তেমন কঠিন কিছু না।একটু কমন সেন্স থাকলেই প্রশ্নগুলোর উত্তর পারবেন।
প্রশ্ন: চাঁদে একজন রাজাকার। এর মানে কী?
উত্তর: সমস্যা।
প্রশ্ন: চাঁদে দু'জন রাজাকার। এর মানে কী?
উত্তর: মহা সমস্যা।
প্রশ্ন: গোটা রাজাকার সমাজ চাঁদে। এর মানে কী?
উত্তর: সমস্যার সমাধান।
এবার একটা বোনাস প্রশ্ন।
প্রশ্ন: রাজাকার গোলাম আযম আর এক বালতি গুয়ের মধ্যে পার্থক্য কোথায়?
উত্তর: ঐ বালতিটা।
পোস্টের সাথে ফাউ হিসেবে একটা কৌতুকঃ
সুমন আর জুমন, দুই আধুনিক চাষী, গরু চাষ করে তারা।
সুমন একদিন এসে জুমনকে বলছে, 'দোস্ত, তোর একটা গরুর খুব জ্বর হয়েছিলো গতমাসে, কী করেছিলি বল তো?'
জুমন বললো, 'তারপিন খাইয়েছিলাম।'
সুমন ধন্যবাদ জানিয়ে চলে গেলো।
হপ্তাখানেক বাদে আবার দুজনের দেখা। সুমনের মুখ কালো। সে গম্ভীর গলায় বললো, 'ইয়ে দোস্ত, তোমার একটা গরুর খুব জ্বর হয়েছিলো গতমাসে, কী যেন খাইয়েছিলে?'
'তারপিন।' বললো জুমন।
সুমন রাগে ফেটে পড়লো, 'আমি আমার গরুটাকে তারপিন খাওয়ানোর পর সেটা মরেই গেছে!'
জুমন চমকে উঠলো, 'আরে, কী আশ্চর্য! আমারটাও তো মরে গিয়েছিলো!'
রাজাকারগুলাও এমন।আপনার ক্ষতি করার পর আসল কথা বলবে।
প্রশ্ন উত্তর আর কৌতুক ইন্টারনেট থেকে।
সর্বশেষ এডিট : ১৭ ই সেপ্টেম্বর, ২০১১ বিকাল ৫:২৫