কবি নির্মলেন্দু গুণ এর মত
আমি বলছি না আমাকে ভালোবাসতেই হবে , আমি চাই
কেউ একজন আমার জন্য অপেক্ষা করুক।
বা, কবি আনিসুল হক এর মত আকুতি করে বলতে পারিনি
তুই কি আমার দুঃখ হবি?
এই আমি এক উড়নচন্ডী আউলা বাউল
রুখো চুলে পথের ধুলো
চোখের নীচে কালো ছায়া
সেইখানে তুই রাত বিরেতে স্পর্শ দিবি।
কিংবা কবি আবুল হাসান এর মত তুমি ভাষ্যে সেই একই আকুতি
তুমি কি আমার আকাশ হবে?
মেঘ হয়ে যাকে সাজাব..
আমার মনের মত করে ।
বিদ্রোহী কন্ঠে প্রেম উচিয়ে আবার কবি কাজি নজরুলের মত বলতে পারিনি... আমি পেয়েছি, তাকে পেয়েছি । আমার বুকের রক্তে, চোখের জলে ।
এখন হেলাল হাফিজ এর মতো দূরে বসে বসে ঠোঁট আউড়িয়ে হয়তো বলছি......
এখন তুমি কোথায় আছো কেমন আছো, পএ দিও....
শেষবারের মত বনলতার প্রেমে পরা সেই কবি জীবনানন্দ দাশের মত বলে বেড়াই...
আজো আমি মেয়েটিকে খুঁজি;
জলের অপার সিঁড়ি বেয়ে
কোথায় যে চলে গেছে মেয়ে।
আবার দেখা হলে অভিমান নিয়ে কবি জয় গোস্বামীর মত বলবো তোমায়
একাই খুঁজেছো তুমি? আমি বুঝি তোমাকে খুঁজিনি?
শেষমেশ সেই প্রেমের শুরুতেই কবি নির্মলেন্দু গুণ
এর মত আমি হয়তো বলে ফেকবো
গতকাল সিন্ধান্ত নিয়েছি আমি আবার ভালবাসবো।
ভেবেছিলাম আমি আর কাউকে ভালবাসবো
না,কিন্তু....
সর্বশেষ এডিট : ১৪ ই জুন, ২০২০ সকাল ১০:২৫