আমি আকুতি মিনতি করে বলেছিলাম
আমি ভালো হতে চাই, একটা মাত্র সুযোগ দিন।
তারা ভালো মানুষ-ই চেয়েছিলো, ভালো হওয়ার জামানৎ নিবে না।
আমি দিন দিন ডাল ভাত খেয়ে শক্তি যুগিয়ে
জুতার তলি ক্ষয় করে কাজের সন্ধান করেছি কত!
তারা বলেছিলো আবার চেষ্টা করতে
অথচ ওই কাজ টা আমি সবার থেকে ভালো পারবো বলে আমার আস্থা ছিলো।
আমি বলেছিলাম সময় মত ফিরে আসবো
পকেটে পাঁচ টাকা নিয়ে চার কিলোমিটার পথ আমার আর সময় মত ফেরা হয়নি।
আমি বলেছিলাম তাকে আমার উপর ভরসা রাখো একদিন সব হবে
সে ভরসা রেখেছিলো তার ভাগ্যের উপর, তার সব হয়েছে
আমার শুধু আর একটা অংগ হারালো।
আমি তাই দেখে ভাগ্যের উপর বিশ্বাস করা শুরু করি
ভাগ্যের সঠিক ভরনপোষণ এর অভাবে ভাগ্য ও আমায় ছেড়ে যায়।
আমি একা, আমি একা ভীষণ সাদা পাতাকা হাতে সত্য দাঁড়িয়ে আছি
কোন এক বর্ডারে লাগামহীন পাগলা ঘোড়ার পাশে
চারপাশে বর্ডার গার্ডেদের হাতে অত্যাধুনিক স্নাইপার অস্র
শেষমেশ আমি অচল, পা বাড়ালেই মস্তিষ্ক ফুটো হয়ে সমাজ বেড়িয়ে আসবে।
সর্বশেষ এডিট : ০৫ ই অক্টোবর, ২০২২ সন্ধ্যা ৭:৩৮