আমার বুকের মধ্যে বত্রিশটা সিড়ির ধাপ
ছাব্বিশ বছরের পুষে রাখা স্বপ্ন।
সেই হাসি আকাশে ওড়াউড়ি
প্রশস্ত ছাদে দু হাত মেলে
তোমায় উড়তে দেখার আনন্দ।
রুম ভর্তি ঘন কালো আত্নসম্মানবোধ!
বিছানার তলায় বিছানো সার্টিফিকেট।
বইয়ের জানালা দিয়ে অচেনা শহর।
দেয়ালের অক্ষর গুলো ক্ষয়ে ক্ষয়ে অস্পষ্ট শব্দ!
ক্রমাগত ছাদ থেকে খসে পড়ছে মধ্যবিত্তের বৃষ্টি,
আর চাপিয়ে দেয়া সমাজের বোঝা।
খিরকির পাশেই বোতাম, টিপলেই আলো জ্বলে উঠবে
তবুও আঁধার আর কাটেনা,
ঘড়িরকাটা এগোতে থাকে
অদূরে মোয়াজ্জেম এর গলা শোনা যাচ্ছে...
কত রজনী ঘুম হয় না, এমন স্বপ্ন ভাংগার ভয়ে।।
সর্বশেষ এডিট : ০৩ রা নভেম্বর, ২০২০ রাত ১:১৭