♣♣♣♣The Eye♣♣♣♣
একদিন চোখ বলে উঠল, উপত্যকার ওপারে পাহাড়ের চূড়া নীল কুয়াশায় ঢেকে গেছে। কি চমতকার লাগছে, তাই না?
শুনতে পেয়ে কান বলল, তাই নাকি? কোথায় পাহাড়? শুনতে পাচ্ছি না তো।
কানের কথা শুনে হাত বলে উঠল, আমিতো কোন পাহাড় স্পর্শ করতে পারছি না। কোথায় সে?
সবার শেষে প্রতিক্রিয়া দেখাল নাক। না না, কোন পাহাড় টাহাড় নাই এখানে। আমি কোন গন্ধই পাচ্ছি না।
এমন সময় চোখ অন্যদিকে ফিরল আর সাথে সাথে বাকিরা নিজেদের মধ্যে চোখের পাগলামি নিয়ে আলোচনা শুরু করল। চোখের নিশ্চয়ই কোন সমস্যা আছে- শেষ পর্যন্ত সিদ্ধান্তে পৌছাল তারা।( আমি তুমি আমরা)
♣♣♣♣The Fox♣♣♣♣
একদিন সূর্যোদয়ের সময় এক শিয়াল নিজের ছায়ার দিকে তাকিয়ে ভাবল, আজ দুপুরে একটা বড়সড় উট না হলে আর চলছে না।
এই ভেবে সে সারা সকাল উট শিকারের জন্য ঘুরে বেড়াল। কিন্তু ঠিক মধ্য দুপুরে(আমি তুমি আমরা) নিজের নিজের ছায়া দেখে সে বুঝল, আজ দুপুরটা একটা ইদুর দিয়েই চলে যাবে।
♣♣♣♣The Sleep-Walkers♣♣♣♣
যে শহরে আমি জন্মেছিলাম সেখানে দুই মা-মেয়ে থাকত। দুজনেরই অভ্যাস ছিল রাতে ঘুমের মধ্যে হাটাহাটি করা।
এক রাতে, যখন সারা পৃথিবী নির্জনতার চাদরে ঢেকে গেছে, তখন সেই মা-মেয়ে, ঘুমের মধ্যে হাটতে হাটতে (আমি তুমি আমরা)তাদের বাগানে পরস্পরের মুখোমুখি হল।
প্রথমে মা চিতকার করে উঠল, অবশেষে আমার শত্রু, তোমার দেখা পেলাম। আমার যৌবন ধ্বংস করে তুমি নিজের জীবন গড়ে তুলেছ। আজ আমি তোমায় খুন করব।
সাথে সাথেই ঘুমন্ত মেয়ে জবাব দিল, এই হিংসুক বুড়ি, তুই আমার আর আমার স্বাধীনতার মাঝে দাড়িয়ে আছিস। তুই চাস আমার জীবনটাও তোর মতই হোক। ইশ, তুই যদি মরে যেতি।
এমন সময় ভোরের প্রথম প্রহরে কাক কা কা করে ওঠে আর তা-ই শুনে মা-মেয়ে দুজনেরই ঘুম ভেংগে যায়। মা পরম মমতায় হেসে বলে, এটা কি আমার সোনামনি নাকি?
মেয়ে হালকা হেসে জবাব দেয়, হ্যা, মা।
♣♣♣♣The Astronomer♣♣♣♣
একদিন দেখি মন্দিরের ছায়ায় এক অন্ধ বসে আছে। বন্ধু বলল, এই লোকটা এই দেশের সবচেয়ে জ্ঞানী।
তাই শুনে আমি লোকটার দিকে এগিয়ে গেলাম। কুশলাদি বিনিময়ের পর হালকা কথাবার্তা হল।
একটু পর আমি জিজ্ঞেস করলাম, (আমি তুমি আমরা)মাফ করবেন, কিন্তু খুব জানতে ইচ্ছে করছে আপনি কবে থেকে অন্ধ?
