বাংলাদেশ সরকার সাধারণ মানুষের জন্য বিশেষত ছাত্রদের জন্য স্বল্প মূল্যে ল্যাপটপ উত্পাদন কিছু পদক্ষেপ নিয়েছিল-এটা পুরনো খবর। এই প্রকল্পটি বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট), Malaysia thina Film Transistor (TFT) এবং অন্য বিদেশী বিশেষজ্ঞদের সহায়তায় বাস্তবায়িত হচ্ছে।
বাংলাদেশ টেলিফোন শিল্প সংথা (টেশিস) ঘোষণা করে যে তারা “দোয়েল”ল্যাপটপ জুন / জুলাই / আগস্ট থেকে ১২০০০ টাকায় প্রদান করবে. তারা প্রতি মাসে ১০০০০ ল্যাপটপ তৈরি করবে.
আগস্ট মাস পেরিয়ে গেছে। তবে “দোয়েল” মার্কেটে আসেনি। অনেকে তাই ভেবেছেন হয়ত বাংলাদেশ সরকারের অন্য অনেক পরিকল্পনার মত এটাও শেষ পর্যন্ত কাগজপত্রেই আটকে থাকবে, আলোর মুখ আর দেখবে না।কেউ কেউ তো আবার বলেছেন মাস উল্লেখ করা হয়েছে, কিন্তু বছরতো উল্লেখ করা হয়নি। সুতরাং পৃথিবী ধবংসের আগ মুহূর্ত পর্যন্ত যে কোন বছরের জুন/জুলাই/আগস্ট মাসে “দোয়েল” বেরোলেই সরকারে প্রতিশ্রুতি পূরন হবে!!!!!!!!!!!!
আসছে “দোয়েল”
অবশেষে অবসান ঘটতে যাচ্ছে দীর্ঘ প্রতীক্ষার। কয়েক দফা ঘোষণার পর চলতি মাসে আলোর মুখ দেখতে যাচ্ছে টেলিফোন শিল্প সংস্থার উৎপাদিত সাশ্রয়ী মূল্যের ল্যাপটপ। তবে এটা নির্ভর করছে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কর্মসূচি ও সুযোগের ওপর।
প্রধানমন্ত্রীর কাছ থেকে সময় পাওয়া গেলে চলতি মাসের মাঝামাঝি সময়েও উদ্বোধন করা হতে পারে সাশ্রয়ী মূল্যের চার ক্যাটাগরির ল্যাপটপ ‘দোয়েল’। এখন শুধু উদ্বোধনের অপেক্ষা।
ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয় এবং টেলিফোন শিল্প সংস্থা সূত্রে এ তথ্য জানা গেছে। এদিকে দিনক্ষণ নির্ধারণ করতে বৃহস্পতিবার বেলা সাড়ে এগারোটায় বিশেষ বৈঠকে বসেন ডাক ও টেলিযোগাযোগমন্ত্রী রাজিউদ্দিন আহমেদ রাজু। বৈঠকে ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটির সভাপতি হাসানুল হক ইনু উপস্থিত ছিলেন।
বৈঠক শেষে এ বিষয়ে হাসানুল হক ইনু জানান, চলতি মাসেই টেশিস উৎপাদিত ল্যাপটপ বাজারে ছাড়া সম্ভব হবে। তবে এখনো তারিখ নির্ধারণ করা সম্ভব হয়নি। প্রধানমন্ত্রীর সময়ের ওপর নির্ভর করছে।
বৈঠকে আলোচনা সম্পকে জানতে চাইলে তিনি বলেন, ল্যাপটপ বাজারে আসার বিলম্ব, সংসদীয় কমিটির নিয়মিত বৈঠকে উপিস্থিতি এবং পরবর্তী করণীয় সম্পর্কে আলোচনা করা হয়েছে।
এদিকে বৈঠকের আগে টেশিস উৎপাদিত ল্যাপটপ বাজারজাত সম্পর্কে জানতে চাইলে ডাক ও টেলিযোগাযোগমন্ত্রী রাজিউদ্দিন আহমেদ রাজু জানান, ইতিপূর্বেই প্রাধানমন্ত্রী শেখ হাসিনার কাছে এ বিষেয়ে সারসংক্ষেপ পাঠানো হয়েছে।
এক প্রশ্নের জবাবে রাজু বলেন, “আমলাতান্ত্রিক জটিলতার কারণে ল্যাপটপ বাজারজাত করতে দেরি হয়েছে। তবে আশা করছি খুব শিগগিরই মাত্র ১০ হাজার টাকায় ল্যাপটপ বাজারে পাওয়া যাবে।”
তিনি আরো জানান, ল্যপটপ বাজারজাতে ব্যাংকের সঙ্গে চুক্তি করা হবে। এ চুক্তির ফলে সাধারণ মানুষ ঋণ সুবিধা নিয়ে কিস্তিতে ল্যাপটপ কিনতে পারবেন।
