনুবাদ গল্পঃ কাহলিল জিবরানের গল্প-৬: Lady Ruth
৭.অনুবাদ গল্পঃ কাহলিল জিবরানের গল্প-৭: SATAN
৮.অনুবাদ গল্পঃ কাহলিল জিবরানের গল্প-৮: THE KING OF ARADUS
৯.অনুবাদ গল্পঃ কাহলিল জিবরানের দুইটি গল্প
১০.অনুবাদ গল্পঃ কাহলিল জিবরানের তিনটি গল্প-১
১১.অনুবাদ গল্পঃ কাহলিল জিবরানের তিনটি গল্প-২
১২.অনুবাদ গল্পঃ কাহলিল জিবরানের তিনটি গল্প-৩
১৩.অনুবাদ গল্পঃ কাহলিল জিবরানের তিনটি গল্প-৪
১৪.অনুবাদ গল্পঃ কাহলিল জিবরানের চারটি গল্প
১৫.অনুবাদ গল্পঃ কাহলিল জিবরানের পাঁচটি গল্প-১
১৬.অনুবাদ গল্পঃ কাহলিল জিবরানের পাঁচটি গল্প-২
১৭.অনুবাদ গল্পঃ কাহলিল জিবরানের পাঁচটি গল্প-৩
১৮.অনুবাদ গল্পঃ কাহলিল জিবরানের পাঁচটি গল্প-৪
সর্বশেষ এডিট : ২৪ শে জুলাই, ২০২১ রাত ৯:৫৭