কেমন আছেন সবাই? ধীরে ধীরে ব্লগে দুই বছর পার করে ফেললাম । ব্লগার হিসেবে খুব সম্ভবত আমি তেমন সুবিধার নই । আবজাব পোস্ট দিতে দিতে মাঝে মাঝে মোটামুটি ভালো কিছু পোস্টও দিয়ে ফেলেছি । বছর পূর্তি উপলক্ষে অনেক বিখ্যাত ব্লগার বড় বড় লিঙ্কওয়ালা পোস্ট দিয়ে শুভানুধ্যায়ীদের ধন্যবাদ জানান । ভাগ্য ভালো আমি জনপ্রিয় ব্লগার নই । কাজেই লিঙ্ক-ওয়ালা বিশাল বিশাল পোস্ট দেয়ার মহা-কার্য আমাকে করতে হচ্ছে না ।
তবে লিঙ্ক আমি দিব অল্প কয়েকটা, দুই বছরের ব্লগ জীবনে মোটামুটি পাতে দেয়ার মত যে অল্প কয়েকটা পোস্ট দিতে পেরেছিলাম সেগুলোর লিঙ্কই আজকের এই পোস্টে দিয়ে দিলাম ।
রম্য/স্যাটায়ার/ ফানঃ
আগে কি সুন্দর(!) জোকস বানাইতাম!!!(স্বরচিত পুরোনো ২২টি কৌতুকের সংকলন)
স্বরচিত টাটকা ৪ খানা কৌতুক(অবশ্যই কমন পড়বে না)
স্বরচিত আরো টাটকা ৪ খানা কৌতুক(অবশ্যই কমন পড়বে না) ১৯ শে অক্টোবর, ২০১
" style="border:0;" />
জেমস বন্ড ও প্রবীর মিত্র- একটি তুলনামূলক পর্যালোচনার অপপ্রয়াস ।
বাংলা পাঠ্যবই-রঙ্গ(ফান-পোস্ট হইলেও হইতে পারে )
" style="border:0;" />(প্রস্তাবিত)
এক যে আছে মগাধীরাজ
সিনেমা রিভিু
কোটি টাকার কাবিন-রিভিউ
হলে বসে দেখা দি স্পিড
বাংলা মুভি "মোস্ট ওয়েলকাম"- রিভিউ উইথ সাম খিচুড়ি থিংকিং
সালমান স্মরণেঃ তাঁর শেষ ফিল্মগুলো
সাহিত্য পর্যালোচনা
বাংলা স্যাটায়ার রিভিউ- "ফুড কনফারেন্স"(১৯৬৯)-আবুল মনসুর আহমদ
বই রিভিউ- "সিনেমাওয়ালা"-সমরেশ মজুমদার
বাংলা স্যাটায়ার রিভিউ- “আসমানী পর্দা”-আবুল মনসুর আহমদ
মাসুদ রানা থ্রিলার রিভিউ- 'ব্ল্যাক স্পাইডার'(১৯৭৪)
সকলকে শুভকামনা ।