ধর্মীয় জ্ঞান শূন্যতার দরুন আমরা অনেকেই লঘু পাপকে গুরু পাপ এবং গুরু পাপকে লঘু পাপ মনে করে থাকে। অনেকে আবার এক ধাপ এগিয়ে যে কাজ পাপের নয় সে কাজকেও পাপের কাজ মনে করে থাকে। অন্য দিকে মহা পাপকেও কিছু মনে করে না। অনেকে তো এমন রয়েছেন যে কোন কোন গুনাহের কাজকে মহা সাওয়াবের কাজ মনে করে এবং তা সমাজে প্রতিষ্ঠায় বিশেষ ভাবে কাজ ও করে। কেউ যদি দয়াপরবশ হয়ে সেগুলোর সঠিক রূপ ধরিয়ে দিতে চায়, তাকে সমাজের শয়তান, প্রকৃত ইসলামের শত্রু, গাদ্দার, বেঈমান, কাফির মুনাফিক , মতলববাজ ইত্যাদি বলে দূরে সরিয়ে দেয়। এটার কারন প্রথমেই বলেছি, ভাল করে ইসলামের হুকুম না জানা। “কুরআন ও সহহী হাদীসের আলোকে নিষিদ্ধ কর্মকান্ড” এই বইটি পড়লে সহজেই কিছু দুর্বলতা কাটিয়ে তোলা সম্ভব হবে। কোন কাজ গুলো মুসলিমদের করা ঠিক না, হাদীসের আলোকে নিষিদ্ধ তা তুলে ধরার চেষ্টা করেছেন লেখক। তাকে লেখক না বলে সংকলক ও বলা যায়, কেননা এখানে তার নিজেস্ব কোন মতামত নেই বরং হাদীসে যে সকল কাজ নিষেধ তিনি তাই তুলে ধরার চেষ্টা করেছেন।
.
একজন মুমিনের কর্তব্য হলো, আল্লাহর আযাবের ভয়ে আল্লাহ ও রাসূল সঃ এর নিষিদ্ধ সকল কাজ পরিহার করা। সাহাবীদের আমল এমনটিই ছিল। চাই তা হারাম হোক অথবা মাকরূহ ! রাসূল সঃ এর মুখে নিষিদ্ধ শুনলে তার দ্বিতীয়বার জানতে চাইতেন না কাজটি মাকরূহ নাকি হারাম। তাই আমাদের ও উচিত হারাম কাজ পরিহার করে সুন্নাতের আলোকে জীবন গড়া। এই বইয়ে ধারাবাহিক ভাবে নিষিদ্ধ কর্মকান্ড গুলো তুলে ধরা হয়েছে যাতে মানুষ এগুলে জেনে সহজেই কাজগুলো থেকে বিরত থাকতে পারে। বই টি প্রকাশ করেছে দারুল ইফরান প্রকাশনী, ঢাকা বাংলাদেশ। আপনার কপিটি আজই সংগ্রহ করে রাখুন।
সর্বশেষ এডিট : ২৫ শে মে, ২০১৬ দুপুর ১২:৪১