টেশিস’র ল্যাপটপ বাজারে আসলে অন্যান্য কোম্পানির ল্যাপটপের দাম কমে যাবে আশা প্রকাশ করে তিনি বলেন, ইতিমধ্যে টেসিসের কমদামের ল্যাপটপ বাজারজাতের ঘোষণায় কয়েকটি কোম্পানি তাদের ল্যাপটপের দাম কমিয়েছে।
জানা গেছে, চলতি মাসের ১৮ তারিখে আমেরিকায় যাবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সুযোগ হলে এর আগেই উদ্বোধনের সম্ভাবনা রয়েছে। আর সুযোগ না পেলে আগামী মাসের ৯ অক্টোবর উদ্বোধনের দিন ধার্য করা হতে পারে।
টেশিস সূত্রে প্রকাশ, বর্তমানে টঙ্গীর টেসিস কারখানায় প্রতিদিন ৫০টি ল্যাপটপ তৈরি হচ্ছে। অল্পসংখ্যক ল্যাপটপ এ মাসেই বাজারে ছাড়া হবে। প্রধানমন্ত্রীর উদ্বোধন শেষে ১০, ১৩ এবং ১৮ হাজার টাকায় তিনটি ভিন্ন ভিন্ন মডেলে ল্যাপটপগুলো বাজারে পাওয়া যাবে। তবে দেশব্যাপী সরবরাহের জন্য আরো প্রায় পাঁচ মাস সময় প্রয়োজন হতে পারে বলে জানায় একটি সূত্র।
সূত্রটি আরো জানায়, স্বল্প মূল্যের পাশাপাশি উন্নত প্রযুক্তির ৩০ হাজার টাকা মূল্যের ল্যাপটপও তৈরি করবে টেসিস।
মূল খবর এখানে
মডেল ও এদের দাম
মোট চারটি মডেলে দোয়েল উৎপাদন হবে।দাম হবে ১০০০০ থেকে ২৫০০০ এর মধ্যে।
Primary Model-210: Tk. 10,000
Basic Model-070: 12,000 Tk.
Standard Model-260: 21,000tk.
Advanced Model-1612: 25,000tk.
মডেলগুলোর স্পেসিফিকেশন
Primary Model-2102; Brand: DOEL
Display -Panel 10.0" LCD Panel (1024*600)
Processor VIA 8650 800MHz
Main Chipset -
Memory RAM 512 MB
Graphics -
Storage HDD 16GB NAND Flash
CD/DVD-ROM/Writer NO
Audio Yes (In focus Audio .Built in stereo speaker
Speaker Yes (External Microphone for record)
Multimedia
Web Camera Integrated 0.3 mega pixels
Wired Ethernet LAN Yes
Communication WIFI WiFi 802.11b/g
Bluetooth (option) N/A
USB Min 2X USB 2.0
Multi Card Slot SD with 32 GB Card
VGA No
Mic In, Internal Mic
Headphone Out Yes
RJ11(Modem)RJ45
LAN LAN RJ45
HDMI N/A
Input-Out Ports
DC-In(Power Port) Yes
Keyboard 82pcs standard English and Phonetic Bangla keyboard,
Input support external keyboard
Touch pad Built in touch pad, support USB mouse
Standard Battery Li Polymer- 2100mAH
Power Backup time Minimum 2 hrs.
Adaptor AC/DC Adapter
Color 4 colors; Black(30%), White (30%), Pink(30%), & multicolor
cartoon print (10%)
Other Dimension 258x 180 x 27.5 mm
Weight 1.0 kg (approx.)
Operating System Google Android Integrated
Warranty
1.5 % spare parts to be provided with a detail list of
Component. Any additional defects in the components also
to be replaced within 1 year.
• Brand logo & Tss product logo has to be engraved on the top as per sample picture.
