আমরা মাঝেমাঝেই কিছু গল্প পড়ে মুগ্ধ হই আর নিজের জীবনের দিকে তাকিয়ে হতাশ হয়ে বলি, ইশশ, জীবনটা যদি এমন হোত।তেমনই একটা মধুর গল্প। দুজন নরনারীর মাঝে ভালবাসা কতটা কিউট আর চমৎকার হয় তারই একটা উদাহরন এই গল্পটা।গল্পটা নেয়া হয়েছে একটি ফেসবুক পেজ থেকে।
মেয়ের দৃষ্টিতেঃ
১ম দিনঃএক ইডিয়ট কে দেখলাম প্রথম বেঞ্চ এ ঘুমাচ্ছে
২য় দিনঃ ইডিয়ট টাকে দেখলাম স্যার পানিশমেন্ট দিছে
৩য় দিনঃ সে একটা ছেলের সাথে মারামারি করছিল!! উহ ইডিয়ট!!
৪র্থ দিনঃ ওকে দেখছি না!! কোথায় গেল!!
ছেলের দৃষ্টিতেঃ
১ম দিনঃ চোখ খুলেই তাকে দেখলাম। তার হাসি!
২য় দিনঃ স্যার এর কাছে ইচ্ছাকৃত ভাবে শাস্তি পেলাম যাতে তাকে সারা ক্লাস মন ভরে দেখতে পাই!
৩য় দিনঃ এক ছেলে ওর সম্পর্কে খারাপ কথা বলল সহ্য হয়নাই
৪র্থ দিনঃ আমি শেষ বেঞ্চ এ বসে ছিলাম আর সে পিছে ফিরল দুইজন এর মুখেই ছিল হাসি!
আহারে এরাম যদি জীবন হইত...
পুর্বে আমার পার্সোনাল ব্লগে প্রকাশিত
সর্বশেষ এডিট : ১৭ ই নভেম্বর, ২০১১ রাত ৯:১৮