Unity is strength" --লাইফে এই প্রথমবার এই কথাটার সত্যতা খুঁজে পাইলাম।
প্রথমরাতে সব স্যারই অনেক কিছু বলছিল, এই কাজ তো ১ দিনের না। ১ সপ্তাহ, ১ মাস এমনকি আরও বেশিদিনও লাগতে পারে। কিন্তু সবাই মিলে চাইপা ধরলে যে ২ দিনেই কাজ হইয়া যায়, এইটা মনে হয় বুয়েট প্রশাসনও বুঝতে পারে নাই। একেই বলে 'একতাই বল'।
আমরা একটা দৃষ্টান্ত স্থাপন করতে পেরেছি - অপরাধ করে বুয়েটে পার পাওয়া যাবে না আর। আমরা একসাথে জেগে ওঠায় বুয়েটে নতুন সকাল হল, সেই সকালে এই তিনদিনের একটানা অহিংস আন্দোলনের পুরোভাগে থাকা ভাইয়া-আপু এবং সর্বক্ষণ সমর্থন যুগিয়ে যাওয়া সকল ব্যাচমেট ও জুনিয়রদের স্যালুট জানাই। আমরা একত্রিত হয়ে আন্দোলন করতে শিখে গেছি, এই ব্যাপারটাই আমার কাছে সবচে' গুরুত্বপূর্ণ প্রাপ্তি।
আর যারা গত দু'রাত ক্যাম্পাসে নির্ঘুম রাত কাটিয়েছে তারা আশা করি এর স্মৃতি কোনদিন ভুলবে না - রূপকথা হয়ে গেছে রাতদুটো।
যাই হোক, দাবী সম্পূর্ণ মেনে না নিলেও যতটুকু নিয়েছে, তাতেই অনেক খুশি। আশা করি ভবিষ্যতে এমন কোন ঘটনা আর দেখতে হবে না। আর নতুন ঘটনা ঘটার সম্ভাবনা দেখলেই সবাই আজকের মত এক থেকে তা প্রতিহত করব, এই হোক আমাদের সবার অঙ্গীকার। আর, আমাদের মত সমস্যায় আজ কুয়েটও জড়জড়িত, আশা করি, আমাদের এই বিজয় কুয়েট শিক্ষার্থীদের মধ্যে একটা দৃষ্টান্ত স্থাপন করতে পারবে।
সব শেষে অনেকদিন পর এটুকু বলতে চাই, 'Proud to be a BUETIAN'
সর্বশেষ এডিট : ০৩ রা জানুয়ারি, ২০১২ দুপুর ১২:৪৬