সাম্প্রতিক সময়ে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী মহোদয় কিছু নামী-দামী(!) বাক্যের জন্ম দিয়েছেন। যারা সরকারী দলের লোক, স্পেসিফিক করে বললে যারা দালাল টাইপের লোক তারা ছাড়া খোদ সরকারী দলেরই অনেকেই এই ধরণের কথাবার্তায় বিরক্ত!! একটা জিনিস বোধগম্য নয় উনার কানে কি শুধু সরকারি দলের প্রশংসামূলক কথা গুলোই বাজানো হয়, এসব কথাবার্তার পর সাধারন জনগণের প্রতিক্রিয়া কি এগুলো কি যায় না? নাকি উনারা পত্রিকা পড়ার সময়ও পান না? কারণ এইবিষয় গুলো(রাবিশ উক্তি)নিয়ে মনে হয় ইদানিং বেশ কিছু কলামও পত্রিকায় এসেছে! যাদের বেশির ভাগের লেখক আওয়ামী ঘরনার অথবা সরাসরি কোন রাজনীতির সাথে যুক্ত নয়!! এত কিছুর পরও তিনি কেন সংযত হচ্ছেন না আমার বোধগম্য নয়!! যদিও ব্যাপারটা উনার/উনাদের নিজস্ব তার পরও কিছুটা যে নেতিবাচক প্রভাব দলটির উপর পড়ছে তা সচেতন যে কেউ না বুঝার কথা নয়!!
লোড শেডিং নিয়ে যে কথাটা মাননীয় প্রধানমন্ত্রী বললেন সেটা কোন ভাবেই বর্তমান সরকারের সফলতাকে প্রতিফলিত করেনা! বিদ্যুত খাতে মানুষের প্রত্যাশা আর প্রাপ্তির ফারাক অনেক। ক্ষমতার ৪র্থ বর্ষে এসে এ নিয়ে এখনও পূর্ববর্তী সরকারের উপর দায়ভার চাপানো মানুষ আর খাচ্ছে না! মানুষ তত্বাবধায়ক সরকারের আমল থেকে শুনে আসছে এই খাতে বিরাট ও ব্যাপক প্রকল্প হাতে নেয়া হয়েছে কিন্তু সুফল ততটা বিরাট হয়ে আসেনি, কিন্তু কেন!! সময় তো গেছে ৭ বছর!
উনার বুঝা উচিত যে কথা গুলো জনাব হানিফ আর কামরুল সাহেবদের মুখে মানায় উনার মুখে মানায় না!
সব কাজে দালাল আর চাটুকারদের প্রশ্রয় দিলে সাধারণের প্রতিক্রিয়া বুঝা যায় না!! যখন বুঝা যায় তখন আর সময় থাকে না!
যে হারে কথার আবর্জনা ভেসে আসছে............ আবার স্বরাষ্ট্র মন্ত্রী যেন বলে না বসেন............চুরি, ডাকাতি, খুন, ছিনতাই এগুলোরও দরকার আছে!!
পদ্মা সেতু এখনও আলোর মুখ দেখলো না। এগুলো নতুন প্রজন্মকে ভাবায়। এই প্রজন্ম যেমন মুক্তিযুদ্ধের চেতনাকে লালন করে আর রাজাকারদের ঘৃনা করার পাশাপাশি এদের বিচায় চায় তেমনি দেশের অগ্রগতি আর ভবিষ্যত নিয়েও চিন্তা করে। তারা পশ্চাৎমূখী রাজনীতির চেয়ে এখন ভবিষ্যতমুখী রাজনীতি বেশী দেখতে চায়। অন্ন, বস্র, বাসস্থান শিক্ষা আর চিকিৎসায় দেশের আর নিজের সক্ষমতা কতটা বেড়েছে সেটার হিসাব মিলাতে চায়! তাদের কাছে অতীতের কিচ্ছা কাহিনী আর মাইক ফাটিয়ে উঁচু গলায় বক্তব্য দিতে পারলেই নেতা......এই প্রবণতা পানি পাচ্ছে না! তারা জানে স্টিভ জবস, জোকারবার্গস আর বিল গেটসরা গলা ফাটিয়ে বক্তব্য দেয় না কিন্তু তারা আসল নেতা!!
সরকার আর বিরোধীদল যেই হউক কথায় আর চিড়ে ভিজবেনা, দায়িত্ব এড়িয়ে চলার সুযোগ আর বেশীদিন নেই!! নতুন প্রজন্ম জাগছে ধীরে ধীরে......ধরা তোমাদের পড়তেই হবে!!
সর্বশেষ এডিট : ৩১ শে মার্চ, ২০১২ ভোর ৪:৫৪