কেমন আছেন সবাই? ধীরে ধীরে ব্লগে দুই বছর পার করে ফেললাম । ব্লগার হিসেবে খুব সম্ভবত আমি তেমন সুবিধার নই । আবজাব পোস্ট দিতে দিতে মাঝে মাঝে মোটামুটি ভালো কিছু পোস্টও দিয়ে ফেলেছি । বছর পূর্তি উপলক্ষে অনেক বিখ্যাত ব্লগার বড় বড় লিঙ্কওয়ালা পোস্ট দিয়ে শুভানুধ্যায়ীদের ধন্যবাদ জানান । ভাগ্য ভালো আমি জনপ্রিয় ব্লগার নই । কাজেই লিঙ্ক-ওয়ালা বিশাল বিশাল পোস্ট দেয়ার মহা-কার্য আমাকে করতে হচ্ছে না



তবে লিঙ্ক আমি দিব অল্প কয়েকটা, দুই বছরের ব্লগ জীবনে মোটামুটি পাতে দেয়ার মত যে অল্প কয়েকটা পোস্ট দিতে পেরেছিলাম সেগুলোর লিঙ্কই আজকের এই পোস্টে দিয়ে দিলাম ।
রম্য/স্যাটায়ার/ ফানঃ
আগে কি সুন্দর(!) জোকস বানাইতাম!!!(স্বরচিত পুরোনো ২২টি কৌতুকের সংকলন)
স্বরচিত টাটকা ৪ খানা কৌতুক(অবশ্যই কমন পড়বে না)
স্বরচিত আরো টাটকা ৪ খানা কৌতুক(অবশ্যই কমন পড়বে না) ১৯ শে অক্টোবর, ২০১
" style="border:0;" />
জেমস বন্ড ও প্রবীর মিত্র- একটি তুলনামূলক পর্যালোচনার অপপ্রয়াস ।
বাংলা পাঠ্যবই-রঙ্গ(ফান-পোস্ট হইলেও হইতে পারে

" style="border:0;" />(প্রস্তাবিত)

এক যে আছে মগাধীরাজ
সিনেমা রিভিু
কোটি টাকার কাবিন-রিভিউ
হলে বসে দেখা দি স্পিড
বাংলা মুভি "মোস্ট ওয়েলকাম"- রিভিউ উইথ সাম খিচুড়ি থিংকিং
সালমান স্মরণেঃ তাঁর শেষ ফিল্মগুলো
সাহিত্য পর্যালোচনা
বাংলা স্যাটায়ার রিভিউ- "ফুড কনফারেন্স"(১৯৬৯)-আবুল মনসুর আহমদ
বই রিভিউ- "সিনেমাওয়ালা"-সমরেশ মজুমদার
বাংলা স্যাটায়ার রিভিউ- “আসমানী পর্দা”-আবুল মনসুর আহমদ
মাসুদ রানা থ্রিলার রিভিউ- 'ব্ল্যাক স্পাইডার'(১৯৭৪)
সকলকে শুভকামনা