জন্ম থেকেই, লোকটার জবাব।
তাহলে আপনি এত জ্ঞান কিভাবে অর্জন করলেন? আমি জানতে চাইলাম।
আমি একজন জোতির্বিদ। বলেই লোকটা নিজের দুহাত তার বুকের ওপর রাখল।আমি এই সূর্য, তারা আর নক্ষত্রগুলো দেখি।
♣♣♣♣Garments♣♣♣♣
একদিন সৌন্দর্য আর কদর্যতা পরস্পরের দেখা পেল সাগর পাড়ে। তারা পরস্পরকে বলল, এসো, আমরা একসাথে গোসল করি।
এই বলে দুজন সমুদ্রে নেমে পড়ল। একটু পর কদর্যতা পাড়ে উঠে এসে সৌন্দর্যের পোশাক পরে চুপি চুপি কেটে পড়ল।
একটু পর সৌন্দর্যও পাড়ে উঠে এল, কিন্তু নিজের পরনের কাপড় খুজে পেল না। তাই নিজের নগ্নতা ঢাকতে পাড় পরে থাকা কদর্যের কাপড় সে তুলে নিল। (আমি তুমি আমরা)তা-ই গায়ে চাপিয়ে সে রওয়ানা হল নিজের পথে।
সেই থেকে মানুষ পোশাক দেখে সৌন্দর্য আর কদর্যতাকে চিনতে ভুল করে। তবুও এখনো অনেকে আছেন যাদের চোখ বাইরের নোংরা আবরনকে ভেদ করে ভেতরের সৌন্দর্যকে ঠিকই চিনে নেন। এখনো অনেকে আছেন যাদের কেবল বাইরের চাকচিক্য দিয়ে কদর্যতা বিভ্রান্ত করতে পারে না।
♦♦♦♦♦♦♦♦♦♦♦♦♦♦♦♦♦♦♦♦♦♦♦♦♦♦♦♦♦♦♦♦♦♦♦♦♦♦♦♦♦♦♦♦♦♦
আমার অনুবাদ করা কাহলিল জিবরানের আরো কিছু গল্পঃ
১.অনুবাদ গল্পঃ কাহলিল জিবরানের গল্প-১: The Field of Zaad
২.অনুবাদ গল্পঃ কাহলিল জিবরানের গল্প-২: The Eagle and the Skylark
৩.অনুবাদ গল্পঃ কাহলিল জিবরানের গল্প-৩: The King
৪.অনুবাদ গল্পঃ কাহলিল জিবরানের গল্প-৪: History and the Nation
৫.অনুবাদ গল্পঃ কাহলিল জিবরানের গল্প-৫: She Who Was Deaf
৬.অনুবাদ গল্পঃ কাহলিল জিবরানের গল্প-৬: Lady Ruth
৭.অনুবাদ গল্পঃ কাহলিল জিবরানের গল্প-৭: SATAN
৮.অনুবাদ গল্পঃ কাহলিল জিবরানের গল্প-৮: THE KING OF ARADUS
৯.অনুবাদ গল্পঃ কাহলিল জিবরানের দুইটি গল্প
১০.অনুবাদ গল্পঃ কাহলিল জিবরানের তিনটি গল্প-১
১১.অনুবাদ গল্পঃ কাহলিল জিবরানের তিনটি গল্প-২
১২.অনুবাদ গল্পঃ কাহলিল জিবরানের তিনটি গল্প-৩
১৩.অনুবাদ গল্পঃ কাহলিল জিবরানের তিনটি গল্প-৪
১৪.অনুবাদ গল্পঃ কাহলিল জিবরানের চারটি গল্প
১৫.অনুবাদ গল্পঃ কাহলিল জিবরানের পাঁচটি গল্প-১
১৬.অনুবাদ গল্পঃ কাহলিল জিবরানের পাঁচটি গল্প-২
১৭.অনুবাদ গল্পঃ কাহলিল জিবরানের পাঁচটি গল্প-৩
১৮.অনুবাদ গল্পঃ কাহলিল জিবরানের পাঁচটি গল্প-৪
সর্বশেষ এডিট : ২৪ শে জুলাই, ২০২১ রাত ৯:৫৫