(যাদের মা নেই এ কবিতাটি তাদের জন্য)
মা
মা তুমি ঘুমিয়ে আছ কেন?
মা তুমি ঘুম থেকে ওঠ
দেথ চেয়ে তোমার ছেলে কাঁদছে।
মা বলে বোকা ছেলে কাঁদছিস কেন তুই?
আমি আছি ঐ আকাশের তারা হয়ে
সব চেয়ে উজ্জল তারা টাই আমি
খোকা তুই কি দেখতে পাচ্ছিস না?
খোকা আমার তুই কাঁদিস না
আমি তোর অপেক্ষায় রইলাম
যেমনি করে আমি চলে গিয়েছি আমার মায়ের কাছে
খোকা তুই কি সেই তারা টা দেখতে পাচ্ছিস?
মা আমি দেখতে পাচ্ছি
মা তুমি কি রোজ আসবে আমায় দেখতে
যদি আসমানে মেঘ করে হানা
তবে কেমন করে আসবে মা?
মা বলেন তাহলে আমি আসব
তোর কাছে বৃস্টি হয়ে
বৃষ্টির জলে তোর গাল ভিজবে
তোর কপালে দেব আলতো করে চুমু
মা মা তুমি কোথায় মা?
আমি আছি তোর সপনে খোকা
আমি থাকব তোর পাশে
মা তোমার শুভ্র শাড়ির গন্ধ
আমাকে তোমার অস্তিত ভুলতে দেয়না
তুই ভয় পাস নে খোকা
আমি আছি তোর পাশে
ইমির