ঘড়ির কাটার একগেয়ে টিক টিক শব্দে
মধ্য রাতে ঘুমিয়ে যাওয়া শহর
চোখ মেলে ঘুমন্ত আমার
মাথার তলায় দু-হাত রেখে
পা নাড়িয়ে কখন যে,
স্বপ্নে বিভোর কেটে যেত দিব্বি সময়।
কত স্মৃতি বারবার তাকিয়ে সময়ের স্রোতে
পেন্ডুলামের আটকে থাকা স্থির দৃষ্টি
ঘড়ির বাক্সের পাশের সেই চেনা টিকটিকি।
এখনকার কত সব আধুনিক সৃষ্টি
ম্যারাথন, এটোমিক, রেডিয়েমের ঘড়ি
শব্দহীন নিশ্চুপ ভাবে চলে যায় সময়
অন্যের স্বপ্ন না হতে পারা হতাশার চোখ গুলো
রাত জেগে এখন আর নিজের জন্য স্বপ্ন ভুনে না।
সময়ের অপেক্ষা এখানে সেকেন্ডে গণনা শুরু হয়।
প্রেমিকার শেষ প্রশ্নের উত্তর সাতশো সেকেন্ড প্রয়াত হওয়া
প্রেম মিথ্যে হয়ে যায়।
এখানে সুন্দর সৌখিন ঘড়িগুলোতে সময় দেখা হয় না
এগুলা শোভা বর্ধন ঝুলিয়ে রাখা হয়।
এরা যুগের পর যুগ দেয়ালে আটকে থাকবে
শুধু থামকে যাবে আমাদের সময়।
সর্বশেষ এডিট : ১৬ ই জুন, ২০২০ রাত ১২:৪০