সামুকে নিয়ে মোটামুটি পরিসংখ্যান টাইপের পোস্ট দেয়ার ইচ্ছা ছিল বেশ কিছুদিন থেকেই যেখানে সামুর সেরা হিটম্যান, সেরা কমেন্টার, সেরা পোস্ট ইত্যাদি বিষয়ে যাবতীয় পরিসংখ্যান থাকবে। সামু কতৃপক্ষ এধরনের কোন উদ্যোগ আগে না নেয়ায় কাজটা খুব বেশী সহজ ছিল না।তবে যেহেতু কাজ শুরু করেছি, সুতরাং তা শেষও করা উচিত।
প্রথম পর্বে বলেছিলাম সামুর সেরা সব হিটম্যান সম্পর্কে। শীর্ষ দশজনের মধ্যে আমার মনে হয় একটা ছাড়া বাকি নয়টা নামই এক্সপেক্টেড ছিল।আজ বলব সামুর কমেন্ট ও কমেন্টার নিয়ে।দেখা যাক এক্ষেত্রে কি হয়।
সর্বোচ্চ কমেন্টার
যদি প্রশ্ন করি একজন ব্লগারের পক্ষে সর্বোচ্চ কতগুলো কমেন্ট করা সম্ভব?
উত্তর হবে সেট নির্ভর করছে একজন কতদিন ধরে ব্লগিং করছেন আর প্রতিদিন ব্লগে কি পরিমান সময় দিচ্ছেন তার অপর।
আমিও তা স্বীকার করি।তারপরও যদি একটা রাফ এস্টিমেট করতে বলি তাহলে কি জবাব দেবেন?দশ হাজার? বিশ হাজার?জ্বি না।যদি ভেবে থাকেন একজন কমেন্টার সর্বোচ্চ দশ- বিশ হাজার কমেন্ট করেছেন তবে বাস্তবতা থেকে আপনি বহু আলোকবর্ষ দূরে আছেন।কেননা যিনি এই লিস্টে টপে আছেন তিনি ছাড়িয়ে গেছেন চল্লিশ হাজারের কোঠা দুই বছর আগেই এবং ২০০৯ এর পরে তাকে আর ব্লগে একটিভ দেখা যায় নাই।গত দুই বছর তিনি ব্লগে একটিভ থাকলে মনে হয় ষাট-সত্তর হাজারের ঘর পেরিয়ে যেতেন।
তো আসুন আর কথা না বাড়িয়ে দেখে নেয়া যাক সামুর ইতিহাসে সর্বোচ্চ কমেন্টার কারা।
১.রাশেদ
মন্তব্য করেছেন: ৪১৮০২টি
২.হাসান মাহবুব
মন্তব্য করেছেন: ৩৭২০৯টি
৩.রাজসোহান
মন্তব্য করেছেন: ৩৪৭৬৫টি
৪.আবদুল্লাহ আল মনসুর
মন্তব্য করেছেন: ২৭৯২৭টি
৫.তামিম ইরফান
মন্তব্য করেছেন: ২৫৮৯৩টি
৬.বিষাক্ত মানুষ
মন্তব্য করেছেন: ২৫৪৭২টি
৭.কালপুরুষ
মন্তব্য করেছেন: ২৫০৩৫টি
৮.একরামুল হক শামীম
মন্তব্য করেছেন: ২২৯৪৩টি
৯.শয়তান
মন্তব্য করেছেন: ২১৭০৪টি
১০. সুলতানা শিরীন সাজি
মন্তব্য করেছেন: ২১৬৫৩টি
সর্বোচ্চ কমেন্ট প্রাপ্ত ব্লগার
এবার আসুন দেখে নেই সর্বোচ্চ কমেন্ট প্রাপ্ত ব্লগার। সর্বোচ্চ কমেন্টকারী না হোন , কিন্তু সর্বোচ্চ কমেন্ট প্রাপ্ত ব্লগারের তালিকায় সামুর শীর্ষ হিটম্যানরা থাকবেন- এটা চোখ বন্ধ করেই বলা যায়।
১.কৌশিক
কমেন্ট পেয়েছেনঃ৩২৬৬২
২.ইমন জুবায়ের
কমেন্ট পেয়েছেনঃ৩২২০২
৩.নাফিস ইফতেখার
কমেন্ট পেয়েছেনঃ৩০৩৪৮
৪.হাসান মাহবুব
কমেন্ট পেয়েছেনঃ২৮৮৩৮
৫.সুলতানা শিরীন সাজি
কমেন্ট পেয়েছেনঃ২৫৪৯৫
