♣♣ঘটনা যদি এমন হয় তখন অবস্থা কি দাড়াবে কল্পনা করুন তোঃ-
সরকারী ঘোষনা "এবার দাম বাড়বে"।
রামাদান আসলে এমনিতেই সব জিনিসের দাম বাড়ে। এটাই যেন বর্তমান প্রেক্ষাপটে স্বভাবিক কিন্তু তাই বলে এত বেশি, can't believe !!!!!
ঘোষনাঃ- আজ সন্ধ্যা থেকে পরবর্তি ১ মাস পর্যন্ত প্রতি কেজি লোহা ৫০ লক্ষ টাকা। এবং সরকার নিজেই এ লোহা কিনে নিবে।
অর্থাৎ প্রায় ১ কেজি স্বর্নের দামের চেয়ে বেশি!!!!! শুধু তাইনা সরকার নিজেই গ্রাহক।
_____________________________________
এখন অবস্থা কি হবে কল্পনা করুন তো....
আমার তো মনে হয় যারা পাঁকা বাড়িতে বসবাস করছেন বউ-বাচ্চাসহ সবাইকে নিয়ে শাবল দিয়ে বাড়ী ভাংগা শুরু করবেন, ভিতর থেকে লোহা গুলো বের করে বিক্রির জন্য লাইনে দাড়াবেন। কারণ ১ মাস পরে এ সুযোগ আর থাকবে না।
---------------------------------------------------------------
রমাদানের চাঁদ উঠার পর থেকে আল্লাহ তায়ালা নফল ইবাদত গুলো ফরজের দামে কিনে নিবেন অর্থাৎ লোহাকে স্বর্নের দামে কিনে নেয়ার মত। পরিবারের সবাইকে নিয়ে আমল শুরু করে দিই। সাওয়ালের চাঁদ উঠলে এই অফার শেষ হয়ে যাবে।
যারা ছোট বেলায় আম কুড়িয়েছেন তারা মাত্রই জানেন - "আম কিন্তু ঝড়েই কুড়াতে হয়"।
সর্বশেষ এডিট : ০৭ ই জুন, ২০১৬ সকাল ৯:৫১