Basic Model-0703; Brand: DOEL
Display -Panel 10.1" (1024*600) WXGA LED Backlight
Processor Intel® ATOMTM Processor N455 1.66GHz
Main Chipset Intel NM10
Memory RAM 1GB DDR3
Graphics Intel® GMA 3150 (Integrated)
Storage HDD SATA 250 GB (Samsung)
CD/DVD-ROM/Writer NO
Audio HD Audio with SRS 3D Sound Effect
Speaker 3W Stereo Speaker(1.5W×2)
Multimedia
Web Camera Integrated 1.3 mega pixels
Wired Ethernet LAN 10/100M Ethernet Access
Communication WIFI 802.11 bg/n
Bluetooth (option) V 3.0 High Speed
USB 3×USB 2.0 with chargeable USB
Multi Card Slot SD,SDHC,SDXC,MMC,MS,MS Pro
VGA Yes
Mic In,Internal Mic
Headphone Out Yes
RJ11(Modem)RJ45
LAN Yes
HDMI N/A
Input-Out Ports
DC-In(Power Port) Yes
Keyboard Standard English(84 Key)& phonetic (OEM) keyboard;
Input printed in two languages (Bangla & English)
Touch pad High Sensitive Scroll Scope
Standard Battery 6-cell Li-ion, 4400 mAH
Power Backup time Minimum 4 hrs
Adaptor Input_100_240V, 50_60Hz, Output_19V; 40 Watt
Color 4 colours; Black (30%), White (30%), Pink (20%),
Silver (20%)
Other Dimension 250*190*32.8mm
Weight 1.2 Kg
Operating System Windows/ Linux compatible
Warranty
1.5 % spare parts to be provided with a detail list of
Component. Any additional defects in the components
also to be replaced within 1 year.
• Brand logo & Tss product logo has to be engraved on the top as per sample picture.
Standard Model-2603, Brand: DOEL
Display -Panel 13.3" (1360*768) WXGA LED Backlight
Processor Intel® ATOM Processor D525 1.8GHz
Main Chipset Intel NM10
Memory RAM 2GB DDR3
Graphics Intel® GMA 3150 (Integrated)
Storage HDD SATA 320GB (Samsung)
CD/DVD-ROM/Writer NO
Audio HD Audio with SRS 3D Sound Effect
Speaker 3W Stereo Speaker(1.5W×2)
Multimedia
Web Camera Integrated 1.3 mega pixels
Wired Ethernet LAN 10/100M Ethernet Access
Communication WIFI 802.11 bg/n
Bluetooth (option) V 3.0 High Speed
USB 3×USB 2.0 with chargeable USB
Multi Card Slot SD,SDHC,SDXC,MMC,MS,MS Pro
VGA Yes
Mic In, Internal Mic
Headphone Out Yes
RJ11(Modem)RJ45
LAN Yes
HDMI N/A
Input-Out Ports
DC-In(Power Port) Yes
Keyboard Standard English(84 Key)& phonetic (OEM) keyboard;
Input printed in two languages (Bangla & English)
Touch pad High Sensitive Scroll Scope
Power Standard Battery 6-cell Li-ion; 4400 mAH
Backup time Minimum 4 hrs
Adaptor Input_100_240V, 50_60Hz, Output_19V; 40 Watt
Other Color 4 colours; Black (30%), White(30%), Pink(20%), Silver
(20%)
Dimension 326*217*28mm
Weight 1.7kg
Operating System Windows/ Linux compatible
Warranty
1.5 % spare parts to be provided with a detail list of
Component. Any additional defects in the components also
to be replaced within 1 year.
• Brand logo & Tss product logo has to be engraved on the top as per sample picture.
Advanced Model-1612, Brand: DOEL
Display Panel 14.0" (1920*1020) LED Backlight
Processor Intel® Celeron Dual Core T3500 2.1 GHz
Main Chipset Intel HM55
Memory RAM 2GB DDR3
Graphics Intel® GMA 3150 (Integrated)
Storage HDD SATA 320GB (Samsung)
CD/DVD-ROM/Writer DVD Writer (Samsung)
Audio HD Audio with SRS 3D Sound Effect
Speaker 3W Stereo Speaker(1.5W×2)
Multimedia
Web Camera Integrated 1.3 mega pixels
Wired Ethernet LAN 10/100M Ethernet Access
Communication WIFI 802.11 bg/n
Bluetooth (option) V 3.0 High Speed
USB 4×USB 2.0 with chargeable USB
Multi Card Slot SD,SDHC,SDXC,MMC,MS,MS Pro
VGA Yes
Mic In,Internal Mic
Headphone Out Yes
RJ11(Modem)RJ45 LAN Yes
HDMI Yes
Input-Out Ports
DC-In(Power Port) Yes
Keyboard Standard English(84 Key)& phonetic (OEM) keyboard;
Input printed in two languages (Bangla & English)
Touch pad High Sensitive Scroll Scope
Power Standard Battery 6-cell Li-ion; 4700 mAH
Backup time Minimum 4 hrs
Adaptor Input_100_240V, 50_60Hz, Output_20V_3.25A_65Watt
Other Color 4 colours; Black (30%), White(30%), Pink(20%), Silver
(20%)
Dimension 342* 229 * 39.5 mm
Weight 2.19 kg
Operating System Windows/ Linux compatible
Warranty
1.5 % spare parts to be provided with a detail list of
Component. Any additional defects in the components also
to be replaced within 1 year.
