বাঁনরপুত্র উপাখ্যান(রম্যক চেষ্টা)
by:অমাত্রিক সমীকরণ
.......
বসেবসে ন্যাশনাল জিওগ্রাফীতে একটা ডকুমেন্টারি দেখছিলাম বিপদজনক প্রাণীদের উপর।সেখানে দেখানো হচ্ছে,বাঁদর প্রাণী হিসেবে কতোটা বিপদজনক।আর,তাদের বুদ্ধিমত্তা কোনো কোনো ক্ষেত্রে মানুষের থেকেও বেশি।আমি কিছুতেই বুঝতে পারলাম না,বাঁনরের বুদ্ধিমত্তা কি করে মানুষের উপরের স্তরের হয় এবং বাঁনর কি করে একটি বিপদজনক প্রাণী?
হঠাৎ করেই ড্রয়িংরুমে আমার পুত্র লেজবিহীন বানর প্রিতুলের প্রবেশ।মাত্র স্ট্যান্ডার্ড ফোরে পড়ে।এর মধ্যেই তার বাঁদরামি আমার বন্ধুমহলে বিখ্যাত হয়ে গেছে।আমার বন্ধুদের প্রায় সবাই তার হাতে ইতিমধ্যে হেনস্তা হয়েছে।নিরীহ বাপ বলে আমিই বোধহয় এই বাঁনরের হাত থেকে রক্ষা পেয়ে গেছি।
-আচ্ছা,বাবা?আমি কেমন?"
প্রশ্ন করেই মুচকি মুচকি হাসতে লাগলো প্রিতুল।
-আমি কেমন মানে?এইটা আবার কি ধরণের প্রশ্ন?"
বেশ অবাকই হলাম ওর কথায়।
-না,মানে।ইয়ে...আমি ছেলে হিসেবে কেমন?দেখতে কেমন?আচার-ব্যবহার কেমন?"
চোখের মাঝে প্রশ্ন ঝুলিয়ে রাখার স্বভাবটা আর গেলো না প্রিতুলের।মায়ের স্বভাব পেয়েছে এই ক্ষেত্রে।
আমিও ভাবলাম খানিক বাজিয়ে নেই।দেখি কি হয়?
-তুই ছেলে হিসেবে দেখতে ভালোই সুন্দর!কিন্তু..."
এইবার আমি হাসিহাসি মুখে ওর দিকে তাকালাম।
-কিন্তু...কি?"ভ্রু কুঞ্চিত হলো প্রিতুলের।একদম মায়ের মতো।
-কিন্তু,তোর আচার-ব্যবহার।তুই সাক্ষাৎ একটা বাঁদর।।সারাক্ষণ বকর বকর করিস!দুষ্টের পা-ঝাড়া।"
গর্বিত ভঙ্গিতে হাসলাম।যাক,দুষ্টটাকে একটু হলেও দমন করা গেছে।
-বাবা,তুমি একটু ভূল বললে।"
খানিকটা দমে গেলো আদরের সবেধন নীলমণি।
-কি ভূল বললাম?"
জিজ্ঞাসু কন্ঠে প্রশ্ন ছুঁড়ে দেই।
-আসলে বাবা,আমি বাঁদর তা ঠিক আছে।কিন্তু,আমি উত্তরাধিকারসূত্রে বাঁদর।"
-বুঝলাম না!!কি বললি?"
সন্দেহ হলো।নিজের দেওয়া বাঁশ নিজের দিকেই আসছে নাতো?
-না,মানে।ইয়ে...!তুমি হচ্ছো বাঁদর। আর,আমি বাঁদরের বাচ্চা।এবং,আমরা বংশপরম্পরায় বাঁদরের জিন বহন করছি।কিন্তু,এখানে একটু সমস্যা আছে।"
বিজ্ঞের মতো আমার দিকে তাকালো বাঁদরটা।যেনো সেই চোখের ভাষায় লেখা-"আমায় প্রশ্ন করো কি সমস্যা?"।
বুঝতে পারলাম এই বাঁদরের সাথে কখনোই বাঁদরামিতে আমার পেরে উঠা হবে না।সমস্ত স্কুল-কলেজ লাইফ দাঁপিয়ে বেড়িয়ে নিজ ছেলের হাতেই শেষপর্যন্ত হেনস্তা হলাম নাকি?
