ইতালির পত্রিকার হেডলাইন:
'স্তব্ধ নেপলস, বন্দরে পুলিশ মহিলাকে ধর্ষণ করেছে বাঙালি'।
ঘটনার বিবরণে জানা যায় ২০শে অক্টোবর রাতে পেশাগত দায়িত্ব পালন শেষে মহিলা পুলিশ অফিসারটি নেপোলি বন্দর এলাকায় পার্ক করা তার গাড়িতে উঠতে যাচ্ছিলেন। এসময় অফিসারটিকে পাথর জাতীয় কিছু দিয়ে মাথায় আঘাত করা হয়। এরপর এক অভিবাসী মহিলা পুলিশকে ধর্ষণ করে।
পরে মহিলাটিকে উদ্ধার করে রাজধানী রোম এর ক্যাম্পানিয়া কার্ডারেলি হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
পুলিশ অভিযান চালিয়ে ভোরে বাংলাদেশি অভিবাসীকে গ্রেফতার করে।
তার বিরুদ্ধে খুনের চেষ্টা এবং যৌন সহিংসতার অভিযোগ করা হয়েছে।
ছবিতে, নাপোলি বন্দর এলাকা।
প্রবাসে বাংলাদেশিদের অনেক সুনাম রয়েছে কারণ তারা কাজে খুবই আন্তরিক এবং বিশ্বস্ত।
কিন্তু কিছু ব্যক্তির অপকর্মে দেশের উপর কলঙ্ক চলে আসে।
সকল প্রবাসীকে মনে রাখতে হবে, সে নিজে দেশের একটি পতাকা বা পাসপোর্ট বহন করছে।
একজন বাংলাদেশি প্রবাসে দেশের প্রতিনিধিত্ব করে,
সুতরাং এমন কিছু করা যাবেনা, যা দেশের উপর কালিমা লেপন করে।