৬.আবদুল্লাহ আল মনসুর
কমেন্ট পেয়েছেনঃ২৫৩৩৮
৭.বিষাক্ত মানুষ
কমেন্ট পেয়েছেনঃ২২৮৯৮
৮.একরামুল হক শামীম
কমেন্ট পেয়েছেনঃ২২৭৭৯
৯.রাগ ইমন
কমেন্ট পেয়েছেনঃ২২৪৬১
১০.ফিউশন ফাইভ
কমেন্ট পেয়েছেনঃ২২৪১৫
জটিল একখান ব্যাপার
সর্বোচ্চ কমেন্টকারী আর কমেন্ট কারা পেয়েছেন এটা খুজতে গিয়ে একটা মজার জিনিস দেখলাম।ব্লগার সুরঞ্জনা মোট কমেন্ট করেছেন আর মোট কমেন্ট পেয়েছেন সমান।আর সংখ্যাটাও চমৎকার। আট সাত আট সাত। অর্থাৎ মোট কমেন্ট করেছেন ৮৭৮৭টি আর কমেন্ট পেয়েছেনও ৮৭৮৭টি।অদ্ভুত ব্যাপার। আর কারো ক্ষেত্রে আমি এমন দেখি নাই।
ব্লগের ইতিহাসে সবচেয়ে বিখ্যাত কমেন্ট
ব্লগের ইতিহাসে সবচেয়ে বিখ্যাত কমেন্ট কোনটা??
১. আমার মনে হয় ব্লগের ইতিহাসে সবচেয়ে বিখ্যাত কমেন্ট ব্লগার চিকন মিয়ার “ঠিকাছে মাইনাস”। এই ডায়লগের চেয়ে জনপ্রিয় আর কোন ডায়লগ ব্লগে আছে বলে আমার মনে হয় নাই। যদিও এখন আর মাইনাস দেয়া যায় না , তারপরেও এই কমেন্টের আবেদন এতটুকু কমেছে বলে আমার মনে হয় না।মনে গোপন আশা আছে কোনদিন হয়ত মাইনাস ফিরে আসবে, আবার চিকন মিয়া মাইনাচ আওয়ার্ড দেয়া হবে আর মঞ্চে উঠে চিকন মিয়া পুরস্কার দিতে গিয়ে বলবেন “ঠিকাচে মাইনাচ”।
২.চিকন মিয়ার কালজয়ী ডায়লগের পরের অবস্থানেই থাকবে মনে হয় “অমুককে/অমুকের কমেন্টে জাঝা”। জাঝা যে একটা আরবী শব্দ তা আমার জানাই ছিল না। কিছুদিন আগে এক পোস্ট থেকে জানতে পারলাম “জাঝা” শব্দটি যেই কবিতা থেকে এসেছে সেই ঐতিহাসিক পোস্টের কথা। পোস্ট পছন্দ হলে আমাকেও উত্তম জাঝা দিন।
জাঝা প্রথম ব্যবহার করেন ব্লগার জারীর তার আমার লিখা প্রথম কবিতা! শিরোনামের পোস্টটিতে।
৩.তৃতীয় অবস্থানে আমার চোখে রাজসোহানের “পুত্তুম পিলাচ” কমেন্টটি। ব্লগে প্রথম এসেই এই একটি কমেন্ট দিয়ে তিনি ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেছিলেন বলে শুনতে পাই। যদিও এখন আর তাকে পুত্তুম পিলাচ দিতে দেখি না, তবে অনেককেই এখনো এই কমেন্ট দিতে দেখি।
৪.ব্লগার কাঊসার রুশো সাজেস্ট করেছেন ব্লগার নাফিস ইফতেখারের কমেন্ট "ঠেলা"। আর কমেন্টটার ইতিহাস আমাদের সামনে নিয়ে এসেছেন ব্লগার অণুজীব। তাদের দুজনকেই ধন্যবাদ। ঠেলার ইতিহাস জানতে ক্লিকান এখানে
৫.ব্লগার অ্যামাটার সাজেস্ট করেছেন "পরে আসেন। আম্রা এখন অন্য কাজে বিযি আছি।" তবে ইতিহাস এখনও খুজে পাওয়া যায় নাই। কারো জানা থাকলে দয়া করে লিঙ্ক দিয়ে যান।
