ওজন বেড়ে গেছে বলে,
মেরুদণ্ড ফেলে দিলে হল আমাদের।
সময়ের অভাবে নিঃশ্বাসও নিয়ে আসা হয়নি।
শুধু ব্যক্তিত্ব থেকে গেল।
বুদ্ধির রেওয়াজ করে জিন থেকে জিনে অবাধ স্থানান্তর হল।
অব্যক্ত হৃদয় আর অ্যাপেন্ডিক্স শেষ।
এরপর আর কোন কবিতার দরকার নেই, এরপরের কবিরা-
“প্রতিবন্ধি”।
কারন এদের হৃদযন্ত্র জামার ভেতর থেকে ঠিকরে বেরিয়ে আসে।
অশোভন দেখায়।
এদের কৃপা করে দিয়ে আসা হোক বহুকাল দূরের
কোন সময়ে;
ওই কালদ্বীপে এরা বালি খুঁড়ে খুঁজে নিক ভালবাসা।
সর্বশেষ এডিট : ২৫ শে মে, ২০১৬ রাত ৮:১২