আমি মানুষটা ভেতরে মরা
মরেছি কত আগে সেই তারিখ সময় মস্তিষ্ক বহন করে না, মস্তিষ্ক শুধু অবস্থাটা বহন করে।
অথচ আমার বাহ্যিক পারিপার্শ্বিক অবস্থা দেখে কেউই সেই লাশের পঁচা গন্ধটা পায় না;
আমি তাদের খুব কাছে গিয়ে দাড়াই, দাঁড়িয়ে হাসি খেলি আবার পাশেও বসি।
আসলে সবার নাসিকারন্দ্রে এই লাশের গন্ধ পৌছায় না কারন তাদের সমাজে দেহের মৃত্যু কে প্রাধান্য দে;
আমার আরো একবার মৃত্যু হবে।।
সর্বশেষ এডিট : ১১ ই অক্টোবর, ২০২০ রাত ১:২৯