৬.ব্লগার বিতর্কিত উন্মাদ মানব সাজেস্ট করেছেন"কস্কি মোমিন"। আমরা এই কমেন্টের ইতিহাসও জানতে চাই।
কস্কি মমিনের ইতিহাস উল্লেখ করেছেন ব্লগার ম্যাকানিক পোস্টের ৫৬ নং কমেন্টেঃ
কস্কি মমিন এর উদ্ভাবক সচলায়তনের আলমগীর ভাই আংরেজী হোয়াট দ্যা ফাক এর বাংলা হিসাবে।
http://www.news.com.au/weird-true-freaky এইখান থেইকা খুইজা খুইজা পোংটা খোজ খবর বাইর কইরা বাংলায় তরজমা কইরা লেখার শেষে কস্কি মমিন বইলা একটা ডায়লগ দিতেন।
http://www.sachalayatan.com/alamgir/20362
সরাসরি তার কমেন্টটাই তুলে দিলাম
৭.ব্লগার শিপু ভাই বলেছেন স্যার জাকারিয়ার পোস্টে ব্লগার "মানুষ' এর করা একটা মন্তব্য- "ধ্রুপদী পোস্ট"- আমার দেখা সেরা কমেন্ট। হাসতে হাসতে আমি চেয়ার থেকে আক্ষরিক অর্থেই পড়ে গিয়ে ছিলাম।
আজকে এই পর্যন্তই। আগামী পর্বে ইনশআল্লাহ সামুর সেরা সব পোস্ট নিয়ে একটা পোস্ট দিব।
===========================================
পোস্টের কিছু তথ্য নেয়া হয়েছে ব্লগার জানালার একটি পোস্ট থেকে।
=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=
সামু সম্পর্কে আরো জানার জন্য পড়ুনঃ
পর্ব ১ঃ সামুর সেরা সব হিটম্যান এবং তাদের এত্ত এত্ত হিট
পর্ব ২ঃ সামু ব্লগের সেরা সব কমেন্টার এবং তাদের ঐতিহাসিক সব কমেন্ট
পর্ব ৩ঃ সামু ব্লগের ইতিহাসে সর্বোচ্চ পোস্ট দিয়েছেন কোন ব্লগার ও তাদের ব্লগ জীবন
পর্ব ৪ঃ সামু ব্লগের সর্বোচ্চ মাইনাস প্রাপ্ত পোষ্ট এবং এসব পোষ্ট লেখা ইউনিক ব্লগারগন
পর্ব ৫ঃ সামুর ইতিহাসে সবচেয়ে বেশী ফেসবুকে শেয়ার হওয়া পোস্ট
পর্ব ৬ঃ সামুর ইতিহাসে সবচেয়ে বেশী পঠিত পোস্ট
পর্ব ৭ঃ সামুর ইতিহাসে সর্বাধিক পঠিত ১৮+ জোক্সের পোস্ট ও তার পরের পর্ব
পর্ব ৮ঃ সামুর ইতিহাসে সর্বকালের সেরা সব ব্লগার
পর্ব ৯ঃ সামুর ইতিহাসে সর্বাধিক প্রিয়তে নেয়া পোস্ট
পর্ব ১০ঃ সামুর ইতিহাসে সর্বকালের সেরা ব্লগ পোস্ট
পর্ব ১১ঃ বিগত বছরগুলোর সামু নিয়ে আসা সেরা যত রিভিউ পোস্ট
পর্ব ১২ঃ সামুর ইতিহাসে সর্বকালের সেরা সব সিরিজ
পর্ব ১৩ঃ সামহোয়্যার ইন ব্লগঃ সেরাদের সেরা সব গল্পগুলো
পর্ব-১৪ঃ ছবি ব্লগঃ গত দশ বছরে সামু ব্লগের বিবর্তন
পর্ব-১৫ঃ সামহোয়্যার ইন ব্লগঃ পিশাচ কাহিনী সমগ্র
পর্ব-১৬ঃ সামুর সেইসব বিখ্যাত স্ক্রীনশট ও আমার বক্তব্য
পর্ব-১৭ঃ সামুর ইতিহাসে ট্রল করতে ব্যবহৃত সেরা সব ডায়লগ ও কমেন্ট
সর্বশেষ এডিট : ১২ ই জানুয়ারি, ২০২০ রাত ১১:২৭