আপনি দাড়ি রাখতে ভয় পান,
টাখনুর নিচের কাপড় কাটতে ভয় পান,
দ্বীনি মজলিসে বসতে ভয় পান,
দ্বীনি ভাইদের সাথে সাক্ষাৎ করতে ভয় পান,
ইসলামী কোন কিতাব বহন করতে ভয় পান,
মানুষকে তাওহিদের দাওয়াত দিতে ভয় পান,
তাগুত বর্জনের কথা শুনলেই ভয় পান ------ তাহলে ইসলামে আপনার কাজটা কি বুঝলাম না।
ভাই, অন্য কোন ধর্ম পালন করেন তাইলে, আর না হয় কিছু সাহস সঞ্চয় করে ইসলাম ধর্ম গ্রহন করতে আইসেন।
ভীতুর ডিমদের জন্য ইসলাম না। খালি নামাজ-রোজা?
ইসলামকে কখনও কাট-ছাট করা যায় না। এটা মহাপরাক্রমশালী মহান আরশের অধিপতি আল্লাহপাকের দ্বারা আউটলাইন করা, আর তিনি কারো মুখাপেক্ষী নন।
এই মহাবিশ্ব সৃষ্টির সময়েও তিনি কাউকে শরীক করে নেন নি।
তিনি তাঁর হুকুমেও কাউকে শরীক করেন না।
সর্বশেষ এডিট : ১৭ ই জুন, ২০১৬ ভোর ৫:৫২