যেকোন রিপোর্টেড বোলার যখন আইসিসি অনুমোদিত পরীক্ষাগারে পরীক্ষা দিতে যান তখন তাকে সেই বলগুলোই করতে বলা হয় যার কারণে তার বিরুদ্ধে রিপোর্ট করা হয়েছে । তাসকিন আহমেদ নেদারল্যান্ডের বিপক্ষে ম্যাচের পর অভিযুক্ত হয়েছিলেন । সেই ম্যাচের ভিডিও ফুটেজ সংরক্ষিত আছে । আজ সেই পরীক্ষার ফল এসেছে । তাসকিন-সানি নিষিদ্ধ হয়েছেন । আসুন দেখে নেই কি ছিল তাসকিনের এসেসমেন্টে ।
তাসকিনের স্টক(গুড লেংথ) এবং ইয়র্কার বলগুলোতে কোন ত্রুটি ধরা পড়েনি । তাসকিনকে তিন মিনিটের মাথায় ৯টি বাউন্সার ডেলিভারি করানো হয় । এর মাঝে ৩টি ডেলিভারির সময় টানা ম্যাচ অ ভ্রমণক্লান্তির শিকার তাসকিনের বোলিং একশন বিগড়ে যায় । আর ঠিক ঐ কারণেই নিষিদ্ধ হয় তাসকিন । কিন্তু যেভাবে ভারে একটার বেশি বাউন্সার দেয়া যায় না সেখানে ৩ মিনিটে নয়টা বাউন্সার দিয়ে একজন বোলারকে যাচাই করাটাই প্রকৃতপক্ষে অবৈধ ।
এখানেই শেষ নয় । তাসকিনের বাউন্সারে ত্রুটি ধরা পড়ায় তাসকিন নিষিদ্ধ, অথচ তাসকিনের বাউন্সার কিন্তু আম্পয়ার, ম্যাচ রেফারিদের দ্বারা রিপোর্টেড হয়নি । কারণ তাসকিন রিপোর্টেড হয়েছে নেদারল্যান্ড ম্যাচে, যে ম্যাচে কিনা তাসকিন কোন বাউন্সারই করেনি!!!
বিস্তারিত দেখুন বিসিবির লইয়ারের ফেসবুক পোস্টে......