যে ঘড়ি দেয়ালে ছিলো সে দেয়াল খসে পরেছে
দেয়াল খসে খসে পৃথিবী তৈরি হবে
তবুও সময় দেয়ালে টাঙ্গানো থাকবে।
যে পিচডালা পথ শহরমূখো ছিলো তা ভেংগে সমতল ভূমি হয়েছে
পথ হারা মানুষ গুলো আজ ঘর খুঁজে পাবে
নিজের ঠিকানা পথের শেষে হবে না।
যে প্রেমিক যুদ্ধে ছিলো সে ফিরে এসেছে
তার অক্ষত মনে প্রেম নেই,
যুদ্ধের ভয়াবহতা তাকে নিশ্চুপ করে দিয়েছে।
যে মা সন্তান হারা ছিলো তার বন্ধ্যাত্বতা দূর হয়েছে
তবে এটাই পৃথিবীর শেষ সন্তান
এরপর আর জন্ম নিবে না কোন শিশু, সব মৃত্যুর অপেক্ষায়।
সর্বশেষ এডিট : ২৫ শে সেপ্টেম্বর, ২০২২ রাত ১২:৩৮