• Brand logo & Tss product logo has to be engraved on the top as per sample picture.
বিস্তারিত জানতে ও পিডিএফ হিসেবে ডাউনলোড করতে ক্লিক করুন এখানে
অপারেটিং সিস্টেম
দোয়েল ব্র্যান্ডের ল্যাপটপে বিনামূল্যে উইন্ডোজ অপারেটিং সিস্টেম ব্যবহারের জন্য উইন্ডোজ করপোরেশনের কাছে আবেদন করেছে সরকার। গত মঙ্গলবার যুক্তরাষ্ট্রভিত্তিক কোম্পানির কাছে এ আবেদন করে সরকারি কোম্পানি টেলিফোন শিল্প সংস্থা (টেশিস)। তাছাড়া দোয়েলের দাম কম রাখতে সরকারের কাছ থেকে কিছু ভর্তুকি পেতে চাইছে টেশিস। তবে ভর্তুকি পাওয়া যাক বা না যাক দোয়েলের সর্বনিন্ম দাম হবে ৯ হাজার ৯৯৯ টাকা। টেশিসের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ ইসমাইল জানান, উইন্ডোজ করপোরেশনের কাছে আবেদন করা হয়েছে। ইতিবাচক সাড়া পাওয়ার সম্ভাবনাই বেশি। তবে দোয়েলের চারটি মডেলের জন্যই উইন্ডোজের সঙ্গে 'লিনাক্স' নামে অপর একটি অপারেটিং সিস্টেমও দেওয়া হবে। পুরোপুরি বাংলাভাষায় ব্যবহার হবে এ সফটওয়্যার। আমদানি পর্যায়ে ল্যাপটপ বা ডেক্সটপ কম্পিউটারের জন্য শূন্য শুল্ক থাকলেও ল্যাপটপ তৈরির যন্ত্রাংশ আমদানিতে সব মিলে সাড়ে ছয় শতাংশ শুল্ক রয়েছে বলে জানিয়েছে টেশিস। বৃহস্পতিবার এই শুল্ক 'শূন্য' নির্ধারণের জন্য ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়ের পক্ষ থেকে এনবিআর বরাবর আবেদন করা হয়েছে। গত শুক্রবার থেকে এ পর্যন্ত বেশ কয়েকশ' ল্যাপটপ অ্যাসেম্বল (সংযোজন) করেছে টেশিস। এগুলো পরীক্ষা-নিরীক্ষা করা হচ্ছে।
মূল খবর এখানে
অফিশিয়াল ওয়েবসাইট
দোয়েলের কোন অফিসিয়াল ওয়েবসাইট আমি পাই নাই। তবে ফেসবুকে doel laptop লিখে সার্চ দিলে একটা পেজ পাবেন।
দোয়েল নিয়ে বিতর্ক
বাজারে আসার আগেই বিতর্কে পড়ল দেশের তৈরি প্রথম ল্যাপটপ ‘দোয়েল’। ল্যাপটপ ও কম্পিউটার উৎপাদক বহুজাতিক কোম্পানি ডেল’র লোগো ডিজাইনের সঙ্গে টেশিস উৎপাদিত এ ল্যাপটপটির লোগোর মিল থাকায় সূত্রপাত ঘটেছে এ সমালোচনার। ডিজাইনের ধরন একই রকম হওয়ায় ‘দোয়েল’কে দেখতে ডেল’ই মনে হয়।
ল্যপটপটির ডিজাইন ও লোগো দেখে প্রযুক্তিবিদরা আশঙ্কা প্রকাশ করেছেন, অনুকরণ ও পেটেন্ট আইন ভঙ্গের দায়ে দেশের এ অর্জনটি অভিযুক্ত হতে পারে । তাই বাজারজাতকরণের আগেই বিষয়টি পুনর্বিবেচনার দাবি জানিয়েছেন তারা।
বাংলাদেশ কম্পিউটার সমিতি (বিসিএস) সভাপতি মোস্তফা জব্বার বার্তা২৪ ডটনেটকে বলেন, “প্রযুক্তিপণ্য হলেও এর নামকরণ জাতীয় পাখির নামে করা নিয়ে আমার খুব একটা অভিযোগ নেই। তবে এর লোগো ডিজাইন যদি অন্য কোনো প্রতিষ্ঠানের সঙ্গে মিলে যায় তাহলে বাজারজাতকরণের আগেই পরিবর্তন করা উচিত।”
“DOEL”-first look
তাহলে আর দেরী কিসের? বাজারে আসা মাত্রই কিনে ফেলুন প্রথম বাংলাদেশী ল্যাপটপ “দোয়েল”
সর্বশেষ এডিট : ১৪ ই সেপ্টেম্বর, ২০১১ রাত ১০:০১