সামুর পিকনিক বিষয়ে অনেক জল্পনা-কল্পনা ,, লুলামি নষ্টামী পার করে যখন সেই কাঙ্খিত দিনের আগের রাত আসলো ! তখনও আমি সিউর যে এই পিকনিকে যাচ্ছিনা !
আমার প্রিয় "রষ্ট্রপ্রধান" ভাই থুক্কু স্যার যাচ্ছে না , সেখানে আমি যাই কেমন করে !! বসে বসে ভাবছি আর ফেসবুকে চ্যাটিং করছি ,, হঠাৎ "ছবিওয়ালা" নামের একটি ছেলে যে কিনা একজন নতুন ব্লগার ও ফটোগ্রাফার , সে আমাকে বললো ভাই আপনি গেলে আমি যাবো !
কি আর করা নতুন মানুষ বলে ফেললো তাই আর না করলাম না ! আর আমারও একটু রিফ্রেশমেন্টের দরকার ছিলো !
তো রাতেই ক্যামেরা ও আনুসাঙ্গিক জিনিস গুছিয়ে রেখে ঘুমিয়ে পড়লাম ! এবং সকাল ৬টায় উঠে স্নান করে রেডি হয়ে এয়ারপোর্টের সামনে চলে গেলাম ৯টার আগেই ! সেখানে আমার এবং জাহিদ ভাই ও তার ফ্যামিলি কে ওয়েট করার কথা বলা আছে আগেই ! কারণ বাস আমাদের সামনে দিয়েই যাবে !
জাহিদ ভাই ও তার ফ্যামিলি মেমবার্স আসলে তার প্রায় বিশ মিনিট পরে নিমচাঁদ ভাই আসলেন একটি লাল রঙ এর গাড়িতে ! উনি আসার কিছু পরেই এক বাস লুল ভর্তি যুবক ও কিছু নিরিহ গোবেচারা ভাবি ও বড় আপুরা আসলেন আমাদের সামনে ! ভেতরে দেখলাম নানা রং আর ঢং এ লুল ভাইয়েরা বসে/দাড়িয়ে / কাত হয়ে সদ্য পেপসোডেন্ট ও ক্লোজআপ দিয়ে পরিস্কার করা দাত বের করে আছেন


তারপর আমি ও জাহিদ ভাই এবং তার পরিবার সবাই বাসে উঠে সবার সাথে সাথে ভাবি ও আপু রা সাদর সম্ভাষন জানিয়ে আমাদের আসন দেখিয়ে দিলেন ! এবং হাতে কমলা , বিস্কুট আর পানি ধরিয়ে দিলেন নাস্তা করার জন্যে !
কিন্তু বাসে উঠেই মন খারাপ হয়ে গেল ......
আহ ! রাইতের বেলা কত কিছু ভাবলাম

তারপর পিকনিক থেকে ফিরে এসে কদিন পরে .. মাঝে মাঝে অন্যান্য ব্লগারদের লুলিও চোখে এইরাম করে ধরা পড়বো ..
তারপর ব্লগ জুড়ে শুধু আমি আর সে ........... আহ ! দুদিনেই সেলিব্রেটি



ধুররররররররররররর কিন্তু কিচ্ছু হইলো না !!!




তাই শেষমেষ আশকারি ও মাহির লগে শাহেদ ভাই এর গান শুনতে শুনতে পিকনিক স্পটের দিকে রওনা দিলাম ! পথিমধ্যে এবার মনে হয় জাতীয় বিশ্ববিদ্যালয়ের সামনে দাড়িয়ে হিসু করেছিলাম !!
আপনার যা ভাবছেন তা না !!


তারপর দীর্ঘ বাস জার্নির পরে আমরা পৌছুলাম পিকনিক স্পটে " ন্যাশনাল পার্ক গাজীপুর !.......
বাকি লুলীয় ঘটনা আগামি কাল শোনাবো...........................
সর্বশেষ এডিট : ৩০ শে জানুয়ারি, ২০১২ রাত ১১:৫৬