একজন মুসলিম নামধারীকেও যদি জিজ্ঞেস করেন যে, পৃথিবীতে আল্লাহপাক কেন তোমাকে পাঠিয়েছেন?
উত্তর দেবে আল্লাহর ইবাদাত করার জন্য।
এরপর যদি বলেন, ঠিক আছে, কিন্তু মুল কাজটি কি? যেমন, কেউ যদি কোন কোম্পানিতে চাকুরি নেয়, তার প্রধান দায়িত্ব হল সেই কোম্পানির আনুগত্য করা। কিন্তু, তার একটা স্পেসিফিক দায়িত্ন অ্যাসাইন করা থাকে।
এখন মুসলিম হিসেবে আমাদের কাজটা কি, আর কিভাবে সেই কাজ করতে হবে তার একটি নির্দেশনা আল্লাহপাক কুরআনে দিয়েছেন। একবার নয়, তিন তিনবার সেই সুষ্পস্ট ঘোষনা দেয়া হয়েছে। সিমিলার ও ইন্টারেষ্টিং আয়াতগুলো খেয়াল করুন।
Job Description : (যে কাজ করতে হবে)
'তিনিই তাঁর রাসূলকে হিদায়াত ও সত্য দীন সহ প্রেরণ করেছেন, যাতে তিনি একে সকল দীনের উপর বিজয়ী করেন, যদিও মুশরিকরা অপছন্দ করে।'
সুরা তাওবাহ (9:33)
'তিনিই তাঁর রাসূলকে হিদায়াত ও সত্য দীনসহ প্রেরণ করেছেন, যাতে তিনি এটাকে সকল দীনের উপর বিজয়ী করতে পারেন। আর সাক্ষী হিসেবে আল্লাহই যথেষ্ট। '
সুরা ফাতহ (48:28)
'তিনিই তাঁর রাসূলকে হিদায়াত ও সত্যদ্বীন দিয়ে প্রেরণ করেছেন, যাতে তিনি সকল দ্বীনের উপর তা বিজয়ী করে দেন। যদিও মুশরিকরা তা অপছন্দ করে। '
সুরা সফ (61:9)
SOP(Standard operating procedure): (যেভাবে করতে হবে)
'যেভাবে আমি তোমাদের মধ্যে একজন রাসূল প্রেরণ করেছি তোমাদের মধ্য থেকে, যে তোমাদের কাছে আমার আয়াতসমূহ তিলাওয়াত করে, তোমাদেরকে পবিত্র করে এবং কিতাব ও হিকমত শিক্ষা দেয়। আর তোমাদেরকে শিক্ষা দেয় এমন কিছু যা তোমরা জানতে না।'
সুরা বাকারা (2:151)
'অবশ্যই আল্লাহ মুমিনদের উপর অনুগ্রহ করেছেন, যখন তিনি তাদের মধ্য থেকে তাদের প্রতি একজন রাসূল পাঠিয়েছেন, যে তাদের কাছে তাঁর আয়াতসমূহ তিলাওয়াত করে এবং তাদেরকে পরিশুদ্ধ করে আর তাদেরকে কিতাব ও হিকমাত শিক্ষা দেয়। যদিও তারা ইতঃপূর্বে স্পষ্ট ভ্রান্তিতে ছিল।'
আল ইমরান (3:164)
'তিনিই উম্মীদের মাঝে একজন রাসূল পাঠিয়েছেন তাদের মধ্য থেকে, যে তাদের কাছে তেলাওয়াত করে তাঁর আয়াতসমূহ, তাদেরকে পবিত্র করে এবং তাদেরকে শিক্ষা দেয় কিতাব ও হিকমাত। যদিও ইতঃপূর্বে তারা স্পষ্ট গোমরাহীতে ছিল।
সুরা জুমুয়াহ (62:2)
I think now you know what to do & how...
সর্বশেষ এডিট : ১৫ ই জুন, ২০১৬ সকাল ১১:৪৬