বড় করে দেখতে এখানে ক্লিকান
আসুন এবার জলিল চাচ্চুর জীবনের দিকে তাকাই। চাচ্চু ইংরেজী ভাষার তীর্থস্থান ইংল্যান্ড(ম্যানসিস্টারই তো, তাই না???) থেকে পড়াশোনা করে এসেছেন। সুতরাং তার ইংরেজী জ্ঞান আমাদের থেকে ভালতো হবেই

আর তাই জলিল চাচ্চুর মুভিগুলোর ট্যাগ লাইনও অসাধারন।প্রথম মুভির টায়াগ লাইন ছিল “খোজ-THE SEARCH”. তারি ধারাবাহিকতায় আসে দ্বিতীয় মুভি “হৃদয় ভাঙ্গা ঢেউ-THE HEART BREAKING BLOW”. তার পরের দুইটা মুভি ছিল “THE SPEED” আর “MOST WELCOME”। মুভির মূল নামই ইংরেজীতে হওয়ায় চাচ্চু আর এগুলার কোন ট্যাগ লাইন রাখেন নাই।
আসছে তার নতুন মুভি “নিঃস্বার্থ ভালবাসা”।যেহেতু মুভির নাম বাংলায়, তাই ইংরেজীতে একটা ট্যাগ লাইন রাখাতো আসে।আর তাইতো এই মুভির ট্যাগ লাইন “WHAT IS LOVE”।আবার জলিল চাচ্চু দেখিয়ে দিলেন আমরা ইংরেজীর নামে যা শিখি তার সবই ভুয়া, ইংরেজী শিখতে আমাদের ম্যানসিস্টারে যেতে হবে।
HAIL চাচ্চু
আর বিশেষ ঘোষনাঃ এই মুভির কাহিনী, সংলাপ, পরিচালনা সবই জলিল চাচ্চুর করা। সুতরাং ইতিহাস এই মুভিকে মনে রাখবে তা আগে থেকে বলে দেয়া যায়
