উপরের ছবিটি লক্ষ্য করুন ভাল করে।২০১১ সালে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষ্যে তৈরী করা একটি ব্যানার।তৈরী করেছেন জনৈক আনিস আহাম্মেদ।
ব্যানারে প্রথমেই বিকৃত করা করা হয়েছে আমাদের ভাষাশহীদদের প্রতি শ্রদ্ধা জানানো সেই অমর সংগীতকে। ব্যানারে লেখাঃ
আমার ভাইয়ের রকতে আঁকা (রাঙ্গানোর স্থলে আঁকা)
একুশা(???) ফেবরুয়ারী
আমি কি ভুলবার পারি?
আন্ডারলাইন করা শব্দগুলো দেখুন।মাত্র তিন লাইন লিখতে গিয়েই কয়টা ভুল করেছে।দেখেই মেজাজটা বিলা হয়ে গেল।
তবে সবচেয়ে মেজাজ খারাপ হয়েছে তার পরের অংশটুকু দেখে।এখানে গানটিকে হিন্দীতে অনুবাদ করার চেষ্টা করা হয়েছে। ঠিক কি কারনে গানটিকে হিন্দী ভাষায় অনুবাদ করার প্রয়োজন পড়ল তা এখনো আমার মাথায় ঢুকে নাই।বরং জিনিসটা দেখলেই আমার মেজাজ খারাপ হয়ে যাচ্ছে।
তবে সবচেয়ে বড় প্রহসনটা হয়েছে ব্যানারের শেষ অংশে। সেখানে লেখাঃ
সত্য, সুন্দর,ন্যায়ের পক্ষে লেখক(!), গবেষক(!) ও সাংবাদিক
আনিস আহাম্মেদ
এই লোক নাকি সত্য, সুন্দর , ন্যায়ের পক্ষে?তারওপর আবার লেখক ,গবেষক ও সাংবাদিক!!!!!!!!!!!!
ভাষার মাসে ভাষা নিয়ে এর চেয়ে বড় প্রহসন আর কি হতে পারে?
তাই আসুন এসব বোকাচুকে ধরে গদাম দেই আর বিশ্বের সামনে আমাদের ভাষাশহীদদের ত্যাগের কথা তুলে ধরি। গুগলকে অনুরোধ করি ২১শে ফেব্রুয়ারী বিশেষ গুগল ডুডলের জন্য যার মাধ্যমে বিশ্ববাসী আমাদের ভাষা শহীদদের কথা জানতে পারবে।
সর্বশেষ এডিট : ০২ রা ফেব্রুয়ারি, ২০১২ সন্ধ্যা ৭:৫১