জিজ্ঞেস করলাম,
-কি সমস্যা?"
-তোমার মতে,আমি দেখতে সুন্দর।কিন্তু,স্বভাব বাঁদরের মতো।তাহলে,দাঁড়ালো আমি বাঁদর কিন্তু সুশ্রী বাঁদর।কিন্তু,তুমি...."
-আমি আবার কি?"
-কিন্তু তুমি বাঁদর তা ঠিক আছে।তোমার সাথে আমার পার্থক্য হলো আমি সুশ্রী বাঁদর আর তুমি মুখপোড়া হনুমান।আমি ছোট্ট সাইজের বাঁদর,তুমি ইয়া বড় সাইজের বাঁদর।তোমায় চিড়িয়াখানায় রাখা উচিৎ।"
হাত দিয়ে দেখালো আমি কত্তো বড় সাইজ বাঁদর।
-তবে রে।"উঠে ভয় লাগানোর চেষ্টা করলাম।
'বাবা বাঁদর,বাবা বাঁদর' বলে দৌঁড়াতে দৌঁড়াতে রান্নাঘরের দিকে গেলো।
.....
রান্নাঘরে ঢুকেই অবন্তীকে একই প্রশ্ন করলো প্রিতুল।
-আচ্ছা,আম্মু।আমি কেমন?"
-তুমি?"আমি ড্রয়িংরুম থেকে মা-ছেলের কথাবার্তা শুনতে লাগলাম।
-হুম্ম।"
-তুমি দেখতে রাজপুত্রদের মতো।নাহ,রাজপুত্রদের রাজপুত্রের মতো।তোমার অনেক বুদ্ধি বলেও শেষ করা যাবে না।আর,তুমি নম্র,ভদ্র....."আর বলতে পারলো না অবন্তী।তাকে থামালো প্রিতুল।
-তাই,আম্মু??"
-হুম্ম।"
-এই জন্যেই তো,ম্যামরা বলেন,প্রিতুল কত্তো সুন্দর।শান্তশিষ্ট।নিশ্চয়ই তার আম্মু রাজকন্যার মতো অপ্সরী।আমি তখন ম্যাডামকে কি বলি জানো?"
জিজ্ঞাসু কন্ঠে প্রশ্ন করে প্রিতুল।তার আম্মুও কম যায় না।বলে,
-কি বলো তখন?"
-বলি,ম্যাম।আমার আম্মু পরীরাজ্যের রাজকন্যার মতোই অনেক অনেক সুন্দর।কিন্তু,তার সাথে কার বিয়ে হয়েছে জানেন?ম্যাম বলেন,'কেনো তোমার আব্বুর সঙ্গে।'আমি বলি,'জ্বি না,ম্যাম!আমার আম্মুর বিয়ে হয়েছে মনুষ্যপ্রজাতির এক লেজবিহীন বাঁনরের সাথে!!'ঠিক বলেছি না!আম্মু?
-হুম্ম।"
মা-ছেলের মধ্যে যে খানিক ছলনার বিনিময় হইলো তা বোধহয় তারা ছাড়াও অন্তরীক্ষচারী লক্ষ্য করিলেন।আর,আমি শুনিয়াও না শুনিবার ভান করিলাম।
আর,বাঁনর কতোটা বুদ্ধিমান এবং তার চেয়েও কতোমাত্রায় বিপদজনক হাড়ে হাড়ে টেঁর পেলাম।
বিঃদ্রঃ-বাসা/বাড়ীর বানর হইতে সাবধান।