পৃথিবীতে এমন কোনো পত্রিকা ম্যাগাজিন আছে যারা এখন পর্যন্ত কোনো খবর সংবাদ ম্যানিপুলেশন করেনি! পৃথিবীতে এমন কোনো সংবাদ মাধ্যম আছে যারা এখন পর্যন্ত একটি খবরও অপপ্রচার করেনি? পৃথিবীতে এমন কোনো সংবাদ মাধ্যম আছে যাদের দ্বারা কখনও মানুষের ক্ষতি হয়নি? পৃথিবীতে এমন কোনো সংবাদ মাধ্যম আছে যাদের দ্বারা কখনও ভুল ভাবে মানুষ প্রভাবিত হয়নি? পৃথিবীতে এমন কোনো সংবাদ মাধ্যম আছে যাদের দ্বারা কখনও নিত্য প্রয়োজনীয় বাজার প্রভাবিত হয়নি? পৃথিবীতে এমন কোনো সংবাদ মাধ্যম আছে যাদের দ্বারা মিথ্যা ভুল অন্যায় সংবাদ প্রচার হয়নি? পৃথিবীতে এমন কোনো সংবাদ মাধ্যম আছে যারা টাকা খেয়ে সংবাদ প্রচার করে না / কখনও টাকা খেয়ে সংবাদ প্রচার করেনি?
পত্রিকা ম্যাগাজিন সহ যে কোনো নিউজ মিডিয়া কভার করা বিশাল বড় কিছু না। টাকা খরচ করতে হয়, লবিং করতে হয়। এছাড়া আর কিছুই না। দেখতে হবে - who is back and front / who has paid the money / who does lobbying? - nothing else!
তারপরও, আমার জানার দুর্বলতা থাকতে পারে। আমি হয়তো জানি না। এই বিষয়ে আপনাদের কারো জানা থাকলে, অনুগ্রহ করে জানাবেন।
ছবি: আমি চাইলেই ম্যাগাজিন কভার ছবি হিসেবে “সি গ্রেডের” কোনো বাংলা নায়ক নায়িকার ছবি সংযোজন করতে পারি। কিন্তু করিনি, কারণ - কে যোগ্য আর কে অযোগ্য এই সামান্য জ্ঞান মানুষের থাকতে হয়। নয়তো দিন শেষে নিজেকেই মুখ থুবড়ে পড়ে যেতে হবে। ছবিতে দেশ বরেণ্য অভিনেতা, অভিনেতার রাজা, বাংলাদেশের টিভি নাটকের সেরাদের সেরা চরিত্র হুমায়ুন ফরিদী।
১. ০৪ ঠা অক্টোবর, ২০২৪ রাত ২:৫০ ০