১।সালমান খানের 'রেডি' ২০০৮ একটা তেলেগু ফিল্মের রিমেক । ঐ তেলেগু নায়কের বর্তমান বয়স ২৩ বছর, আর সালমান খানের বর্তমান বয়স ৪৬ বছর । ৩ বছরের ব্যবধানে একটা কাহিনির নায়কের বয়স ডাবল হয়ে গেছে । পুরাই এম.এল.এম মার্কা ব্যাপার-স্যাপার!
২। নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের সংক্ষিপ্ত রূপ যদি ‘নাসিক’ হয়, তবে মাইমেন্সিং সিটি কর্পোরেশনের সংক্ষিপ্ত রুপ কি হবে?
উঃ মসিক (ময়মনসিংহ সিটি কর্পরেশন), কেন……আপনি কি মনে করেছিলেন???
৩। ২০১০ সালের রোজার একদিন সকালে ঘুম থেকে উঠেই পেপার দেখতে শুরু করলাম । তখন ঘুম পুরোপুরি ভাঙ্গেনি । পেপারে বড় একটা হেডলাইন ছিল, ‘‘এরশাদের সেনাশাসন অবৈধ’’………কিন্তু তখনো ঘুম না কাটার কারণে সামান্য সময়ের জন্য হেডলাইনটা আমার মনে হয়েছিল এরকম-
‘’এরশাদের সেনসেশান অবৈধ’’!!!!!
৪। একজন নারী যদি একজন নরের সহিত প্রতি মাসের ২৮ তারিখে লম্বা সময়ের ডেটে অংশগ্রহণ করেন তবে তার কোন জিনিসটা অতীব প্রয়োজন?
উঃ নর-ডেট ২৮……
৫। মানুষের মস্তিস্কে একটা অংশের নাম হল Limbic System । এই অঞ্চলের স্ট্রাকচারগুলো দিয়ে মানুষের ক্ষুধা, যৌনতা ইত্যাদির সাথে সম্পর্কিত action গুলো নিয়ন্ত্রিত হয় । এই স্ট্রাকচার গুলোর মাঝে সবচাইতে গুরুত্বপূর্ণ হল অলফ্যাক্টরি নার্ভ, এই নার্ভের প্রধান কাজ হল যেকোন ঘ্রাণ গ্রহণ করে মস্তিস্কে সিগনাল পাঠানো……ক্ষুধার ক্ষেত্রে নাহয় খাবারের ঘ্রাণের ব্যাপারটা বুঝলাম……কিন্তু পরেরটার ক্ষেত্রে কি ঘটনা হয়?
উঃ আমি আসলে ঠিক জানি না, আপনারা কিছু একটা আন্দায করে নিন………
৬। ধরুন, আপনার বয়স ৬০ বছর । আপনাকে আপনার জীবনের তিনটি সময়- শৈশব, কৈশোর ও তরুণকালের তিনটি ছবি থেকে যেকোন দুটি বেছে নিতে বলা হল । শৈশবের ছবিটিতে আপনার বয়স একেবারে কম নয় অথচ চেহারায় ফুটফুটে ভাবটা আছে, কৈশোরের ছবিটিতে আপনার চেহারায় বয়ঃসন্ধিকালীন জনিত একটা মলিন ভাব আছে বিসদৃশ দাড়িগোফও আছে, আর তরূণ বয়সের ছবিতে আপনি অতি প্রাণোচ্ছল ভঙ্গিতে তাকিয়ে রয়েছেন । বেশিরভাগ মানুষ ই এ ধরণের কন্ডিশনে ১ম আর তৃতীয় ছবিটাই বেছে নেবে । এখন, দ্বিতীয় ছবিটিকে বিটলামি করে কি বলা যেতে পারে?
উঃ ইন্টার-ফেস ।
আমার আরো কিছু ফান পোস্টঃ
কৌতুক লেখার প্রচেষ্টা
ওয়ান্স আপঅন আ টাইম ইন সামু
বাংলা পাঠ্যবই-রঙ্গ(ফান-পোস্ট হইলেও হইতে পারে )
লূল্কান্তের কাহিনী
মেডিকেল রম্যের অধুনা নিদর্শন
জেমস বন্ড ও প্রবীর মিত্র