ঘোষনাঃ সামুতে এটা আমার প্রথম পিশাচ কাহিনী লেখার প্রচেষ্টা। খারাপ লাগলে নিসংকোচে খারাপ বলুন, ভুলগুলো ধরিয়ে দিন।আপনাদের সমালোচনা সানন্দে গৃহীত হবে।
মুভি আর সিরিয়াল দেখার নেশাটা হয় মূলত বুয়েট এসে।দুই সিনিয়র রুমমেট বারেক ভাই আর কামরান ভাই প্রচুর সিনেমা দেখতেন, তাদের থেকে এই নেশাটা সংক্রমিত হয় রুমের দুই জুনিয়র মাহীন আর আমার মধ্যে।
কামরান ভাই সিনেমার পাশাপাশি প্রচুর পরিমানে সিরিয়ালও দেখতেন। ফলে অধিকাংশ সময়ই দেখা যেত যে মুভি বা সিরিয়ালটা দেখা শুরু করেছি, কামরান ভাই সেটা আগেই দেখে ফেলেছেন।কামরান ভাইয়ের একটা অভ্যাস ছিল হঠাৎ করেই মুভির ফিনিশিং বা মূল টুইস্টটা বলে দিতেন, ফলে পুরা মুভি দেখার মজাটাই চলে যেত।কামরান ভাইয়ের বহু বন্ধুই তার এই ফাদে পা দিয়েছিল।
তো রুমমেট মাহীন তখন “প্রিজন ব্রেক” দেখা শুরু করেছে। মনে হয় সিজন ১ শেষ করে দুইয়ে ছিল বা এরকম কিছু।
তো একদিন মাহীন ‘প্রিজন ব্রেক’ দেখছে, কামরান ভাই ওর পাশে গিয়ে বসলেন। বললেন, কি কর?
-ভাই প্রিজন ব্রেক দেখি।
-এটা “...” সিজনটা না?
-জ্বি ভাই।
-আরে এরপর কি হবে আমি জানি।পরে গিয়ে দেখবা এই মহিলাই মাইকেলের মা।
দেখার আগেই টুইস্টটা জানতে পেরে বেচারা মাহীন অল্প শোকেই পাথর হয়ে গেল। আর কামরান হাসতে হাসতে নিজের বিছানায় গিয়ে শুয়ে পড়লেন।
কয়েকদিন পরের ঘটনা।
আমি আর শাহিন নিজ নিজ বেডে বসে আছি, কামরান ভাই নিজের কম্পিউটারে কোন মুভি বা সিরিয়াল দেখছেন।
আমি আর মাহীন জানতে চাইলাম, ভাই কি দেখেন?
বললেন, মুভি। G I JOE.
উল্লেখ্য, এটা তখন মাত্র রিলিজ হয়েছে। তবে আমি আর মাহীন দুজনেই মুভিটা দেখে ফেলেছি।
আমরা বললাম, ভাই, একটা কথা আছে।
কান থেকে হেডফোন সরিয়ে উনি জানতে চাইলেন, কি?
-মুভিতে কিন্তু নায়িকার ভাই মারা যায় না। সে-ই আসল ভিলেন।শেষে দেখবেন ইউএস প্রেসিডেন্টকে মেরে সে নিজেই ওই জায়গায় বসে যায়।
নিজের ট্রিক্স নিজের ওপর অ্যাপ্লাই হতে দেখে কামরান ভাই অধিক শোকে পাথর হয়ে গেলেন। আমার আর মাহীনের মুখে তখন দাত কেলানো হাসি।
=========================================
আমার লেখা আরেকটি পিশাচ কাহিনীঃ
পিশাচ কাহিনীঃ শয়তানের পাল্লায়
বুয়েট নিয়ে আরো কিছু মজার ঘটনাঃ
বুয়েট: যখন মনে হয় কেউ আমারে মাইরালা
বুয়েটের এক স্মার্ট শিক্ষক ও তার পিছনে আমার ঘুরার গল্প
পৈশাচিক প্রতিশোধ
বুয়েটের Kung fu Panda
একটি আঠারো প্লাস মুড়ি খাওয়ার গল্প
=========================================
এটা কোন গল্প না, সত্য ঘটনা। আগে একবার ফেসবুকে পোস্ট করেছিলাম আমার অরিজিনাল একাউন্ট থেকে, এখানে কেবল চরিত্রগুলোর নাম পরিবর্তন করা হয়েছে।
=========================================
যাদের কাছে মনে হয়েছে এটা কোন পিশাচ কাহিনী নয় তাদের উদ্দেশ্যেঃ
একমাত্র খাটি চলচ্চিত্রপ্রেমীই জানেন মুভি দেখা শেষ করার আগে তার ফিনিশিং টুইস্ট জেনে ফেলা কতটা বেদনাদায়ক।যারা আপনার সাথে একাজ করবে তখন তাদেরকে আপনার পিশাচ বলেই মনে হবে।যদি আমার সাথে একমত না হলে নাই, মাইনাসতো আর দিতে পারবেন না
সর্বশেষ এডিট : ১৯ শে ডিসেম্বর, ২০২২ রাত ১১:৪৫