ঠিক যে মুহূর্ত থেকে আপনি আল্লাহর জন্য কোন কিছু করার সিদ্ধান্ত গ্রহণ করবেন, সেই মুহূর্ত থেকে কিছু অসাধারণ পরীক্ষার সম্মুখীন আপনাকে হতে হবে।
আপনি যদি
"শুধুমাত্র" হালাল উপার্জন করতে চান, দেখবেন যে নানা
"সন্দেহজনক" উপার্জনের রাস্তা আপনার সামনে খুলে যাচ্ছে !
আপনি যদি কোন দ্বীনদার মানুষকে বিয়ে করতে চান,
দেখবেন যে এমন সব বিয়ের প্রস্তাব আপনার কাছে আসছে,
যাঁদের কাছে ইসলাম পালন অনেক পরের একটা বিষয়!!
যদি আপনি পরিপূর্ণ হিজাবপালন করতে চান,
তাহলে দেখবেন যে এমন সব জায়গায় পড়াশুনা বা চাকরির প্রস্তাব আপনি পাচ্ছেন,
যার একমাত্র শর্ত হবে হিজাব ছেড়ে দেওয়া!!!
সত্যি বলতে কী, এগুলো কোন কিছুই কিন্ত কাকতালীয় না।
এগুলো আসলে আমাদের জন্য এক একটি সুযোগ।
এগুলো আল্লাহর কাছে আমাদের প্রমাণ দেওয়ার জন্য সুযোগ; যে হ্যাঁ, আমরা শুধু মুখেই না,
আমাদের জীবনেও ইসলামকে বরণ করে নিতে প্রস্তুত।
এগুলো আল্লাহর পক্ষ থেকে আমাদের জন্য পরীক্ষা।
তিনি দেখতে চান, আমরা আমাদের সিদ্ধান্তের ব্যাপারে কতটা দৃঢ়, কতটা অনমনীয়।
এই পরীক্ষাগুলোকে সাগ্রহে বরণ করে নিন।
কোন দ্বিতীয় চিন্তা না করে যে কোন ক্ষেত্রে প্রতিটি সন্দেহজনক বিষয় এড়িয়ে চলুন।
যে মুহূর্ত থেকে আপনি এগুলো করতে শুরু করবেন, আল্লাহর রহমত আর সাহায্যের দুয়ার আপনার জন্য খুলে যাবে।
কখনোই "না" বলতে ভয় পাবেন না।
মনে রাখবেন, এই "না" আসলে আল্লাহকে বলা একটা বিশাল বড় "হ্যাঁ"!
সর্বশেষ এডিট : ২৮ শে মে, ২০১৬ বিকাল ৪:২৭