গতকাল রাতে ফেসবুকে ঘুরছিলাম। হঠাত এক বন্ধুর একাউন্টে একটা ছবি দেখে চোখ আটকে গেল।জাতিসংঘের অধিবেশন শেষে বিশ্বনেতৃবৃন্দের কেউই ইরানী প্রেসিডেন্ট আহমেদনেদিজাদের পাশে দাঁড়িয়ে ছবি তুলতে রাজি হননি।ছবিটা দেখুন।
ফেসবুকে ছবিটা আছে এখানে
দেখেই মেজাজ খারাপ হয়ে গেল। ইতিমধ্যেই ছবিটার শেয়ার সংখ্যা ২০০০ ছাড়িয়ে গেছে।মাথা গরম, তাই আমিও দিলাম শেয়ার বাটনে ক্লিক। উদ্দেশ্য সবাইকে জানানো আর কিছু ফ্রী লাইক কামানো।
কিন্তু শেয়ার করার একটু পরই আমি পুরা বোকাচু হয়ে গেলাম।কেননা এক বন্ধু এসে জানিয়ে দিয়ে গেল ছবিটা এডিটেড আর মূল ছবির লিঙ্কও দিয়ে গেল যেখানে সবাই আহমদনেদিজাদের পাশেই দাড়িয়েছে।মূল ছবিটা দেখুন।
এটাই মূল ছবি।
এখানেও ক্লিকাইতে পারেন
বন্ধুরা আমার শেয়ারে যে কমেন্ট করছে তার থেকে দুইটা কমেন্ট তুলে দিলামঃ
কমেন্ট ১-আহমদিনেজাদ নিয়ে ফেসবুকে যেভাবে প্রচার চালানো হচ্ছে সেটা আমার চোখে দৃষ্টিকটু ঠেকছে (দুঃখিত)। ভাল লোকে এমনিতেই ভাল। তার এতো প্রচার লাগে না। এভাবে ভুয়া প্রচার চালিয়ে সম্মান নয়, বরং সন্দেহের উদ্রেক করছে।
কমেন্ট ২-শুধু আহমদিনেজাদ কেন, কিছু মানুষ যেন শপথ নিসে ফেসবুকে প্রচার করে দুনিয়ায় ইসলামের প্রতিষ্ঠা করে ফেলবে, তার জন্য ছবি এডিট করে ভাসমান পাথর, সব কিছুতে আল্লাহর নাম খুজে বের করতেই হবে। ভাই ধর্মটাতো বিশ্বাসের। সেটায় এত প্রমান খোজা কেন? বর্তমান পৃথিবীতে সম্রাজ্যবাদী আমেরিকার বিরুদ্ধে দাড়াতে সাহস লাগে(ভারত, বাংলাদেশ, পাকিস্তানের সরকার দেখেন)। আহমদিনেজাদ এর ব্যাক্তিগত সততার কথা জানি না, কিন্তু সাহস আর দেশপ্রেম যে আছে সেটা বিশ্বাস করি।অন্য মানুষ তাকে ভয় পায় না শ্রদ্ধা করে তা মানুষের চিন্তা, আমার না।
এরপর এক বন্ধু এই ঘটনা নিয়ে স্ট্যাটাস দিল এরকম- বন্ধুগণ ফেবুতে কোন ছবি শেয়ার দেয়ার আগে একটু ভেবে দেখবেন যে ছবিতে যা বলা হয়েছে সেটা আদৌ সম্ভবপর কিনা...সম্প্রতি একটা ছবিতে দেখলাম আহমেদিনিজাদের আশে পাশে নাকি বিশ্ব নেতৃত্ব ভয়ে দাড়ায়নি,তাই দূরে দূরে দাড়িয়েছে...জিনিসটা দেখেই খটকা লাগল,কিন্তু দেখলাম ইতিমধ্যে লাইক ও শেয়ারের সংখ্যা হাজার ছাড়িয়ে গেছে...এনিওয়ে,মূল ফটো ও এডিটেড ফটো কমেন্টের সাথে এটাচ করে দিলাম...দেখে নিয়েন...
তাতে একটা কমেন্ট ছিল এরকম- Last 2/3 month e jerokom gelo tate ami siddhanto nisi aar kono photo like/share korbona.......
শুধুই বিনোদন হিসাবে দেখা গেলে ভালই হত। কিন্তু ক্রমাগত এসব পোস্ট মানুষকে বিভ্রান্ত করতেসে। আবার তারা এটাকে রেফারেন্স নিয়া আবার শেয়ার দিচ্ছে। সামাজিক যোগাযোগ সাইট একটা শক্তিশালী গনমাধ্যম। এটাতে ভুল তথ্য শেষ পর্যন্ত হয়ত একটা মিথ্যা তথ্যকেও সত্য বলে প্রতিষ্ঠিত করে ফেলতে পারে।
আমিও তাই ভাবতেছি আর কোন ফটো লাইক শেয়ার করব না। নিজের বোকাচুগিরির জন্য এভাবে ইজ্জতের ফালুদা হওয়ার কোন মানে হয় না ... ...
সর্বশেষ এডিট : ১৩ ই মার্চ, ২০১২ সন্ধ্যা ৬:৩২